West Burdwan News : ঘুম নেই! বিয়েবাড়ির হল্লায় অতিষ্ঠ স্থানীয় বাসিন্দাদের জীবন
- Published by:Arpita Roy Chowdhury
- hyperlocal
- Written by:Bangla Digital Desk
Last Updated:
West Burdwan News : তারস্বরে ডিজে বাজানোর জন্য কান ঝালাপালা হয়ে যাচ্ছে স্থানীয় মানুষের। আবার বিয়ে বাড়ির রাত পেরোলেই, সকাল থেকে চতুর্দিকে আবর্জনার দুর্গন্ধ।
পানাগড়, পশ্চিম বর্ধমান : বিয়েবাড়ির অতিরিক্ত আনন্দ হয়ে উঠছে মাথাব্যথার কারণ। সকাল থেকে হাড়ভাঙা পরিশ্রমের পরও হচ্ছে না ঘুম। বাড়িতে থাকা ছোট শিশুদের চোখ থেকেও হারিয়েছে ঘুম। হচ্ছে অসুস্থতা। তারস্বরে ডিজে বাজানোর জন্য কান ঝালাপালা হয়ে যাচ্ছে স্থানীয় মানুষের। আবার বিয়েবাড়ির রাত পেরোলেই, সকাল থেকে চতুর্দিকে আবর্জনার দুর্গন্ধ। সবমিলিয়ে নাজেহাল কাঁকসার গোপালপুরের মানুষজন। অভিযোগ, গোপালপুরের একটি ম্যারেজ হলকে কেন্দ্র করে। সেখানে বিয়ে বাড়িতে আসা মানুষজনের অতিরিক্ত আনন্দ উচ্ছ্বাস স্থানীয় মানুষের সমস্যার কারণ হয়ে দাঁড়াচ্ছে।
স্থানীয় মানুষজনের অভিযোগ, গোপালপুরে যে ম্যারেজ হলটি রয়েছে, সেখানে বিয়ের মরশুমে ব্যাপক সংখ্যক মানুষের আনাগোনা লেগে থাকে। গভীর রাত পর্যন্ত সেখানে উচ্চস্বরে বাজানো হয় ডিজে। সঙ্গে থাকে মানুষজনের হই হুল্লোড়ের আওয়াজ। বিয়েবাড়িতে আনন্দ করতে এসে মদ্যপানে মেতে ওঠেন মানুষজন। আর মদ্যপানের সাক্ষী হিসেবে বোতলগুলি ফেলে যান স্থানীয় এলাকার আশপাশে। তাছাড়া বিয়েবাড়ির আবর্জনার দুর্গন্ধে এলাকায় টেকা দায় হয়।আর সমস্ত সমস্যার ভোগান্তি হয় গোপালপুর এলাকার মানুষজনের। এমনিতে সেখানে দিনমজুর মানুষের বসবাসের সংখ্যা বেশি। অনেক ভোরের দিকে ঘুম থেকে উঠে তারা কাজে চলে যান। স্বাভাবিকভাবেই তারা সন্ধ্যার দিকেই ঘুমিয়ে পড়েন। কিন্তু বিয়েবাড়ির মরশুমে ঘুমে ব্যাঘাত হচ্ছে তাদের। যার প্রভাব পড়ছে কাজে, শরীরে।
advertisement
আরও পড়ুন : আজ থেকে শুরু উচ্চ মাধ্যমিক, বনাঞ্চল লাগোয়া গ্রামগুলির পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেবে বন দফতর
advertisement
সমস্যা সমাধানে কোনও উপায় না পেয়ে, বাধ্য হয়ে এলাকার মানুষজন দ্বারস্থ হয়েছিলেন কাঁকসা থানার। কাঁকসা থানায় সমস্ত অভিযোগ তারা জানিয়েছেন। জানিয়েছেন তাদের সমস্যার কথা। জানা গিয়েছে, এলাকাবাসীর সমস্যা শুনে পুলিশের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে, রাত দশটা এগারোটার মধ্যে ডিজে বাজানো বন্ধ করার নির্দেশ দেওয়া হবে। অতিরিক্ত হইহুল্লোড় করার ক্ষেত্রেও সাবধান করা হবে বিয়েবাড়িতে আসা মানুষজন এবং ম্যারেজ হল কর্তৃপক্ষকে। পুলিশের আশ্বাসে কিছুটা নিশ্চিন্ত হয়েছেন গোপালপুর এলাকার মানুষ। তবে তাঁরা বলছেন, যদি এতেও সমাধান না হয়, তা হলে তারা আবার একত্রিত হয়ে এর প্রতিবাদ করবেন।
Location :
Kolkata,West Bengal
First Published :
March 14, 2023 1:44 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
West Burdwan News : ঘুম নেই! বিয়েবাড়ির হল্লায় অতিষ্ঠ স্থানীয় বাসিন্দাদের জীবন