South 24 Parganas News: সুন্দরবনে নৌকাডুবি, উদ্ধার চারজন

Last Updated:

নৌকাটি সাগরের গেঁওখালি থেকে ইট বোঝাই করে নিয়ে আসছিল নামখানার বাগডাঙায়। সেখানে নদীবাঁধ নির্মানের কাজ চলছে। সেই কাজের জন্যই ইট আসছিল। কিন্তু আনোয়ারা নামের ওই নৌকাটি তীরের কাছাকাছি এসে ব্লকে ধাক্কা মারে‌‌। এর ফলে নৌকার পাটাতন ছিদ্র হয়ে যায়। সেখান থেকে জল ঢুকতে শুরু করে। বেগতিক বুঝে নৌকার মাঝি নৌকা থেকে ঝাঁপ মেরে সাঁতরে পাড়ে ওঠেন।

দক্ষিণ ২৪ পরগনা: সুন্দরবনের মৌসুনি দ্বীপের কাছে নৌকাডুবি। এখানকার বটতলা নদীতে ইট বোঝাই একটি নৌকা হঠাৎ ডুবে যায়। নৌকায় থাকা মাঝিমল্লা সকলেই নদীতে গিয়ে পড়েন। তবে অন্য নৌকার মাঝিদের তৎপরতায় ডুবে যাওয়া নৌকায় থাকা চারজনকে উদ্ধার করা সম্ভব হয়েছে।
স্থানীয় সূত্রে খবর, নৌকাটি সাগরের গেঁওখালি থেকে ইট বোঝাই করে নিয়ে আসছিল নামখানার বাগডাঙায়। সেখানে নদীবাঁধ নির্মানের কাজ চলছে। সেই কাজের জন্যই ইট আসছিল। কিন্তু আনোয়ারা নামের ওই নৌকাটি তীরের কাছাকাছি এসে ব্লকে ধাক্কা মারে‌‌। এর ফলে নৌকার পাটাতন ছিদ্র হয়ে যায়। সেখান থেকে জল ঢুকতে শুরু করে। বেগতিক বুঝে নৌকার মাঝি নৌকা থেকে ঝাঁপ মেরে সাঁতরে পাড়ে ওঠেন।
advertisement
advertisement
তীরের খুব কাছে এই নৌকাডুবির ঘটনা ঘটায় আশেপাশের অন্যান্য নৌকার মাঝিরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। তাঁরা ওই ডুবন্ত নৌকার মাঝি সহ নৌকায় থাকা অন্যান্য যাত্রীদের উদ্ধার করেন।
ডুবন্ত নৌকায় বাঁধের কাজের জন্য প্রয়োজনীয় ইট থাকায় সেটিকে পাড়ে তোলার চেষ্টা করা হচ্ছে‌। জোয়ারের জল আরও বাড়লে নৌকাটিকে টেনে পাড়ের দিকে সরিয়ে আনার পরিকল্পনা আছে। এরপর ভাটার সময় সেই নৌকা থেকে ইট নামানোর কাজ করা হবে।
advertisement
নবাব মল্লিক
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: সুন্দরবনে নৌকাডুবি, উদ্ধার চারজন
Next Article
advertisement
Himachal Pradesh Bus Accident: ৩০০ মিটার গভীর খাদে বাস, হিমাচল প্রদেশে ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৭! আহত বহু
৩০০ মিটার গভীর খাদে বাস, হিমাচল প্রদেশে ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৭! আহত বহু
  • হিমাচল প্রদেশে ভয়াবহ বাস দুর্ঘটনা৷

  • ৩০০ মিটার খাদে বাস, মৃত অন্তত ৭ জন৷

  • আরও বাড়তে পারে হতাহতের সংখ্যা৷

VIEW MORE
advertisement
advertisement