West Medinipur News: দুয়ারে সরকারের কাজ খতিয়ে দেখতে খড়গপুরে রাজ্যের পরিদর্শক
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:RANJAN CHANDA
Last Updated:
দুয়ারে সরকার শিবিরে কেমন কাজ হচ্ছে খতিয়ে দেখতে খড়গপুরে এলেন রাজ্যের পরিদর্শক
খড়গপুর: প্রান্তিক এলাকার মানুষের কাছে সরকারি সুবিধা পৌঁছে দেওয়ার জন্য ১ সেপ্টেম্বর থেকে আবার শুরু হয়েছে দুয়ারে সরকার শিবির। এই কর্মসূচির মধ্য দিয়ে ব্লক, পঞ্চায়েতের আধিকারিকেরা সাধারণ মানুষের কাছে সরকারি সুযোগ-সুবিধা পৌঁছে দেবেন। রাজ্যের অন্যান্য এলাকার মত খড়গপুরেও চলছে দুয়ারে সরকার শিবির। এই মহকুমার বিভিন্ন দুয়ারে সরকার শিবিরের কাজকর্ম খতিয়ে দেখতে এসেছিলেন রাজ্য স্তরের পরিদর্শক।
খড়গপুর পুরসভার শ্রীকৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়, খড়গপুর-১ ব্লকের বিভিন্ন শিবির ঘুরে দেখেন রাজ্য পরিদর্শক সুরেন্দ্র গুপ্তা। রাজ্য পরিদর্শকের সঙ্গে উপস্থিত ছিলেন খড়গপুরের মহকুমাশাসক দিলীপ মিশ্র, অতিরিক্ত জেলাশাসক সৌরভ মোহান্তি, খড়গপুর পুরসভার পুরপ্রধান কল্যাণী ঘোষ সহ মহকুমার বিভিন্ন আধিকারিকেরা। প্রসঙ্গত ৩৫ টি পরিষেবা নিয়ে রাজ্যজুড়ে চলছে সপ্তম পর্যায়ের দুয়ারে সরকার শিবির। সপ্তম পর্যায়ে যুক্ত হয়েছে বার্ধক্য ভাতা, পরিযায়ী শ্রমিকদের নথিভুক্তকরণ, উদ্যম পোর্টালে নাম নথিভুক্তকরন এবং হস্তশিল্পী ও তাঁত শিল্পীদের তালিকাভুক্তি করনের কাজ।
advertisement
advertisement
এবার ১ থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত দুয়ারে সরকারের প্রথম ধাপের শিবির আয়োজিত হবে। এই সময়কালের মধ্যে বাড়ির কাছের দুয়ারে সরকার শিবিরে গিয়ে বিভিন্ন প্রকল্পে নাম অন্তর্ভুক্তিকরণ ও আবেদন পত্র জমা দিতে পারবে সাধারণ মানুষ। প্রশাসন সূত্রে খবর, প্রান্তিক এলাকার মানুষের কাছে রাজ্য সরকারের নানান সুযোগ সুবিধা, প্রকল্প পৌঁছে দেওয়ার জন্য ভ্রাম্যমান দুয়ারে সরকার শিবিরেরও ব্যবস্থা করা হয়েছে।
advertisement
রঞ্জন চন্দ
Location :
Kolkata,West Bengal
First Published :
September 08, 2023 12:31 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Medinipur News: দুয়ারে সরকারের কাজ খতিয়ে দেখতে খড়গপুরে রাজ্যের পরিদর্শক