Kerala Flood : ট্রেন্টব্রিজের জয় কেরল বন্যাদুর্গতদের উৎসর্গ করলেন কোহলি

Last Updated:
#নটিংহ্যাম: ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজে ২-১ করল ভারতীয় দল ৷ অধিনায়ক বিরাট কোহলি হলেন ম্যান অফ দ্য ম্যাচ ৷ কিন্তু তাও কোহলি খুশি হতে পারছেন কই ৷
আসলে তাঁর মনটা  যে একদম ভালো নেই ৷ আগেও নিজের সোশ্যাল ওয়ালে বন্যাদুর্গতদের প্রতি সহানুভূতি জানিয়েছিলেন ৷ এবার ট্রেন্টব্রিজ টেস্ট জিতে সেই জয়কে উৎসর্গ করলেন কেরল বন্যাদুর্গতদের জন্য ৷ দেশের একটা অংশ এখন অন্যতম বড় প্রাকৃতিক বিপর্যয়ের সঙ্গে লড়াই করছে ৷
বিরাট বলেছেন , ‘‘এই জয় আমরা কেরলে বন্যাদুর্গতদের জন্য উৎসর্গ করল, ক্রিকেটার হিসেবে যেটুকু আমরা করতে পারি এটা সেটুকুই ৷ ’’
advertisement
advertisement
কোহলি এই টেস্টে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন ৷ করেছেন ৯৭ ও ১০৩ রান করেছেন ৷ বিরাট কোহলি যদিও দলের জয়ে দারুণ খুশি ৷ তিনি জানিয়েছেন, ‘‘এই জয়টা ভীষণ প্রয়োজন ছিল ৷ এই সিরিজে-জিইয়ে রাখতে গেলে এটা খুবই গুরুত্বপূর্ণ ৷ আমরা প্রতিটা বিভাগেই ক্লিনিকাল পারফরম্যান্স দিয়েছি ৷ আমাদের গোটা ড্রেসিংরুমের জন্য এই জয় ৷ কখনই প্যানিক করিনি ৷ একমাত্র লর্ডসে আমরা সববিভাগেই পর্যদুস্ত হয়েছি ৷ ’’
advertisement
এর পাশাপাশি কোহলি নিজের স্ত্রী অনুষ্কা শর্মাকেও ধন্যবাদ জানাতে ভোলেননি ৷ তিনি জানিয়েছেন, ‘‘ আমার ম্যান অফ দ্য ম্যাচ স্ত্রী অনুষ্কা শর্মাকে উৎসর্গ করতে চাই ৷ ও সবসময় আমাকে মোটিভেট করে যখন আমার খারাপ সময় থাকে ও আলোর মতো আমার কাছে থাকে ৷ আগেও অনেকবার করেছে এখনও করছে ৷ ’’
বাংলা খবর/ খবর/খেলা/
Kerala Flood : ট্রেন্টব্রিজের জয় কেরল বন্যাদুর্গতদের উৎসর্গ করলেন কোহলি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement