Bardhaman News : SSKM-এ বসেই ডাক্তাররা প্রাণ বাঁচালেন আসানসোলের রোগীর! টেলিমেডিসিনের সাফল্য!

Last Updated:

Bardhaman News : টেলিমেডিসিনের ব্যবহারে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হওয়া এক রোগীকে বাঁচানো সম্ভব হয়েছে। এসএসকেএম হাসপাতালের নিউরো হাবের বিশেষজ্ঞদের পরামর্শে অসাধ্য সাধন!

+
আসানসোল

আসানসোল জেলা হাসপাতালের ক্রিটিকাল কেয়ার ইউনিট।

#পশ্চিম বর্ধমান : টেলিমেডিসিনের দৌলতে আশঙ্কাজনক এক রোগীর প্রাণ বাঁচালো আসানসোল জেলা হাসপাতাল। তবে ওই রোগীর প্রাণ বাঁচাতে বিশেষভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে কলকাতার এসএসকেএম হাসপাতাল। টেলিমেডিসিনের ব্যবহার করে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হওয়া এক রোগীকে বাঁচানো সম্ভব হয়েছে। এসএসকেএম হাসপাতালে নিউরো হাবের নিউরো বিশেষজ্ঞদের পরামর্শে আসানসোল জেলা হাসপাতালের চিকিৎসকরা আক্রান্ত রোগীর প্রাণ বাঁচাতে সাফল্য পেয়েছেন।
বর্তমানে ওই রোগীর অবস্থা স্থিতিশীল। যদিও তিনি আপাতত জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। আসানসোল জেলা হাসপাতাল, এসএসকেএম হাসপাতাল এবং টেলিমেডিসিন পরিষেবাকে ধন্যবাদ জানিয়েছেন রোগীর পরিবারের সদস্যরা। চিকিৎসা ক্ষেত্রে টেলিমেডিসিনেরএই সাফল্য যথেষ্ট গুরুত্বপূর্ণ সফল মাইলস্টোন বলে মনে করছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। তাদের আশা, আগামী দিনে টেলি মেডিসিন পরিষেবার মাধ্যমে বড় বড় হাসপাতাল গুলির সঙ্গে যোগাযোগ স্থাপন করে অনেক মুমূর্ষ রোগীর প্রাণ বাঁচানো সম্ভব হবে।
advertisement
এই বিষয়ে চিকিৎসক গৌতম মন্ডল বলেছেন, রোগী যখন ভর্তি হয় ,তারপরে আমরা হাসপাতাল চত্বরে গ্রীন করিডোর করে সিটি স্ক্যানের ব্যবস্থা করি। তারপর তৎপরতার সঙ্গে জেলা হাসপাতালের ক্রিটিকাল কেয়ার ইউনিটের বেডে দেওয়া হয় ওই রোগীকে। তার চিকিৎসা প্রক্রিয়া চালু করার জন্য কলকাতা এসএসকেএম হাসপাতালে নিউরোলজিস্ট ডিপার্টমেন্টের নিউরো হাবের বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে অনলাইনের মাধ্যমে যোগাযোগ করা হয়।
advertisement
advertisement
তারপর পেসেন্টের সিটি স্ক্যান রিপোর্টও অনলাইনে চিকিৎসককে দেখানো হয়। সেখান থেকে রোগীকে সুস্থ করে তোলার জন্য আমাদের পরামর্শ দেন নিউরো বিশেষজ্ঞ চিকিৎসকরা। সেই মতো আমরা চিকিৎসা করি। কয়েক ঘন্টার মধ্যেই স্পেশাল কিছু করতে পারি এবং মূল্যবান ইনজেকশন রোগীকে দেওয়া হয় হাসপাতালের পক্ষ থেকে। বর্তমানে রোগীর অবস্থা অনেকটাই সুস্থ। এই পরিষেবার জন্য এসএসকেএম হাসপাতালের চিকিৎসক এবং টেলিভিশন পরিষেবাকে ধন্যবাদ দিয়েছেন দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক। অন্যদিকে রোগীর পরিবারের সদস্যরাও চিকিৎসার সঙ্গে যুক্ত সবাইকে ধন্যবাদ দিয়েছেন।
advertisement
Nayan Ghosh
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Bardhaman News : SSKM-এ বসেই ডাক্তাররা প্রাণ বাঁচালেন আসানসোলের রোগীর! টেলিমেডিসিনের সাফল্য!
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement