West Burdwan News : এবার ক্যামেরাতেই পাওয়া গাড়ির সব তথ্য, বিশেষ প্রযুক্তি ব্যবহার পুলিশের

Last Updated:

ক্যামেরার সামনে দিয়ে যাওয়া - আসা করা যে কোনও গাড়ির নম্বর প্লেট স্ক্যান করতে সক্ষম এই নতুন ক্যামেরা। যেখান থেকে ওই গাড়ি সম্পর্কিত সমস্ত তথ্য পাবেন পুলিশ কর্মীরা।

+
ক্যামেরার

ক্যামেরার মনিটরের দিকে নজর পুলিশ কর্মীদের।

হিরাপুর, পশ্চিম বর্ধমান : অপরাধ দমনে এবার আরও উন্নততর প্রযুক্তির ব্যবহার শুরু করল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের হাতে এসেছে নতুন ধরনের ক্যামেরা। যে ক্যামেরার সাহায্যে পাওয়া যাবে যে কোনও গাড়ির তথ্য। ক্যামেরার সামনে দিয়ে যাওয়া - আসা করা যে কোনও গাড়ির নম্বর প্লেট স্ক্যান করতে সক্ষম এই নতুন ক্যামেরা। যেখান থেকে ওই গাড়ি সম্পর্কিত সমস্ত তথ্য পাবেন পুলিশ কর্মীরা। স্বাভাবিকভাবেই এই ক্যামেরা অপরাধ মনে বিশেষ ভাবে সাহায্য করবে বলে আশা করা হচ্ছে।
আরও পড়ুন Bengal Himalayan Carnival: বাংলার মেঠো গ্রামই রূপের খনি! সেখানেই হবে কার্নিভাল, বেছে নেওয়া হল সেরা কয়েকটি গন্তব্য
প্রসঙ্গত, অপরাধ দমন করতে আসনসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট বিভিন্ন থানা এলাকাগুলিতে প্রচুর সংখ্যক সিসিটিভি ক্যামেরার ব্যবহার শুরু করেছে। যেখান থেকে অপরাধীদের ধরতে এবং অপরাধের কিনারা করতে সাহায্য পাচ্ছেন তদন্তকারীরা। তবে অনেক ক্ষেত্রেই দুর্ঘটনা বা অন্যান্য কোনও অপরাধমূলক কাজ সংগঠিত করে, থানা এলাকা ছেড়ে বেরিয়ে চলে যায় গাড়িগুলি। ফলে সেই ঘটনার তদন্ত করতে সময় লাগে বেশ কিছুটা বেশি। কারণ পুলিশ কর্মীদের ওই গাড়ির তথ্য সংগ্রহ করতে বেশ কিছুটা সময় ব্যয় করতে হয়। তবে নতুন এই ক্যামেরার সাহায্যে যে কোনও গাড়ির তথ্য পাওয়া পুলিশের কাছে আরও সহজ হবে।
advertisement
advertisement
কারণ নতুন এই ক্যামেরাটি সামনে দিয়ে যাওয়া আসা করা প্রত্যেক গাড়ির নম্বর প্লেট স্ক্যান করতে সক্ষম। যার ফলে গাড়ি সম্পর্কিত তথ্য পুলিশ কর্মীরা পেয়ে যাবেন সহজে। যার ফলে তদন্তে আরও গতি আসবে। সূত্রের খবর, কমিশনারেটের অন্তর্গত প্রত্যেকটি থানা এলাকাতেই এই নতুন ভেইকেল আইডেন্টিফিকেশন ক্যামেরা ব্যবহার শুরু করা হবে।
advertisement
Nayan Ghosh
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
West Burdwan News : এবার ক্যামেরাতেই পাওয়া গাড়ির সব তথ্য, বিশেষ প্রযুক্তি ব্যবহার পুলিশের
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement