Durga Puja 2025: সমাজে তথাকথিত বঞ্চিত অবহেলিত লালবাতির এলাকার মহিলারাই এখানে আয়োজন করেন দুর্গাপুজোর
- Published by:Arpita Roy Chowdhury
- local18
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Durga Puja 2025: তাঁদের প্রশ্ন একটাই! যে মাটি পবিত্র বলে বিবেচিত হয়, যে মাটি দিয়ে গড়ে ওঠে দুর্গার বিগ্রহ, সেই মাটিতে বসবাসকারী মহিলা থেকে শিশুরা কেন বঞ্চিত হবে দুর্গাপুজো থেকে? তাই তাঁরা নিজেরাই দুর্গাপুজো করার উদ্যোগ নেন ।
দুর্গাপুর, দীপিকা সরকার : যে অঞ্চলের মাটি ছাড়া হয় না মা দুর্গার আরাধনা, সেই পতিতালয়ের মহিলারাই করছেন দেবী দুর্গার আরাধনা। চারদিন নিষ্ঠার সঙ্গে পুজো অর্চনায় আনন্দে মেতে ওঠেন তাঁরা। তাঁদের দাবি,পতিতালয়ের মহিলারা গোটা সমাজ-সহ সকল সামাজিক অনুষ্ঠান থেকেই ব্রাত্য। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো হলেও তারা বরাবরই বঞ্চিত থাকে মা দুর্গার আরাধনা থেকে। তাঁদের প্রশ্ন একটাই! যে মাটি পবিত্র বলে বিবেচিত হয়, যে মাটি দিয়ে গড়ে ওঠে দুর্গার বিগ্রহ, সেই মাটিতে বসবাসকারী মহিলা থেকে শিশুরা কেন বঞ্চিত হবে দুর্গাপুজো থেকে? তাই তাঁরা নিজেরাই দুর্গাপুজো করার উদ্যোগ নেন ।
তাঁদের দাবি অনুযায়ী পুরোহিত ও মৃৎশিল্পীদের দাবি, এই প্রথা এসেছে বিশ্বাস থেকে। এমনই পতিতালয়ের দুর্গাপুজো হয় দুর্গাপুরের কাদারোডের নিষিদ্ধ পল্লীতে। ওই সমাজের মহিলাদের উদ্যোগে চলতি বছরে তাঁদের পুজো সপ্তম বর্ষে পদার্পণ করছে। পুজোর বাজেট নির্ধারিত হয়েছে প্রায় ৩ লক্ষ ৫০ হাজার টাকা। পাশাপাশি সরকারি আর্থিক অনুদানও মেলে।
advertisement
আরও পড়ুন : রাত পোহালেই কৌশিকী অমাবস্যা! মা কালীর চরণে এই ৩ জিনিস নিবেদনেই পুণ্যলাভ! কুনজর কেটে হবে অর্থবৃষ্টি!
এবারের তাঁদের পুজোর থিম “এই মাটিতে তৈরি উমা, তবুও কেন এত বিভীষিকা”। ইতিমধ্যেই তাঁদের খুঁটি পুজো সম্পন্ন হয়েছে। ওইদিন উপস্থিত ছিলেন দুর্গাপুর কাদারোড দুর্বার সমিতির বোর্ড সভাপতি তথা পুরসভা প্রশাসক মণ্ডলীর সদস্য ধর্মেন্দ্র যাদব ও সমিতির বোর্ড সদস্য তরুণ রায়। এই বিষয়ে মৃৎশিল্পী অভিজিৎ রায় জানান, দুর্গার মূর্তি গড়তে যেমন গঙ্গা মাটি ব্যবহার হয় তেমনই পতিতালয়ের মাটি ছাড়া অসম্পূর্ণ থাকে মায়ের মূর্তি। পাশাপাশি পুরোহিত সূত্রে জানা গিয়েছে, দেবী দুর্গার মূর্তি তৈরি করতে ব্যবহৃত হয় পতিতালয়ের মাটি। বহুদিন ধরে এই নিয়ম শাস্ত্র মেনে পালিত হচ্ছে। সমাজ যেখানে এই সমস্ত নারীদের পরিহার করেছে, তাদের দূরে ঠেলে দিয়েছে, সেখানে তাঁদের কাছে টেনে নিয়েছেন আদ্যাশক্তি।
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
August 22, 2025 8:53 AM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Durga Puja 2025: সমাজে তথাকথিত বঞ্চিত অবহেলিত লালবাতির এলাকার মহিলারাই এখানে আয়োজন করেন দুর্গাপুজোর