এই মুহূর্তের সেরা ১০ টি খবর
Last Updated:
এই মুহূর্তের সেরা ১০ টি খবর
১. চলন্ত ট্রেন থেকে নাবালককে ধাক্কা
চলন্ত ট্রেন থেকে নাবালককে ধাক্কা মারার অভিযোগ উঠল TTE বিরুদ্ধে ৷ শনিবার ঘটনাটি ঘটে চেন্নাই-হাওড়া করমণ্ডল এক্সপ্রেসে ৷ ওড়িশার মঞ্চেশ্বর স্টেশনের কাছে চলন্ত ট্রেন থেকে নাবালককে ধাক্কা মেরে ফেলে দেয় TTE ৷ ভুবনেশ্বরের ক্যাপিটাল হাসপাতালে ভর্তি করা হয়েছে নাবালককে ৷ গুরুতর জখম অবস্থায় চিকিৎসাধীন নাবালক ৷
২. কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের কনভেনশন বয়কট করল AIUTUC ও AICCTU
advertisement
advertisement
ফের অস্বস্তিতে আলিমুদ্দিন। বৃহত্তর বামদলগুলির পর এবার জোট-প্রশ্নে ফাটল ধরল কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলির যুক্তমঞ্চেও। শনিবার মৌলালিতে যুক্তমঞ্চের কনভেনশন বয়কট করল SUCI এবং CPIML(লিবারেশন)-এর শ্রমিক সংগঠনগুলি। যুক্তমঞ্চের দাবিদাওয়ার মধ্যে গণতন্ত্র পুনরুদ্ধার, ভোট পরবর্তী সন্ত্রাসের মতো রাজ্যের ইস্যুগুলি অন্তর্ভুক্ত করেছে সিটু। যারমধ্যে কংগ্রেসের সঙ্গে জোটের ছায়াই দেখছে বিক্ষুব্ধ শ্রমিক সংগঠনগুলি।
৩. বিবাহ বহির্ভূত সম্পর্কের জের, নগ্ন এলাকায় ঘোরানো হল আদিবাসি যুগলকে
advertisement
বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে দড়ি দিয়ে দুহাত বেঁধে নগ্ন অবস্থায় এলাকা পরিক্রমা ঘোরানো হল আদিবাসি যুগলকে ৷ দু’দিন ধরে এভাবেই চলে পরিক্রমা ৷ রাজস্থানের উদয়পুরের ঘটনা ৷
এঘটনায় ১৩ জনকে গ্রেফতার করল পুলিশ ৷
৪. উল্টোডাঙা বাগমারি রোডে গোষ্ঠী সংঘর্ষ
উল্টোডাঙা বাগমারি রোডে গোষ্ঠী সংঘর্ষে ১৫টি বাড়িতে ভাঙচুর ও লুঠপাট চালানোর অভিযোগ উঠেছে ৷ হরিজনপল্লি বস্তির ঘটনা ৷ অন্তঃসত্ত্বাকে মারধরের অভিযোগ উঠেছে ৷ সংঘর্ষে আহত হয়েছেন ১০ জন ৷ আহতদের ২ জন হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে মানিকতলা থানার পুলিশ ৷
advertisement
৫. ড্রাগ বিরোধী সপ্তাহ পালন, শেষ দিনে র্যালি কলকাতা পুলিশের
ড্রাগ বিরোধী সপ্তাহ পালনের শেষ দিনে র্যালি করবে কলকাতা পুলিশ ৷ অশোকা হল স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে মিন্টো পার্ক থেকে শুরু হবে র্যালি ৷ র্যালিতে সামিল হবেন জয়েন্ট সিপি ক্রাইম বিশাল গর্গ ৷ থাকবেন অভিনেতা সোহম ৷
৬. মূল্যবৃদ্ধি ও সন্ত্রাসের প্রতিবাদে কংগ্রেসের মহামিছিল
advertisement
মূল্যবৃদ্ধি ও সন্ত্রাসের প্রতিবাদে আজ কংগ্রেসের মহামিছিল ৷ তবে শরিকদের চাপে মিছিলে নেই সিপিএম ৷ বেলা ২টোয় রামলীলা ময়দান থেকে মিছিল শুরু ৷ গান্ধিমূর্তির পাদদেশে শেষ হবে মিছিল ৷ মিছিলের নেতৃত্বে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী ৷ থাকবেন আবদুল মান্নান-সহ প্রদেশ নেতৃত্ব ৷ আজ বিধানসভায় বাজেট বক্তৃতা মিছিলে যোগ দেওয়ার সম্ভাবনা ক্ষীণ মানস ভুঁইয়ার ৷
advertisement
৭. হাইল্যান্ড পার্কের ট্রায়ালরুমকাণ্ডে ধৃত ১
হাইল্যান্ড পার্কের ট্রায়ালরুমকাণ্ডে শনিবার একজনকে গ্রেফতার করেছে পুলিশ ৷ ধৃতের নাম সমীর অধিকারী ৷ শপিং মলে মহিলাদের ট্রায়াল রুমে ছিদ্র দিয়ে ছবি তোলার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে ৷ কালিকাপুর থেকে তাকে গ্রেফতার করেছে সার্ভে পার্ক থানার পুলিশ ৷
৮. তাপমাত্রা বেশি থাকায় বহাল থাকবে দিনভর অস্বস্তি
advertisement
শনিবার কলকাতায় অস্বস্তিকর গরম বজায় থাকবে বলে জানিয়েছে আলিপুর আভহাওয়া দফতর ৷ আজ হালকা বা ভারী বৃষ্টির সম্ভাবনা নেই ৷
দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৬ ডিগ্রির কাছাকাছি ৷ সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রির কাছাকাছি থাকবে ৷
৯. নারদ ফুটেজের সত্যতা নির্ণয়ে ব্যর্থ হায়দরাবাদ, অপেক্ষা চণ্ডীগড় ল্যাব রিপোর্টের
হাইকোর্টে নয়া মোড় নিল নারদ মামলার শুনানি ৷ ফরেন্সিক রিপোর্টে নারদ স্টিংয়ের ফুটেজের সত্যতা প্রমাণিত হল না ৷ নারদ ডট কমের দেখানো সমস্ত ফুটেজ আসল না তাতে কোনও কারিকুরি করা হয়েছে, তা নিয়ে কোনও স্পষ্ট কোনও রিপোর্ট দিতে পারল না হায়দরাবাদ সিএফএসএল ৷ এর ফলে এখনও ফুটেজের সত্যতা নিয়ে প্রশ্ন রয়েই গেল ৷
১০. জনমুখী বাজেটে লক্ষ্য সাধারণ মধ্যবিত্ত
৮ কোটি টাকার ঘাটতি বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী অমিত মিত্র। বাম আমলের ঋণের কথা মনে করিয়ে অর্থমন্ত্রী বললেন, টাকার অভাবে উন্নয়নের কাজ ব্যাহত হবে না। তাঁর বাজেট ঘোষণায় কৃষি, গ্রামোন্নয়ন ও সমাজকল্যাণের খাতে বিশেষ জোর দেওয়া হয়েছে। ক্ষুদ্রশিল্পেও বিশেষ নজর দিয়েছে রাজ্য সরকার ।
Location :
First Published :
June 25, 2016 10:12 AM IST