Durgapur News: ভয়ানক কাণ্ড! মাঠে পা রাখতেই মারাত্মক ঘটনা, বাড়ি ফিরল বৃদ্ধের দেহ
- Reported by:NAYAN GHOSH
- news18 bangla
- Published by:Suvam Mukherjee
Last Updated:
Durgapur News: মহকুমা হাসপাতালে চিকিৎসকরা সোনা রুইদাস নামের ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন
দুর্গাপুর: ব্যাপক ঝড় বৃষ্টিতে প্রাণ গেল এক ব্যক্তির। বজ্রপাতে মৃত্যু হল বছর ৬০ এর সোনা রুইদাসের। এদিন দুপুরে তিনি গিয়েছিলেন গরু চরাতে। তখনই হঠাৎ করে বৃষ্টি নামে। ঘনঘন চলতে থাকে বজ্রপাত। তিনি গরু চরিয়ে বাড়ি ফিরছিলেন। হঠাৎ করেই বজ্রপাতের জেরে লুটিয়ে পড়েন তিনি।
সোনা রুইদাসের নাতি ঘটনাস্থলে ছিলেন। তিনি তাঁকে অচৈতন্য অবস্থায় থেকে তোলার চেষ্টা করে ব্যর্থ হন। এরপর তাঁকে অটোয় করে নিয়ে আসা হয় বাড়ি। বাড়িতে তার জ্ঞান ফেরানোর চেষ্টা করেন সকলে। কিন্তু তাতে কোনও কাজ না হওয়ায়, নিয়ে যাওয়া হয় দুর্গাপুর মহকুমা হাসপাতালে। এরপর মহকুমা হাসপাতালে চিকিৎসকরা সোনা রুইদাস নামের ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন।
advertisement
advertisement
দীর্ঘ অপেক্ষার পর স্বস্তির বৃষ্টি পেয়েছে শহর দুর্গাপুর। বৃষ্টিপাতের জেরে এক ধাক্কায় তাপমাত্রা অনেকটা নেমেছে। কেটেছে অস্বস্তি। শনিবার দুপুরের পর থেকেই কালো মেঘে ঢেকে যায় শহরের আকাশ। আর ঘনঘন বজ্রপাত চলতে থাকে। এই বজ্রপাতে আতঙ্কিত হয়ে পড়েছিলেন অনেকেই। তার মধ্যেই গোগলা পঞ্চায়েত এলাকার বাসিন্দা সোনা রুইদাস বজ্রঘাতে প্রাণ হারিয়েছেন।
advertisement
Nayan Ghosh
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Jun 17, 2023 8:24 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Durgapur News: ভয়ানক কাণ্ড! মাঠে পা রাখতেই মারাত্মক ঘটনা, বাড়ি ফিরল বৃদ্ধের দেহ







