West Bardhaman News: বিদ্যুৎ বিভ্রাটের মধ্যেই কয়লার যোগান কম থাকায় বসে গেল ডিপিএলের একটি ইউনিট
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:NAYAN GHOSH
Last Updated:
রাজ্যের চলতি বিদ্যুৎ বিভ্রাটের মধ্যেই আশঙ্কার খবর, কয়লার যোগান কম থাকায় ডিপিএলের একটি ইউনিটে বিদ্যুৎ উৎপাদন বন্ধ
পশ্চিম বর্ধমান: বাংলাজুড়ে ব্যাপক লোডশেডিংয়ের সম্মুখীন আমজনতা। ভ্যাপসা গরমের মধ্যে বহু জায়গায় ৫-৬ ঘণ্টা করে বিদ্যুৎ থাকছে না। ফলে প্রাণ ওষ্ঠাগত হওয়ার জোগাড়। প্রশ্ন হল, কেন বারবার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হচ্ছে? কেন ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ থাকছে না? এই বিষয়ে নির্দিষ্ট করে কিছু জানান না গেলেও বিভিন্ন সূত্র থেকে নানান মত উঠে আসছে, শুরু হয়েছে রাজনৈতিক তর্জা। এরই মধ্যে চিন্তা বাড়াল দুর্গাপুরের ডিপিএল। ভিজে কয়লা এবং কম যোগানের কারণে এখানকার একটি ইউনিটে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে গিয়েছে।
শিল্পাঞ্চল দুর্গাপুরের বিদ্যুতের অন্যতম ভরসা ডিপএল। এখানকার দুটি ইউনিটে আপাতত বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। সাত ও আট নম্বর ইউনিট কাজ করছে। কিন্তু কয়লার যোগান কম থাকায় এবং ভিজে কয়লা এসে পৌঁছনোয় সংস্থার আট নম্বর ইউনিটটি বন্ধ হয়ে গিয়েছে। এদিকে ৭ নম্বর ইউনিটে বিদ্যুৎ উৎপাদন হলেও তার পরিমাণ কমেছে বলে খবর।
advertisement
advertisement
এদিকে চলতি বিদ্যুৎ বিভ্রাটের জন্য ডিপিএল-এর কোনও ভূমিকা নেই বলে জানিয়েছেন সংস্থার জনসংযোগ আধিকারিক। তাঁর বক্তব্য, বিদ্যুৎ বন্টন করে রাজ্যের বিদ্যুৎ বন্টনকারী সংস্থা ডাব্লউবিএসইডিসিএল। ফলে কেন রাজ্যজুড়ে বিদ্যুৎ সরবরাহে সমস্যা হচ্ছে সেটা বন্টন সংস্থায়ই বলতে পারবে।
এদিকে কয়লার যোগান কম থাকার জন্য বিদ্যুৎ উৎপাদনে যে ঘাটতি হচ্ছে তা মেনে লিখছেন সংস্থার অনেক আধিকারিক। সূত্রের খবর, ডিপিএল-এর ৮ নম্বর ইউনিটি আগামী আরও বেশ কয়েকদিন বন্ধ থাকবে। আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত সেখানে বিদ্যুৎ উৎপাদন হবে না বলে জানা গিয়েছে। একটি কর্মসূচিতে যোগ দিয়ে এই বিষয়ে জেলাশাসক এস অরুণ প্রসাদ জানান, শুনেছি বিদ্যুৎ বন্টন সংস্থার কিছু প্রযুক্তিগত সমস্যা আছে। সেই কারণে বারবার লোডশেডিংয়ের সমস্যায় ভুগতে হচ্ছে মানুষকে। শুধুমাত্র পশ্চিম বর্ধমান জেলা নয়, রাজ্যের একাধিক জেলাতেই এই সমস্যা হচ্ছে। তবে খুব শীঘ্র এই সমস্যা মিটে যাবে বলে আশা প্রকাশ করেছেন জেলাশাসক।
advertisement
নয়ন ঘোষ
Location :
Kolkata,West Bengal
First Published :
September 04, 2023 12:44 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
West Bardhaman News: বিদ্যুৎ বিভ্রাটের মধ্যেই কয়লার যোগান কম থাকায় বসে গেল ডিপিএলের একটি ইউনিট