Uttar Dinajpur News: সুপারি গাছ লাগিয়ে আয় করুন লক্ষ লক্ষ টাকা! জেনে নিন সঠিক পদ্ধতি
- Published by:Nagantara
- hyperlocal
- Reported by:PIYA GUPTA
Last Updated:
যাদের অল্প জায়গা রয়েছে কিংবা ফাঁকা জমি পরে রয়েছে তারা তাদের সেই জমিতে সুপারি গাছ রোপন করতে পারেন। এতে হতে পারে প্রচুর লাভ।
উত্তর দিনাজপুর: সুপারি উত্তর দিনাজপুর জেলার একটি জনপ্রিয় ফসল। বাঙ্গালীদের মধ্যে পানের সাথে সুপারি খাওয়ার একটা রীতি প্রাচীনকাল থেকেই প্রচলন রয়েছে। তাই এই জেলার অনেকেই এই সুপারি ব্যবসার সাথে জড়িত। তবে বিজ্ঞানসম্মত পদ্ধতিতে সুপারি চাষ করলেই হয়ে যাবেন মালামাল। সুপারি গাছ রোপণে বেশি জায়গার প্রয়োজন হয় না। তাই যাদের অল্প জায়গা রয়েছে কিংবা ফাঁকা জমি পরে রয়েছে তারা তাদের সেই জমিতে সুপারি গাছ রোপন করতে পারেন। এই সুপারি চাষে কোন পরিশ্রমের প্রয়োজন হয় না। খরা কিংবা বন্যা সব ধরনের প্রাকৃতিক প্রতিকূল পরিবেশে সুপারি গাছ বেড়ে উঠতে পারে।
তবে অনেকেই এই সুপারি গাছ পরিচর্যার সঠিক নিয়ম জানেন না। ফলে গাছ বড় হলেও বেশি ফল ধারণ করতে পারেনা। সেক্ষেত্রে উত্তর দিনাজপুরের কৃষি বিশেষজ্ঞ তারা প্রসাদ বাবু জানান, বিজ্ঞানসম্মত উপায়ে সুপারি চাষ করলে ভালো লাভের মুখ দেখা যায়।
আরও পড়ুনঃ নাবালিকা বধূর অস্বাভাবিক মৃত্যু
তিনি বলেন, সুপারি গাছের পরিচর্যা করতে হয় বছরে দুবার। বৈশাখ জৈষ্ঠ মাস ও ভাদ্র আশ্বিন মাসে এই গাছের পরিচর্যা করলে ভালো ফলন পাওয়া যায়। এই গাছে বছরে দু’বার ইউরিয়ার, টিএসপি , এমওপি সার দিতে হবে। এছাড়াও এই গাছে সার প্রয়োগের একদিন আগে প্রয়োজনীয় সেচ দিতে হবে। সুপারি গাছের সার প্রয়োগ অত্যন্ত জরুরী কারণ এই গাছে রোগ পোকার আক্রান্ত হয়। ফলে এক্ষেত্রে ভালো ফলন পাওয়া যায় না।
advertisement
advertisement
সুপারির ভালো ফলন পেতে তবে অবশ্যই সর্বপ্রথম ভালো জাত নির্ধারণ করা উচিত। জল দাঁড়ায় না এমন উঁচু জমিতে নার্সারি থেকে চারা কিনে এনে লাগানো যেতে পারে। ছত্রাকঘটিত রোগের হাত থেকে রক্ষা পেতে গাছের গোড়ায় জৈব সার ও ব্যবহার করতে পারেন।
পিয়া গুপ্তা
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
August 11, 2023 8:15 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর দিনাজপুর/
Uttar Dinajpur News: সুপারি গাছ লাগিয়ে আয় করুন লক্ষ লক্ষ টাকা! জেনে নিন সঠিক পদ্ধতি