হোম /খবর /দক্ষিণ ২৪ পরগনা /
হাউ হাউ করে কাঁদছে মেয়েটি ! অটোর মধ্যেই যৌন হেনস্থার শিকার স্কুল ছাত্রী!

South 24 Parganas News: হাউ হাউ করে কাঁদছে ! অটোর মধ্যেই যৌন হেনস্থার শিকার স্কুল ছাত্রী!

X
জয়নগর [object Object]

South 24 Parganas News: স্কুল থেকে ফেরার পথেই ঘটে যায় ভয়াবহ ঘটনা! অটোতে ওই ছাত্রীকে ফলো করে ওঠে এক যুবক! তারপরেই ভয়াবহ কাণ্ড!

  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

#দক্ষিণ বারাসত : অটোতে যৌন নির্যাতনের শিকার এক স্কুলছাত্রী। এমনই অভি‌যোগ। ঘটনাটি ঘটেছে জয়নগর থানা এলাকায় দক্ষিণ বারাসত মগরাহাট মোড়ে। ঘটনার তদন্তে নেমে অভিযুক্তকে আটক করেছে জয়নগর থানার পুলিশ।আজ মগরাহাট থেকে দক্ষিণ বারাসত সারদামনি বালিকা বিদ্যালয়ে পরীক্ষার উদ্দেশ্যে অটোতে চেপে রওনা দিয়েছিল সপ্তম শ্রেণীর এক ছাত্রী। অভিযোগ, ওই অটোতে থাকা এক পুরুষ যাত্রী মগরাহাট থেকে দক্ষিণ বারাসত পর্যন্ত ক্রমাগত তাকে যৌন হেনস্থা করতে থাকে। মেয়েটি লজ্জায় কেঁদে ফেললে, অন্যান্য অটো যাত্রীরা অভিযুক্ত যাত্রীকে ধরে ফেলে।

চলতে থাকে গণপিটুনি। খবর পেয়ে ঘটনাস্থল থেকে অভিযুক্ত ব্যক্তিকে আটক করে জয়নগর থানার পুলিশ। পাশাপাশি এ ব্যাপারে প্রত্যক্ষদর্শী অটোচালক জিয়াউল হক মোল্লা জানান জানান আমার গাড়ির পিছনে ওই স্কুল ছাত্রীটি বসেছিল তারপর ওই ছেলেটিও মগরাহাট থেকে ওঠে তারপর আমি গাড়িটি ছাড়ার পর ওই ছাত্রীটি হঠাৎ চেঁচামেচি করে ওঠে তারপর আমি ওই স্কুল ছাত্রীকে জিজ্ঞাসা করি চিৎকার করছিস কেন কি হয়েছে তখন বলে, কাকু আপনি গাড়িটি দাঁড় করান, তারপর আমি গাড়িটি ওখানে দাঁড় করিয়ে দিই তারপর ওই অভিযুক্ত ছেলেটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে তখন আমি ওই ছেলেটিকে ধরে ফেলি ওকে পালাতে দিই না। এরপর আমি যখন স্কুলের সামনে আসি তারপর ওই ছাত্রীটি সবাইকে ব্যাপারটা খুলে বলে!এরপর স্থানীয় লোকজনরা ওই উপযুক্তকে পুলিশের হাতে তুলে দেয়।"

আরও পড়ুন: একেবারে হিন্দি সিনেমা! শাড়ি দিয়ে ঘেরা হল টোটো! পথেই জন্ম হল শিশুর! হাসি ফুটল মায়ের মুখে!

তবে এ বিষয়ে এক অভিভাবক তিনি বলেন এই স্কুল টাইমে বিভিন্ন বাইরের এলাকার ছেলেরা এসে মেয়েদেরকে বিরক্ত করে, আমি পুলিশ প্রশাসনকে বলতে চাই অবিলম্বে এই স্কুলের সামনে স্কুল টাইমে যদি পুলিশ বা সিভিক ভলেন্টিয়ার দেয় তাহলে কিন্তু এই ধরনের সমস্যা আটকানো যেতে পারে। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে ধৃত ব্যক্তির নাম জয়ন্ত ঘোষ। বাড়ি রায়দীঘি থানার কঙ্কন দীঘি এলাকায়। পুলিশ ওই যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করছে।

সুমন সাহা

Published by:Piya Banerjee
First published:

Tags: Joynagar, South 24 Paraganas News, South Barasat