Kaushiki Amavasya Astro Tips: রাত পোহালেই কৌশিকী অমাবস্যা! মা কালীর চরণে এই ৩ জিনিস নিবেদনেই পুণ্যলাভ! কুনজর কেটে হবে অর্থবৃষ্টি!

Last Updated:
Kaushiki Amavasya Astro Tips: কৌশিকী অমাবস্যায় আচারবিধি এবং জ্যোতিষ টোটকাগুলি অনুসরণ করলে জীবন থেকে বিঘ্ন দূর হয়। কেটে যায় কুনজর। আসে অর্থবৃষ্টি।
1/7
কৌশিকী অমাবস্যা পালিত হবে শুক্রবার৷ তন্ত্রসাধক এবং শাক্তদের কাছে এই তিথি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই তিথিতে বিশেষ কিছু পালনীয় নিয়ম আছে।
কৌশিকী অমাবস্যা পালিত হবে শুক্রবার৷ তন্ত্রসাধক এবং শাক্তদের কাছে এই তিথি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই তিথিতে বিশেষ কিছু পালনীয় নিয়ম আছে।
advertisement
2/7
আচারবিধি এবং জ্যোতিষ টোটকাগুলি অনুসরণ করলে জীবন থেকে বিঘ্ন দূর হয়। কেটে যায় কুনজর। আসে অর্থবৃষ্টি। বলছেন জ্যোতিষী কৃষ্ণকুমার ভার্গব।
আচারবিধি এবং জ্যোতিষ টোটকাগুলি অনুসরণ করলে জীবন থেকে বিঘ্ন দূর হয়। কেটে যায় কুনজর। আসে অর্থবৃষ্টি। বলছেন জ্যোতিষী কৃষ্ণকুমার ভার্গব।
advertisement
3/7
এই মহাতিথিতে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে ঘরবাড়ি পরিষ্কার করুন। দিনভর নিরামিষ আহার গ্রহণ করুন। আমিষ আহার এদিন বর্জন করুন।
এই মহাতিথিতে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে ঘরবাড়ি পরিষ্কার করুন। দিনভর নিরামিষ আহার গ্রহণ করুন। আমিষ আহার এদিন বর্জন করুন।
advertisement
4/7
এই তিথিতে বাড়িতে বা মন্দিরে মা কালীকে নিবেদন করুন লালজবার মালা। লালপদ্ম এবং রক্তকরবীও নিবেদন করতে পারেন।
এই তিথিতে বাড়িতে বা মন্দিরে মা কালীকে নিবেদন করুন লালজবার মালা। লালপদ্ম এবং রক্তকরবীও নিবেদন করতে পারেন।
advertisement
5/7
মা কালীর চরণে নিবেদন করুন লবঙ্গ, কর্পূর এবং তেজপাতা। লবঙ্গ যেন ভেঙে না যায়, দ্বিখণ্ডিত না হয়, সেদিকে খেয়াল রাখবেন।
মা কালীর চরণে নিবেদন করুন লবঙ্গ, কর্পূর এবং তেজপাতা। লবঙ্গ যেন ভেঙে না যায়, দ্বিখণ্ডিত না হয়, সেদিকে খেয়াল রাখবেন।
advertisement
6/7
সন্ধ্যায় বাড়িঘর আলোকিত করুন। সদর দরজা এবং তুলসিতলায় তিলতেলের প্রদীপ প্রজ্বলন করুন।
সন্ধ্যায় বাড়িঘর আলোকিত করুন। সদর দরজা এবং তুলসিতলায় তিলতেলের প্রদীপ প্রজ্বলন করুন।
advertisement
7/7
কর্পূর, তেজপাতা এবং লবঙ্গ একসঙ্গে পুড়িয়ে নিন ধুনুচিতে। তার পর তার ধোঁয়া ছড়িয়ে দিন ঘরের সর্বত্র। এতে কুনজর কেটে যাবে। পরিবারের মঙ্গল হবে। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)(সব ছবি-নেটমাধ্যম)
কর্পূর, তেজপাতা এবং লবঙ্গ একসঙ্গে পুড়িয়ে নিন ধুনুচিতে। তার পর তার ধোঁয়া ছড়িয়ে দিন ঘরের সর্বত্র। এতে কুনজর কেটে যাবে। পরিবারের মঙ্গল হবে। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)(সব ছবি-নেটমাধ্যম)
advertisement
advertisement
advertisement