Viral Video: 'রিমঝিম গিরে সাওয়ন'! অমিতাভ-মৌসুমীর ছন্দে বৃষ্টিতে প্রেম ছড়ালেন দম্পতি! ভাইরাল ভিডিও

Last Updated:

viral video: বৃষ্টিতে হাতে হাত রেখে ভালবাসায় ভেসে যাচ্ছেন এক দম্পতি! রিমঝিম বৃষ্টিতে কিশোর কুমারের গান। ঠিক যেন অমিতাভ-মৌসুমী! দেখুন

মুম্বই:  ‘রিম-ঝিম গিরে সাওয়ন, সুলাগ সুলাগ যায়ে মান/ ভিগে আজ ইস মৌসাম মে, লাগি ক্যাসি ইয়ে আগান’- কিশোর কুমারের কণ্ঠে এই গান শোনেননি এমন মানুষ মেলা ভার। ‘মঞ্জিল’ ছবির বিখ্যাত গান। ১৯৭৯ সালে এই ছবি মুক্তি পায়। ছবির পরিচালক ছিলেন বাসু চট্টপাধ্যায়। এই সময় বাসু চট্টপাধ্যায় মানেই একটা আলাদা আবেগ। একের পর এক সিনেমা কালজয়ী হয়ে আছে। ‘মঞ্জিল’ ছবিও তেমন একটি ছবি। এই ছবিতে অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চন ও মৌসুমী চট্টোপাধ্যায়।
ছবির গল্প অনুযায়ী মৌসুমী বড় লোকের মেয়ে। প্রেমে পড়ে অজয় ওরফে অমিতাভের প্রেমে পড়ে। কিন্তু অমিতাভ জানায় না যে সে বড়লোক নয়। এই নিয়েই এগোয় গল্প। তবে এই ছবির বিখ্যাত গান, ‘রিমঝিম গিরে সাওয়ান’! বর্ষায় মুম্বইয়ের রাস্তায় অঝোরে বৃষ্টি ঝরছে। সেই বৃষ্টিতে গান গাইতে গাইতে ছুটে চলেছে অমিতাভ-মৌসুমী। কখনও রাস্তায়, কখনও সমুদ্রের ধারে। শাড়ির আঁচল উড়িয়ে ছুটে চলেছে মৌসুমী। যেন ভিজে পাখি। ঠিক সেই দৃশ্য ফিরে এল এতগুলো বছর পরে। সম্প্রতি সোশ্যাল মাধ্যমে একটি ভিডিও তুমুল ভাইরাল হয়েছে।
advertisement
advertisement
সেই ভিডিওতে দেখা যায় এক বছর ৬০ বা ৬৫-র এক ভদ্রলোক একেবারে অমিতাভের মতো কোট-প্যান্ট পরেছেন। অন্যদিকে তাঁর স্ত্রী ঠিক মৌসুমীর শাড়ি পরেছেন, চুল বেঁধেছেন। এবং ঠিক ‘রিমঝিম গিরে’র অমিতাভ-মৌসুমীর মতো করেই বৃষ্টিতে ভিজে চলেছেন। যা দেখলে প্রাণ জুড়িয়ে যায়। এই ভিডিও শেয়ার হতেই বহু মানুষ লাইক ও শেয়ার করেন। যা ইতিমধ্যে ভাইরাল এখন।
advertisement
আরও পড়ুন:
একে বারে যেন অমিতাভ-মৌসুমী বৃষ্টি ভেজা মুম্বইতে নিজেদের ভালবাসার জয়গাথা গাইছেন। জানা যায় ঠিক সিনেমার মতো করেই এই গানে ভিজে ভিজে শ্যুটের ইচ্ছে ছিল ভাইরাল দম্পতির। তাঁদের ইচ্ছে মন ছুঁয়ে গিয়েছে নেটিজেনদের। হাজার হাজার মানুষ প্রশংসা করছেন তাঁদের।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Viral Video: 'রিমঝিম গিরে সাওয়ন'! অমিতাভ-মৌসুমীর ছন্দে বৃষ্টিতে প্রেম ছড়ালেন দম্পতি! ভাইরাল ভিডিও
Next Article
advertisement
Cyclone Montha Update: শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়? এর প্রভাব বাংলায় কী পড়তে পারে, জেনে নিন
শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়? এর প্রভাব বাংলায় কী পড়তে পারে, জেনে নিন
  • শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়?

  • এই ঘূর্ণিঝড়ের প্রভাব পশ্চিমবঙ্গে কেমন পড়তে পারে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement