Bengal Himalayan Carnival: বাংলার মেঠো গ্রামই রূপের খনি! সেখানেই হবে কার্নিভাল, বেছে নেওয়া হল সেরা কয়েকটি গন্তব্য

Last Updated:

Bengal Himalayan Carnival| Siliguri News: বাংলার গ্রামীণ এলাকার ঐতিহ্যকে তুলে ধরতে এবার হিমালয়ান হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট নেটওয়ার্ক এবছর তৃতীয় 'বেঙ্গল হিমালয়ান কার্নিভাল'। ২৭ জানুয়ারি থেকে শুরু হয়ে চলবে ৩০ জানুয়ারি পর্যন্ত।

+
title=

শিলিগুড়ি : বাংলার গ্রামীণ এলাকার ঐতিহ্যকে তুলে ধরতে এবার হিমালয়ান হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট নেটওয়ার্ক এবছর তৃতীয় 'বেঙ্গল হিমালয়ান কার্নিভাল'-এর জন্য উত্তরবঙ্গের তিনটি গ্রামীণ গন্তব্য বেছে নিয়েছে। কার্নিভাল ২৭শে জানুয়ারি শুরু হয়ে ৩০ শে জানুয়ারি শেষ হবে।
বিগত দুই বছর ধরে এই সংস্থা রাজ্য পর্যটন দফতরের সহযোগিতায় 'বেঙ্গল হিমালয়ান কার্নিভাল'-এর আয়োজন করে আসছে। গত দুই বছরে তারা সাধারণ পর্যটন গন্তব্যগুলো বেছে নিয়েছিল। কিন্তু এই বছর, গ্রামীণ পর্যটনকে তুলে ধরার লক্ষ্যে তারা উৎসবের জন্য দার্জিলিং জেলার বিজনবাড়ি, জলপাইগুড়ি জেলার লাটাগুড়ি এবং কালিম্পং জেলার চুইখিমকে বেছে নিয়েছে। ২৭ তারিখ বিজনবাড়ি থেকে ল্যান্ড রোভার র‌্যালির মাধ্যমে কার্নিভাল শুরু হবে। ২৯ তারিখ লাটাগুড়িতে এবং ৩০ তারিখ চুইখিমে শেষ হবে।
advertisement
আরও পড়ুন :  হৃদরোগ, ক্যানসারের ভয়ে চিনি একদমই খাচ্ছেন না? জানুন বিশেষজ্ঞ কী বলছেন
এই কার্নিভালে পর্যটকদের কাছে সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরা হবে। একটি প্যারাগ্লাইডিং পরীক্ষা করা হবে বিজনবাড়িতে, সেখানেই একটি বনের মধ্য দিয়ে হেঁটে যেখানে ঔষধি গাছ সম্পর্কে বিস্তারিত জানানো হবে। স্থানীয়দের প্রতিনিধিত্ব, নাচ, সাংস্কৃতিক ঐতিহ্যের আয়োজন করা হবে। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন, অ্যাসোসিয়েশন অফ ডোমেস্টিক ট্যুর অপারেটর অফ ইন্ডিয়া এবং অ্যাসোসিয়েশন অফ বৌদ্ধ ট্যুর অপারেটর এই ইভেন্টের জন্য তাদের সমর্থনের হাত বাড়িয়েছে।
advertisement
advertisement
আরও পড়ুন :  বহু বাধা পেরিয়ে বিয়ে ভিন ধর্মে, সুনীল-মানার তিন দশকেরও বেশি পুরনো দাম্পত্যে চিরবসন্ত
আয়োজক কমিটির সদস্য রাজ বসু বলেছেন, "আগামী বছর থেকে এটি আমাদের রাজ্যের পর্যটন বিভাগের একটি ক্যালেন্ডার ইভেন্ট হতে চলেছে। আগামী দিনে আমাদের ধারণা এটিকে পরবর্তী বিশ্ব পর্যায়ে নিয়ে যাওয়া। ব্লগার এবং ভ্লগাররা ভ্রমণ কর্মসূচীতে অংশ নেবেন। আমরা কার্নিভালে যোগদানকারী পর্যটকদের ৫০ শতাংশ ছাড় দেব।" তাই সকলকেই এগিয়ে আসার অনুরোধ রেখেছেন তিনি।
advertisement
অনির্বাণ রায়
view comments
বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
Bengal Himalayan Carnival: বাংলার মেঠো গ্রামই রূপের খনি! সেখানেই হবে কার্নিভাল, বেছে নেওয়া হল সেরা কয়েকটি গন্তব্য
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement