South Dinajpur News : রিভার ড্যামের কাজ খতিয়ে দেখলেন জেলা শাসক!

Last Updated:

South Dinajpur News : রিভার ড্যামের কাজ সরেজমিনে খতিয়ে দেখলেন জেলা শাসক বিজিন কৃষ্ণা শনিবার বিকেলে।

রিভার ড্যাম
রিভার ড্যাম
দক্ষিণ দিনাজপুর : রিভার ড্যামের কাজ সরেজমিনে খতিয়ে দেখলেন জেলা শাসক বিজিন কৃষ্ণা শনিবার বিকেলে। বালুরঘাট শহরের চকভবানী এলাকায় ড্যামের কাজ প্রায় শেষের দিকে৷ মূল স্ট্রাকচারের কাজ শেষ হয়ে গেলে বেশকিছু কাজ এখনো বাকি রয়েছে। তবে খুব শীঘ্রই সে কাজ সম্পন্ন করা হবে বলে জানা যায়।
এদিন ড্যাম পরিদর্শনে জেলা শাসকের পাশাপাশি উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলাশাসক আবুল কালাম আজাদ ইসলাম, সদর মহকুমা শাসক সুমন দাশগুপ্ত, সেচ দফতরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার মৃত্যুঞ্জয় কুমার সহ অন্যান্য আধিকারিকরা। বর্তমানে রিভার ড্যামের কাজ কতটা এগিয়েছে সেই সমস্ত বিষয়গুলো সরেজমিনে খতিয়ে দেখেন জেলা শাসক এই দিন।
advertisement
advertisement
এছাড়া জেলাশাসক বরাত পাওয়া ঠিকাদার সংস্থার সঙ্গে কথা বলেন। আত্রেয়ী নদীর দু’পারই পরিদর্শন করেন জেলা শাসক সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। বাঁধ দেওয়ার ফলে বেশ কিছু সমস্যার সৃষ্টি হয়েছে, তাও খতিয়ে দেখেন জেলা শাসক বিজিন কৃষ্ণা।মূলত খরার মরশুমে কৃষকরা যাতে জলের সমস্যায় না পড়েন সে কথা মাথায় রেখেই এই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে।
advertisement
সুস্মিতা গোস্বামী
view comments
বাংলা খবর/ খবর/উত্তর দিনাজপুর/
South Dinajpur News : রিভার ড্যামের কাজ খতিয়ে দেখলেন জেলা শাসক!
Next Article
advertisement
Samir Putatunda: প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
  • প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড৷

  • ৭৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ৷

  • শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

VIEW MORE
advertisement
advertisement