Hanuman Temple|| আসানসোলে ভবতারিণী মন্দিরের পাশেই হল হনুমান মন্দির, কলস যাত্রায় আজ প্রাণপ্রতিষ্ঠা

Last Updated:

সমস্ত মহিলারা দামোদর নদী থেকে জল তুলে শোভাযাত্রা করে মন্দির পর্যন্ত আসেন। তারপর মহিলাদের আনা কলস ভর্তি জল দিয়ে মন্দিরের প্রতিষ্ঠা করা হয়েছে।

+
title=

#আসানসোল, পশ্চিম বর্ধমান: মহা ধুমধামের সঙ্গে হনুমান মন্দির প্রতিষ্ঠা করা হল আসানসোলে। আসানসোলের বার্নপুরে হনুমান মন্দিরে মূর্তি প্রতিষ্ঠা এবং প্রাণ প্রতিষ্ঠা করা হয়েছে। স্থানীয় মহিলাদের নিয়ে কলস যাত্রার মাধ্যমে মন্দিরের প্রতিষ্ঠা করা হয়েছে। স্থানীয় ওই সমস্ত মহিলারা দামোদর নদী থেকে জল তুলে শোভাযাত্রা করে মন্দির পর্যন্ত আসেন। তারপর মহিলাদের আনা কলস ভর্তি জল দিয়ে মন্দিরের প্রতিষ্ঠা করা হয়েছে। সেখানে জাঁকজমকের সঙ্গে বিশেষ পুজোর আয়োজন করা হয়েছিল।
প্রসঙ্গত, বার্নপুরের শ্যামবাঁধে এই হনুমান মন্দিরটি নির্মাণ করা হয়েছে স্থানীয় একটি কালী মন্দির চত্বরে। স্থানীয় ভবতারিণী মন্দির ১৯৬৩ সালে স্থাপন করা হয়েছিল। মন্দিরটির প্রতি স্থানীয় লোকজনের অগাধ ভক্তি এবং বিশ্বাস রয়েছে। কিন্তু স্থানীয়রা চেয়েছিলেন ওই মন্দির চত্বরে নতুন একটি হনুমান মন্দির প্রতিষ্ঠা করা হোক। স্থানীয়দের ইচ্ছা অনুযায়ী নতুন একটি মন্দির নির্মাণ করা হয়েছে ভবতারিণী মন্দির চত্বরে। সেখানেই হনুমান মূর্তি প্রতিষ্ঠা এবং প্রাণ প্রতিষ্ঠা হয়েছে জাঁকজমকের সঙ্গে। সেই উপলক্ষে এই সুবিশাল কলস যাত্রার আয়োজন করা হয়েছিল। যা নিয়ে স্থানীয়দের মধ্যে উৎসাহ-উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। স্থানীয়দের অংশগ্রহণ ছিল ব্যাপকভাবে। সুসজ্জিত শোভাযাত্রা দেখতেও বহু মানুষ হাজির হয়েছিলেন। ঢাকের তালে মহিলাদের নিয়ে সকাল সকাল শুরু হয় কলস যাত্রা। যা শেষ হয় মন্দিরে এসে। তারপর কলসের জল দিয়ে মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার কাজ হয়েছে।
advertisement
এ বিষয়ে মন্দিরের পুরোহিত বলেন, স্থানীয়দের ইচ্ছা অনুযায়ী এই মন্দিরটি নির্মাণ করা হয়েছে এবং তার প্রাণ প্রতিষ্ঠা করা হল। এবার থেকে মন্দিরে ভবতারিণী মায়ের পাশাপাশি পবনপুত্র হনুমান নিয়মিত পুজো পাবেন।
advertisement
Nayan Ghosh
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Hanuman Temple|| আসানসোলে ভবতারিণী মন্দিরের পাশেই হল হনুমান মন্দির, কলস যাত্রায় আজ প্রাণপ্রতিষ্ঠা
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement