TMC: হাওয়ায় উড়ল সবুজ আবীর, ফলতায় তৃণমূলের দখলে পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েত

Last Updated:

TMC: মনোনয়নপত্র জমা প্রক্রিয়ার শেষে ফলতায় বিরোধীশূন্য পঞ্চায়েত গড়ল তৃণমূল কংগ্রেস।

তৃণমূলের জয়
তৃণমূলের জয়
ডায়মন্ড হারবার: মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়ার শেষে ফলতায় বিরোধীশূন্য পঞ্চায়েত গড়ল তৃণমূল কংগ্রেস। ফলতা পঞ্চায়েত সমিতিও বিরোধীশূন্য। অবশ্য ফলতা ব্লকের চারটি জেলা পরিষদ আসনে লড়াই করছে বিজেপি ও একটি আসনে লড়াই করছে সিপিআই।
বিরোধীদের অভিযোগ, বিরোধীরা যাতে মনোনয়নপত্র জমা দিতে না পারে, তার জন্য শাসকদল এলাকায় ভয়ের পরিবেশ তৈরী করে রেখেছে। এমনকি ব্লক অফিস শাসকদলের দুষ্কৃতীরা কয়েকদিন ধরে ঘেরাও করে রেখেছিল।
advertisement
অন্যদিকে, শাসক দলের পক্ষ থেকে জানানো হয়, এলাকায় উন্নয়ন এত হয়েছে যেখানে বিরোধীরা লড়াই করার জন্য প্রার্থী খুঁজে না পেয়ে শাসক দলের উপর দোষ চাপাচ্ছে। উল্লেখ্য, গত ২০১৮ পঞ্চায়েত নির্বাচনের ধারা এ বারেও বজায় রাখল ফলতা। পঞ্চায়েত সমিতি ও ফলতার ১৫টি গ্রাম পঞ্চায়েত রইল বিরোধীশূন্য। নির্বাচনের আগেই ফলতার আকাশে উড়ছে সবুজ আবীর।
advertisement
আনিশ উদ্দিন মোল্লা
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
TMC: হাওয়ায় উড়ল সবুজ আবীর, ফলতায় তৃণমূলের দখলে পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েত
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement