North Dinajpur News: গভীর রাতে অগ্নিকাণ্ড! ভস্মীভূত কাপড়ের দোকান

Last Updated:

গভীর রাতে কাপড়ের দোকানে অগ্নিকাণ্ড।

চোপড়া: গভীর রাতে কাপড়ের দোকানে অগ্নিকাণ্ড। ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। দোকান মালিকের অভিযোগ শত্রুতার জেরেই কেউ বা কারা দোকানে আগুন লাগিয়ে দিয়েছে।ঘটনার পর বাজার বন্ধ করে প্রতিবাদে সামিল হন ব্যবসায়ীরা। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার হাপ্তিয়াগছ গছ এলাকায়।
জানা গিয়েছে রাত প্রায় ২ টার সময় টিটুল পূর্বে নামে এক কাপড় ব্যবসায়ীর দোকানে আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে তড়িঘড়ি  ঘটনাস্থলে ছুটে আসেন দোকান মালিক।  আগুন নেভানোর কাজে হাত লাগান স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় চোপড়া থানার পুলিশ ও ইসলামপুর দমকল বাহিনীকে। দোকান মালিক টিটুল পূর্বের অভিযোগ কেউ বা কারা তার দোকানে ষড়যন্ত্র করে আগুন লাগিয়ে দিয়েছে। শর্ট সার্কিট বা অন্য কোনো কারনে আগুন লাগেনি বলে তার দাবি ।
advertisement
advertisement
স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসার পর ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ইঞ্জিন।ততক্ষনে সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে যায় বলে জানিয়েছেন দোকান মালিক। ঘটনায় কয়েক লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। ষড়যন্ত্র করে দোকানে আগুন লাগানো হয়েছে বলে অভিযোগ করেন স্থানীয় ব্যবসায়ীরাও। এই ঘটনার প্রতিবাদে আজ হাপ্তিয়া গছ বাজারের দোকান পাট বন্ধ রেখে প্রতিবাদে শামিল হয়েছে ব্যবসায়ীরা। পুলিশ সঠিক ব্যবস্থা গ্রহণ না করলে রাস্তা অবরোধের হুঁশিয়ার দিয়েছেন তাঁরা।
advertisement
চঞ্চল মোদক
বাংলা খবর/ খবর/উত্তর দিনাজপুর/
North Dinajpur News: গভীর রাতে অগ্নিকাণ্ড! ভস্মীভূত কাপড়ের দোকান
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement