Camphor Plant: কর্পূর গাছ দেখেছেন? কীভাবে বের করা হয় কর্পূর? বাইরে এলেই কী উবে যায়? জানুন

Last Updated:

Uttar Dinajpur News: কীভাবে তৈরি হয় কর্পূর? জানুন উপকারিতা!

+
title=

উত্তর দিনাজপুর: প্রাচীনকাল থেকেই বিভিন্ন মিষ্টি জাতীয় খাদ্য সামগ্রিকে সুগন্ধযুক্ত করতে কর্পূরের ব্যবহার হয়ে আসছে। কর্পূর একটি সপুষ্পক উদ্ভিদ। জানা যায় এই কর্পূর গাছের কাণ্ড পাতা ডাল সব কিছুতেই কর্পূর রয়েছে। গাছের কাঠ থেকে পাতন পদ্ধতিতে কর্পূর বের হয়। এছাড়াও কর্পূর গাছের কাণ্ড, পাতা কিংবা ডাল যে কোনও অংশ কেটে নিয়ে পাত্র গরম করে। গরম বাষ্পের সংস্পর্শে আনলে এর মধ্যে কর্পূর বেরিয়ে আসে। এই কর্পূর মেশানো বাষ্প এসে কঠিন হয়ে জমে যায় পাত্রের ঠান্ডা অংশে।
এছাড়াও এই কর্পূর গাছের কাঠ সংগ্রহ করে ছোট ছোট টুকরো করে এই কাঠ দিয়েই তৈরি করা হয় কর্পূর এর তেল । অস্ট্রেলিয়া, চীন, জাপান, কোরিয়া সহ বিভিন্ন জায়গায় এই কর্পূর গাছ জন্মায়। তবে এই প্রথম উত্তর দিনাজপুর জেলাতেও এই কর্পূর গাছের চারা এনে এই গাছের চাষ করা হচ্ছে। কুমুদ দেব বাবু কলকাতা থেকে এই গাছ এনে তাদের নার্সারিতে এই কর্পূর গাছ লাগিয়েছেন। জানা যায় এই গাছ যত পুরনো তত বেশি কর্পূর একটি গাছে পাওয়া যাবে। এক একটি গাছে ৪/৫ কেজি কিংবা তার ও বেশি কর্পূর পাওয়া যায়। পুরনো গাছ থেকে মোমের মত এক ধরনের রস বেরোয় তা থেকে এই কর্পূর তৈরি করা হয়। এই কর্পূর গাছের চারা তৈরি ও এই গাছের পরিচর্চার নিয়ম সম্পর্কে সাধনা সরকার জানান কর্পূর গাছের চারা সাধারণত গ্রীষ্মকালে তৈরি করা হয়।
advertisement
advertisement
আরও পড়ুন:
চারা একটু বড় হলে ওই চারা জমিতে রোপন করা হয়। চারা লাগানোর আগে জমিতে সঠিকভাবে জৈব সার দিতে হবে। বীজ একটু বড় হলেই চারা তুলে রোপণ করতে হবে। তবে বর্ষার আগে জমিতে এই চারা রোপন করা সব থেকে ভাল। সাধনা সরকার জানান এই কর্পূর গাছ থেকে ফাল্গুন – চৈত্র মাসে ছোট ছোট সবুজাভ ফুল ফোটে। তারপর জাম আকৃতির ফল ও আসে। একটি গাছের ৫ থেকে ৬ বছর বয়সে গাছের পাতা ও ডাল কেটে কর্পূর উৎপাদন বাড়ানো যায়। গাছ বিশেষজ্ঞ কুমুদ দেব জানান যেখানে এই কর্পূর গাছ যেখানে থাকবে সেখানে মশা মাছির উৎপাত হবে না। এছাড়াও এই গাছের পাতা বিভিন্ন আয়ুর্বেদিক চিকিৎসার ক্ষেত্রেও ব্যবহার করা হয়।
advertisement
পিয়া গুপ্তা
view comments
বাংলা খবর/ খবর/উত্তর দিনাজপুর/
Camphor Plant: কর্পূর গাছ দেখেছেন? কীভাবে বের করা হয় কর্পূর? বাইরে এলেই কী উবে যায়? জানুন
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement