Ilish Kofta|| ইলিশ খাবেন অথচ কাঁটা লাগবে না! শিল্প শহরের এই রেস্তোরাঁয় মিলছে বোনলেস ইলিশ কোফতা

Last Updated:

Ilish Kofta Recipe: স্বাদের কাবাবে হাড্ডি হয়ে দাঁড়ায় ইলিশের কাঁটা। তবে সেই সমস্যা সমাধান হয়েছে দুর্গাপুরে। দুর্গাপুরে পাওয়া যাচ্ছে বোনলেস ইলিশ কোফতা। সম্পূর্ণ কাঁটাবিহীন ইলিশ মাছের এই পদের স্বাদ মোহিত করবে আপনাকে।

+
ইলিশ

ইলিশ কোপ্তা

#দুর্গাপুর: মাছে-ভাতে বাঙালির পাতে যদি ইলিশ থাকে, তাহলে হয়তো আর প্রয়োজন পড়ে না অন্য কোনও পদের। ইলিশের তেল, ইলিশ ভাজা, সরষে ইলিশ-সবকিছুই যেন বাঙালির কাছে সুখ স্বর্গের স্বাদ এনে দেয়।
তবে গোলাপ ফুলে যেমন কাঁটা থাকে, তেমন মাছের রাজা ইলিশের কাঁটাও খাদ্য রসিকদের কিঞ্চিত বিরক্ত করে। স্বাদের কাবাবে হাড্ডি হয়ে দাঁড়ায় ইলিশের কাঁটা। তবে সেই সমস্যা সমাধান হয়েছে দুর্গাপুরে। দুর্গাপুরে পাওয়া যাচ্ছে বোনলেস ইলিশ কোফতা। সম্পূর্ণ কাঁটাবিহীন ইলিশ মাছের এই পদের স্বাদ মোহিত করবে আপনাকে। অনেকটা সরষে ইলিশের মতোই স্বাদ পাবেন বোনলেস ইলিশ কোফতায়। তবে নেই কাঁটা বেছে ইলিশ মাছ খাবার ঝামেলা। ফলে বোনলেস ইলিশ কোফতা খেতে পারবেন সম্পূর্ণ নিশ্চিন্তে।
advertisement
আরও পড়ুনঃ বাড়ির পাশেই এমন জায়গা আছে জানতেন? ডিসেম্বরের ছুটিতে না গেলে মিস করবেন
দুর্গাপুরের সগড়ভাঙার একটি রেস্টুরেন্টে পেয়ে যাবেন বোনলেস ইলিশ কোফতা। জেলায় এই প্রথম বোনলেস ইলিশ কোফতার স্বাদ নিয়ে হাজির হয়েছে দুর্গাপুরের এই রেস্তোরাঁটি। সম্ভবত রাজ্যেও এই প্রথম ইলিশ মাছের কোনও পদ রয়েছে, যেখানে কাঁটা বেছে খাওয়ার কোনও ঝামেলা নেই। কাঁসার বাটিতে সরষে ইলিশের স্বাদের এই বোনলেস ইলিশ কোফতা পরিবেশন করা হয়।
advertisement
advertisement
রেস্তোরাঁয় বোনলেস ইলিশ কোপ্তার দাম ৩০০ টাকা। যার মধ্যে আপনি পাবেন ৪ পিস ইলিশ কোফতা। যদিও রেস্টুরেন্ট কর্তৃপক্ষ ইলিশ কোপ্তা বানানোর রেসিপি খোলসা করতে চাননি। তবে সরষে ইলিশ এবং কোফতা বানানোর পদ্ধতিকে সংমিশ্রণ করে এই বোনলেস ইলিশ কোফতা তৈরি করা হয়েছে। যার স্বাদ পেতে হলে আপনাকে পৌঁছে যেতে হবে দুর্গাপুরের ওই রেস্তোরাঁ।
advertisement
Nayan Ghosh
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Ilish Kofta|| ইলিশ খাবেন অথচ কাঁটা লাগবে না! শিল্প শহরের এই রেস্তোরাঁয় মিলছে বোনলেস ইলিশ কোফতা
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement