Online Course: কোন কোন Online বিশেষ কোর্সের সুযোগ দিচ্ছে Kazi Nazrul University? জানুন

Last Updated:

উচ্চ মাধ্যমিক উর্ত্তীন্ন হলেই রয়েছে বিশেষ এই কোর্সের সুযোগ

কাজী নজরুল বিশ্ববিদ্যালয়। (প্রতীকী ছবি)
কাজী নজরুল বিশ্ববিদ্যালয়। (প্রতীকী ছবি)
#পশ্চিম বর্ধমান: কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে দেওয়া হচ্ছে বিশেষ শর্ট টাইম কোর্সের সুযোগ। কাজী নজরুল বিশ্ববিদ্যালয় থেকে খুব কম খরচে এই সার্টিফিকেট কোর্স সম্পন্ন করতে পারবেন আপনি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এমনভাবে কোর্সটি সাজিয়েছে, যা আপনাকে ভবিষ্যত কর্মজীবনে অনেক সুবিধা দেবে। ছয় মাসের এই কোর্সে মোট ৩৬ ঘন্টা ক্লাসের ব্যবস্থা থাকছে। পুরো কোর্সটি সম্পন্ন হবে অনলাইনে। কোর্স শেষে পরীক্ষার পর থাকবে সার্টিফিকেটও।
• কোর্সের নাম
ইন্টিগ্রেটেড সাসটেইনেবল ডিজাস্টার ম্যানেজমেন্ট
advertisement
• কোর্সের মেয়াদ
ছ'মাস
• কোর্স সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা
অতিমারির পরিস্থিতিকে বিচার করে এই কোর্সটি মূলত তৈরি করা হয়েছে। বর্তমান যুগে প্রত্যেকটি ছোট ছোট দূষণ প্রকৃতির ব্যাপকভাবে ক্ষতি করছে। যার জেরে তৈরি হচ্ছে কঠিন পরিস্থিতির। সাধারণ মানুষ নানান দুর্যোগের সম্মুখীন হচ্ছেন। এই অবস্থায় প্রকৃতি এবং মানব সভ্যতা, দুটিকে কিভাবে রক্ষা করা যায়, তা মূলত শেখানো হবে। প্রকৃতি এবং মানুষের সঙ্গে যে সম্পর্ক রয়েছে, তা নিয়ে নীতিগত শিক্ষা যেমন দেওয়া হবে,তেমনভাবে আনুষঙ্গিক শিক্ষা দেওয়া হবে। দুর্যোগের কবল থেকে বাঁচতে কিভাবে টেকনোলজি ব্যবহার করা উচিত, সেই বিষয়ে সংক্ষিপ্ত ধারণা দেওয়া হবে এই কোর্সের মাধ্যমে। পড়ুয়াদের শেখানো হবে দূষণ রোধে সাধারণ মানুষকে কিভাবে সচেতন করা যায় বা দূষণ রোধ করতে কি কি পদক্ষেপ করা প্রয়োজন। বিভিন্ন রকম তথ্য এবং বিশ্লেষণের মাধ্যমে অনলাইন এই কোর্সটি পড়ানো হবে।
advertisement
• কোর্সটি থেকে কিভাবে লাভবান হবে পড়ুয়ারা?
এই কোর্সটি করলে পড়ুয়ারা প্রকৃতি সম্পর্কে বিশদে ধারণা পাবেন। পাশাপাশি দুর্যোগ মোকাবিলায় কি কি প্রাথমিক পদক্ষেপ করা উচিত, সেই সম্পর্কেও ধারণা পাবেন পড়ুয়ারা। যা পরবর্তী ক্ষেত্রে কর্মজীবনে পড়ুয়াদের অনেক রকম সাহায্য করবে। তাছাড়াও এই বিষয়ে জ্ঞান বাড়বে পড়ুয়াদের।
কোর্সের বিষয়বস্তু
• আন্ডারস্ট্যান্ডিং সাসটেইনেবল ডিজাস্টার ম্যানেজমেন্ট
advertisement
• ডিজাস্টার ম্যানেজমেন্ট ইনফরমেশন সোর্স
• জিওমেট্রিক অ্যান্ড আইসিটি অন ডিজাস্টার ম্যানেজমেন্ট
• ডিজাস্টার ম্যানেজমেন্ট ইন মাইনিং
• ক্রাইসিস ইন্টারভেনশন এন্ড সাইকোলজিকাল সাপোর্ট ডিউরিং ডিজাস্টার
• এডুকেশন ডিউরিং ডিজাস্টার
• গ্রিন কেমিস্ট্রি, কেমিক্যাল হ্যাজার্ড এন্ড ডিজাস্টার
• কোর্সের খরচ
ছমাসের এই সার্টিফিকেট কোর্স সম্পন্ন করতে পড়ুয়াদের ৬০০ টাকা ফি জমা করতে হবে। এই কোর্সটিতে ক্রেডিট পয়েন্ট ২।
advertisement
• কোর্স করার যোগ্যতা
যেকোনো ইউজিসি বা এআইসিটি অ্যাপ্রুভ কলেজের প্রফেস, রিসার্চ ফেলো এবং বিভিন্ন রিসার্চ এর সঙ্গে যুক্ত প্রার্থীরা এই কোর্স করতে পারবেন। পাশাপাশি যে সমস্ত পড়ুয়ারা পোস্ট গ্রাজুয়েট করছেন, তারাও এই কোর্সের জন্য আবেদন করতে পারবেন। তাছাড়াও যারা উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেছেন, তারাও এই কোর্সটি করতে পারবেন। তবে সেক্ষেত্রে উচ্চমাধ্যমিকে তাদের বিজ্ঞান বিভাগের পড়ুয়া হতে হবে।
advertisement
• কোর্স ফ্যাকাল্টি
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান এবং সহকারী অধ্যাপকরা এই কোর্সটি সম্পন্ন করাবেন। কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের ভূগোল, প্রাণিবিজ্ঞান, মাইনিং ইঞ্জিনিয়ারিং, অ্যাপ্লাইড সাইকলজি, এডুকেশন এবং কেমিস্ট্রি বিভাগের অধ্যাপক এবং বিভাগীয় প্রধানরা এই কোর্সটি পরিচালনা করবেন। তাছাড়াও কিছু আমন্ত্রিত ফ্যাকাল্টি এই কোর্সের সঙ্গে যুক্ত থাকবেন।
advertisement
• কোর্সের আবেদন প্রক্রিয়া
কোর্সটিতে আবেদন করার জন্য কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে। অফিসের ওয়েবসাইটে অ্যাডমিশনের রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের সময় ৬০০ টাকা ফি জমা দিতে হবে। ভর্তির জন্য প্রথম আবেদনের ভিত্তিতে আসন নির্ধারণ করা হবে।
•বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট - http://www.knu.ac.in
তাছাড়াও যেকোনও সমস্যায় মেইল করা যাবে এই অ্যাড্রেসে।
advertisement
asamanja.chattoraj@gmail.com
অথবা বিশ্ববিদ্যালয়ে সরাসরি যোগাযোগ করতে পারেন।
Kazi Nazrul University
Nazrul Road, Kalla Bypass More, P.O. - Kalla (C. H.)
Asansol 713340, District - Paschim Barddhaman, West Bengal
কোর্সের আসন সংখ্যা ও পঠনপাঠন প্রক্রিয়া
• আসন সংখ্যা - ১০০ টি
• ক্লাসের সময় - সান্ধ্যকালীন কোর্স।
• ট্রেনিং দেওয়া হবে অনলাইনে।
তাছাড়া বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে দেওয়া হবে স্টাডি মেটেরিয়াল। ক্লাসের অনলাইন লিঙ্ক পড়ুয়াদের রেজিস্টার্ড মেইল আইডিতে পাঠিয়ে দেওয়া হবে।
• কোর্সের জন্য প্রয়োজনীয় উপস্থিতি
কমপক্ষে ৭৫ শতাংশ উপস্থিতি থাকতে হবে এই কোর্স সম্পন্ন করার জন্য।
• পরীক্ষা পদ্ধতি
কোর্স শেষে একটি ১০০ নম্বরের পরীক্ষা হবে। যা মূলত হবে মাল্টিপল চয়েস কোশ্চেন (MCQ) পদ্ধতিতে। এক্ষেত্রে যে সমস্ত পড়ুয়ারা ৫০ শতাংশ বা তার বেশি নম্বর পাবেন, তারা সার্টিফিকেট পাবেন। অন্যদিকে যে সমস্ত পড়ুয়ারা অসফল হবেন, তাদের ক্ষেত্রে তিন মাস পর আবার একটি কম্প্লিমেন্টারি এক্সামের ব্যবস্থা করা হবে।
Nayan Ghosh
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Online Course: কোন কোন Online বিশেষ কোর্সের সুযোগ দিচ্ছে Kazi Nazrul University? জানুন
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement