North Dinajpur News: আজাদ হিন্দ বাহিনী গঠনে নেতাজির পাশে ছিলেন 'ইনি'! ইতিহাসের কাহিনি শোনালেন নিত্যানন্দ বাবু

Last Updated:

North Dinajpur News: নেতাজির অনুপ্রেরণায় অনুপ্রেরিত হয়ে তিনি একদা আজাদ হিন্দ বাহিনী গঠনে নেতাজির পাশে ছিলেন। নেতাজি না থাকলেও যদিও নেতাজিকে সামনে থেকে চাক্ষুষ করা সেই নিত্যানন্দবাবু এখনও বেঁচে রয়েছেন । সেই দিনের উচ্ছল জীবন আজ যদিও বয়সের ভারে ক্লান্ত।

+
নিত্যানন্দ

নিত্যানন্দ অধিকারী 

উত্তর দিনাজপুর: ভারতের স্বাধীনতার ৭৬ তম বর্ষ পদার্পণ হতে চলছে। যে স্বাধীনতা অর্জনের জন্য স্বাধীনতা সংগ্রামীরা নিজেদের জীবন উৎসর্গ করে দিয়েছিল তাদের মধ্যে অন্যতম নেতাজী সুভাষচন্দ্র বসু। আর যার কথা না বললেই নয় সেই সুভাষচন্দ্র বসুর সান্নিধ্য থেকে সেই সময় পরাধীন ভারতবর্ষ কে স্বাধীন করার লক্ষ্যে সেই সময় যে সমস্ত মিটিং হত নেতাজি সুভাষচন্দ্র বসুর উদ্যোগে তার প্রায় প্রত্যেকটি মিটিংয়ে আর পাঁচজনের মতন তিনি হাজির হতেন।তিনি হলে স্বাধীনতা সংগ্রামের অংশগ্রহণকারী নিত্যানন্দ অধিকারী।
নেতাজির অনুপ্রেরণায় অনুপ্রেরিত হয়ে তিনি একদা আজাদ হিন্দ বাহিনী গঠনে নেতাজির পাশে ছিলেন। নেতাজি না থাকলেও যদিও নেতাজিকে সামনে থেকে চাক্ষুষ করা সেই নিত্যানন্দবাবু এখনও বেঁচে রয়েছেন । সেই দিনের উচ্ছল জীবন আজ যদিও বয়সের ভারে ক্লান্ত। নেই থাকার মতো একটি ভাল ঘর।নানা প্রতিকূলতার মধ্যে জরাজীর্ণ ভাঙা একটি টিনের চালায় মাথা গুঁজে কোনও মতে বেচেঁ আছেন নিত্যানন্দ বাবু।
advertisement
advertisement
উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের পীরপুকুর পাড়ায় বাসিন্দা নিত্যানন্দ অধিকারী। দেশ ভাগের আগে তাঁর বসতি ছিল বাংলাদেশের যশোর জেলার কালিয়া উপজেলায়। ভারতের স্বাধীনতা যুদ্ধ সহ কয়েকটি যুদ্ধের সাক্ষী যেমন ছিলেন তিনি তেমনি তার পাশাপাশি পরোক্ষভাবে নিত্যানন্দ বাবু স্বাধীনতা সংগ্রামীদের সঙ্গে বিভিন্নভাবে সহযোগিতা করে গিয়েছিলেন সেই সময়। নিত্যানন্দ বাবু জানান, সেই সময় বাংলাদেশের কালিয়া উপজেলায় নেতাজির একটি মিটিংয়ে তিনি শামিল হয়েছিলেন। ‘দেশ স্বাধীন করতে হবে’ ইংরেজ হাটাও ঠিক একথাটাই সেই সময় নেতাজি তাদের সকলকে বলেছিলেন।
advertisement
পিয়া গুপ্তা
view comments
বাংলা খবর/ খবর/উত্তর দিনাজপুর/
North Dinajpur News: আজাদ হিন্দ বাহিনী গঠনে নেতাজির পাশে ছিলেন 'ইনি'! ইতিহাসের কাহিনি শোনালেন নিত্যানন্দ বাবু
Next Article
advertisement
Lionel Messi in Vantara: মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, হাতির সঙ্গে ফুটবল খেলা, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
  • মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি

  • হাতির সঙ্গে ফুটবল খেলা

  • আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি

VIEW MORE
advertisement
advertisement