Murshidabad News: রাতভর চিকিৎসার পরও বাঁচানো গেল না গুলিবিদ্ধ প্রাক্তন প্রধানকে
Last Updated:
দুষ্কৃতীদের চালানো গুলিতে গুরুতর আহত হন মুর্শিদাবাদে রানীতলা থানার লোচনপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান আলতাফ হোসেন।
মুর্শিদাবাদ: দুষ্কৃতীদের চালানো গুলিতে গুরুতর আহত হন মুর্শিদাবাদে রানীতলা থানার লোচনপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান আলতাফ হোসেনের। অবশেষে চিকিৎসা চলার পর বুধবার সকালে বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় নিজের কাজ সেরে বাড়ি ফেরার সময় জনাকয়েক দুষ্কৃতী তার উপর চড়াও হয়। তাকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা, অভিযোগ। গুলি লেগে গুরুতর আহত হন প্রাক্তন প্রধান আলতাফ হোসেন ।
advertisement
advertisement
গুলির শব্দে স্থানীয় মানুষজন জমায়েত হলে দুষ্কৃতীরা ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়। আহত ব্যক্তিকে উদ্ধার করে লালবাগ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে পরে সেখান থেকে তাকে স্থানান্তরিত করা হয় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে। মঙ্গলবার রাতভর চিকিৎসা চলার পর বুধবার সকালে তার মৃত্যু হয় বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে বলে জানা গিয়েছে।
advertisement
তবে সঠিক কী কারণে এই প্রাণঘাতী হামলা, কে বা কারা জড়িত রয়েছে এই ঘটনায় বিষয়টি এখনও পর্যন্ত রয়েছে ধোঁয়াশায়। ঘটনাকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ওই এলাকায়। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে সম্পূর্ণ ঘটনার তদন্ত শুরু করেছে রানীতলা থানার পুলিশ।
আরও পড়ুন : হৃদরোগ, ক্যানসারের ভয়ে চিনি একদমই খাচ্ছেন না? জানুন বিশেষজ্ঞ কী বলছেন
প্রসঙ্গত, লোচনপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান গঠন হয় মঙ্গলবার। ১৭জন তৃণমূলের সঙ্গে থাকলেও বাকি ৬জন নেই, গত বিধানসভা নির্বাচনে ভোট না করার জেরে তাদেরকে বহিস্কার করা হয়েছে বলে জানা গিয়েছে।
advertisement
তৃণমূলের বিরুদ্ধে অনাস্থা এনে প্রধান গঠন হয় মঙ্গলবার। রানীনগর এক নং ব্লকের অন্তর্গত লোচনপুর গ্রাম পঞ্চায়েতে প্রধান হন সোনালী সিংহ রায়। একাধিক দুর্নীতির অভিযোগ তুলে গত মার্চ মাসে প্রাক্তন প্রধান সিনারা বগবির বিরুদ্ধে অনাস্থা আনেন ৯জন পঞ্চায়েত সদস্য। অনাস্থা আনা হয় বিডিওর কাছে। এরপরেই অনাস্থা এনে প্রধানকে অপসারিত করা হয়। অবশেষে হাইকোর্টের নির্দেশে ৯মাস পর মঙ্গলবার ১৭জন পঞ্চায়েত সদস্যের উপস্থিতিতে পঞ্চায়েত প্রধান গঠন করা হয়।
advertisement
আরও পড়ুন : বহু বাধা পেরিয়ে বিয়ে ভিন ধর্মে, সুনীল-মানার তিন দশকেরও বেশি পুরনো দাম্পত্যে চিরবসন্ত
যিনি প্রধান নির্বাচিত হন তার দিকেই ছিলেন আলতাব সেখ। তবে প্রধান গঠনের পরেই এই প্রাণঘাতি হামলা নিয়ে উতপ্ত জেলার রাজনীতি। পুলিশ সঠিক ভাবে নিরপেক্ষ তদন্ত করে দোষীদের চিহ্নিত করে শাস্তি ব্যবস্থা করুক, দাবি করেছে আলতাব সেখের পরিবার।
advertisement
অন্যদিকে এই ঘটনার জেরে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পুলিশ সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গিয়েছে। বুধবার দুপুরে ময়নাতদন্তের পর দেহ তুলে দেওয়া হবে পরিবারের সদস্যদের হাতে বলে জানা গিয়েছে।
কৌশিক অধিকারী
Location :
Kolkata,West Bengal
First Published :
January 25, 2023 11:44 AM IST
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: রাতভর চিকিৎসার পরও বাঁচানো গেল না গুলিবিদ্ধ প্রাক্তন প্রধানকে