North 24 Parganas News: একেবারে হিন্দি সিনেমা! শাড়ি দিয়ে ঘেরা হল টোটো! পথেই জন্ম হল শিশুর! হাসি ফুটল মায়ের মুখে!
- Published by:Piya Banerjee
Last Updated:
North 24 Parganas News: একেবারে সিনেমার মতো। টোটোতেই প্রসব যন্ত্রণা ওঠে মহিলার! মাঝ রাস্তায় টোটো থামিয়ে ঘেরা হল শাড়িতে। জন্ম নিল শিশু! হাবরায় চাঞ্চল্য!
উত্তর ২৪ পরগনা: কাপড় দিয়ে ঘেরা একটি টোটো এবং তাকে ঘিরেই মহিলাদের জটলা। কিছুক্ষণের মধ্যেই শোনা গেল সদ্যোজাত শিশুর কান্নার আওয়াজ। তারপরই উঠল উলুর ধ্বনির রব। হাবরা নতুন হাট কাঠালতলার বাসিন্দারা সাক্ষী থাকলেন এক অন্য অভিজ্ঞতার। স্থানীয় সূত্রে জানা যায়, দেগঙ্গার বারনী এলাকার বাসিন্দা মৌমিতা গায়েন এদিন হাসপাতালে যাচ্ছিলেন টোটোয় চেপে। পথেই প্রসব যন্ত্রণা শুরু হয় তার। যন্ত্রণায় কাতরাতে থাকেন ওই মহিলা, বাধ্য হয়েই কাঠালতলা বাজারে টোটো থামিয়ে দেন চালক। পরিস্থিতি দেখে ছুটে আসেন আশপাশের স্থানীয় মানুষজন। ঘটনার কথা জানাজানি হতেই সাহায্যের হাত বাড়িয়ে দেন ওই এলাকার স্থানীয় মহিলারা।
রাস্তার মাঝে মুহূর্তেই শাড়ি জোগাড় করে নিয়ে এসে, ঘিরে দেওয়া হয় টোটো-টিকে। স্থানীয় মহিলারসহ এলাকারই এক কোয়াক ডাক্তারের সহযোগিতায় অবশেষে টোটো তেই জন্মগ্রহণ করে নবজাতক। এরপরই নবজাতককে উলুধ্বনি দিয়ে বরণ করে নেন স্থানীয় মহিলারা। আশীর্বাদ স্বরূপ বাবা মার হাতে কেউ তুলে দিলেন তোয়ালে, আবার কেউ তুলে দিলেন টাকা। ঘটনা প্রসঙ্গে টোটো চালক শরিফুল হক জানান, ব্যথা উঠেছে বুঝতে পেরেই টোটো থামিয়ে দিই।
advertisement
advertisement
আশপাশের মহিলাদের ডাকাডাকি করতে গিয়ে, ওনারা ছুটে এসে খুবই সহযোগিতা করেছেন। তবে এরকম একটা পরিস্থিতির সম্মুখীন হতে পেরে নিজেরও খুব ভালো লাগছে। এলাকার এক স্থানীয় মহিলা জানান, এভাবে একজন মায়ের পাশে দাঁড়াতে পেরে নিজেকে মা হিসাবে গর্ব হচ্ছে। নবজাতক ওই শিশুর বাবা-মাকে বলেছি ছেলে বড় হলে তাকে জন্মস্থান ঘুরিয়ে নিয়ে যেও। মা সহ সন্তান সুস্থ থাকায় আমরাও সকলে খুশি। এরপরই ওই টোটোতে করেই নবজাতক ছেলেকে নিয়ে বাড়ির দিকে রওনা দেন দম্পতি। ওই দম্পতির একটি মেয়েও আছে বলে জানা গিয়েছে। গোটা ঘটনায় স্থানীয় কাঠালতলা এলাকার মানুষজনকেও ধন্যবাদ দিতে ভোলেননি সদ্যোজাত শিশুর মা বাবা।
advertisement
রুদ্র নারায়ণ রায়
view commentsLocation :
First Published :
September 03, 2022 5:11 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: একেবারে হিন্দি সিনেমা! শাড়ি দিয়ে ঘেরা হল টোটো! পথেই জন্ম হল শিশুর! হাসি ফুটল মায়ের মুখে!