West Bardhaman News: ডিভিসি'র মুনাফার চোটে অতিষ্ঠ মানুষ, বিষাক্ত ছাইয়ে বিপর্যস্ত জনজীবন

Last Updated:

ডিভিসি'র অন্ডাল তাপবিদ্যুৎ কেন্দ্রের বিষাক্ত ছাই থেকে ছড়াচ্ছে দূষণ। গোটা ঘটনায় ব্যাপক ক্ষুব্ধ এলাকাবাসী

+
title=

পশ্চিম বর্ধমান: অন্ডাল তাপবিদ্যুৎ কেন্দ্রের বিষাক্ত ছাই থেকে এলাকায় ছড়াচ্ছে দূষণ। ওই ছাই অন্যত্র নিয়ে যাওয়ার সময়‌ই তা থেকে মূলত দূষণ ছড়াচ্ছে বলে অভিযোগ। এই বিষয়ে প্রশাসনের কাছে ব্যবস্থা নেওয়ার আর্জি জানালেন স্থানীয় বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়।
শুধু বিধায়ক নয়, অন্ডাল তাপবিদ্যুৎ কেন্দ্রের বিষাক্ত ছাই নিয়ে প্রবল ক্ষুব্ধ এলাকার মানুষ। দ্রুত ব্যবস্থা না নিলে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা। উল্লেখ্য, অন্ডাল তাপবিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়ায় তৈরি হয় এসপন ছাই। যা বিষাক্ত। এই ছাই আবার বেসরকারি ঠিকাদার সংস্থার মাধ্যমে অন্যত্র সরবরাহ করা হয়।
advertisement
advertisement
তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে ছাই ভর্তি ডাম্পার ১৯ নম্বর জাতীয় সড়কের সার্ভিস রোড ধরে করে যাতায়াত। পরিবহনের সময় ডাম্পার থেকে ছাই উড়ে ছড়িয়ে পড়ে রাস্তার আশপাশে। যে কারণে এলাকায় তৈরি হচ্ছে বিভিন্ন ধরনের সমস্যা। বিষাক্ত ছাই ওড়ার ফলে এলাকায় ছড়াচ্ছে দূষণ। নানারকম শারীরিক সমস্যার সম্মুখীন হচ্ছেন স্থানীয় বাসিন্দারা।
রাস্তার উপর পড়ে থাকা ছাই উড়ে কমছে দৃশ্যমানতা, ঘটছে বিপদ। অন্ডাল থেকে কাজোড়া মোড় পর্যন্ত রাস্তার দু-ধারে থাকা ধাবা ও হোটেল মালিকদের অভিযোগ, ছাই উড়ে পড়ছে খাবারের উপর। ফলে তাঁদের গ্রাহক কমছে। বেশ কয়েকবার ছাই বোঝাই ডাম্পার আটকে বিক্ষোভ দেখানো হয়েছে। কিন্তু তাতে লাভ কিছু হয়নি বলে অভিযোগ।
advertisement
বিষয়টি নিয়ে এলাকার তৃণমূল বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায় জানান, ছাই থেকে সমস্যা হচ্ছে। দূষণ ছড়াচ্ছে। তাই এই বিষয়ে ডিভিসি কর্তৃপক্ষকে দ্রুত পদক্ষেপ করতে হবে। পরিবহণের সময় যাতে ছাই না ওড়ে সেই ব্যবস্থা করতে হবে।
পরিবহনের সময় ডাম্পারের ছাই ঢাকা দেওয়া, রাস্তায় নিয়মিত জল স্প্রে করা, রাস্তার উপর পড়ে থাকা ছাই পরিষ্কার করার দাবি তুলছেন স্থানীয়রা। এদিকে ডিভিসি নিয়ম অগ্রাহ্য করে ইচ্ছেমতো ছাই পরিবহণ করছে বলে অভিযোগ। এই প্রসঙ্গে অন্ডাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সুধীন পান্ডে বলেন, দূষণ বন্ধ করার জন্য ডিভিসি কর্তৃপক্ষকে ইতিমধ্যেই পঞ্চায়েতের পক্ষ থেকে তিনবার চিঠি দেওয়া হয়েছে। এরপরও কর্তৃপক্ষ ব্যবস্থা না নিলে পঞ্চায়েতের পক্ষ থেকে আইনি পদক্ষেপ নেওয়া হবে।
advertisement
নয়ন ঘোষ
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
West Bardhaman News: ডিভিসি'র মুনাফার চোটে অতিষ্ঠ মানুষ, বিষাক্ত ছাইয়ে বিপর্যস্ত জনজীবন
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement