আজকের খবরের কাগজগুলি কী বলছে ?
Last Updated:
টেলিভিশনের দুনিয়া যতোই এগিয়ে যাক না কেন, সকালে উঠে কাগজটা একবার না পড়লেই যে নয় ৷ আর সময়ের অভাবে সব কাগজ পড়াও হয়তো সম্ভব হয় না ৷ তাই এবার থেকে কলকাতার প্রথমসারির পাঁচটি কাগজের সেরা পাঁচ খবরে চোখ বোলাতে অবশ্যই নজর রাখতে হবে প্রদেশ ১৮ বাংলার এই বিশেষ সেগমেন্টে ৷ একনজরে এবার দেখে নেওয়া যাক কোন সংবাদপত্রে আজ মঙ্গলবার কী গুরুত্বপূর্ণ খবর
টেলিভিশনের দুনিয়া যতোই এগিয়ে যাক না কেন, সকালে উঠে কাগজটা একবার না পড়লেই যে নয় ৷ আর সময়ের অভাবে সব কাগজ পড়াও হয়তো সম্ভব হয় না ৷ তাই এবার থেকে কলকাতার প্রথমসারির পাঁচটি কাগজের সেরা পাঁচ খবরে চোখ বোলাতে অবশ্যই নজর রাখতে হবে প্রদেশ ১৮ বাংলার এই বিশেষ সেগমেন্টে ৷ একনজরে এবার দেখে নেওয়া যাক কোন সংবাদপত্রে আজ মঙ্গলবার কী গুরুত্বপূর্ণ খবর ---
advertisement
১, কংগ্রেসের জন্য জায়গা ছেড়ে প্রথম প্রার্থী তালিকা পেশ বামফ্রন্টের- কংগ্রেসের জন্য দরজা খোলা রেখেই প্রথম দফায় ১১৬টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করে দিল বামফ্রন্ট ৷ সেই তালিকা ঘোষমা করতে গিয়ে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু জানিয়ে দিলেন কংগ্রেসের সঙ্গে বোঝাপড়ার আলোচনা চলছে ৷ আলোচনা যেমন যেমন এগোবে, সেই অনুযায়ী বাকি তালিকা চূড়ান্ত করা হবে ৷
advertisement
২. বিশেষ সময় বিশেষ সিদ্ধান্ত, সূর্যকান্ত প্রার্থী নারায়ণগড়েই
সব জল্পনার অবসান ৷ প্রথা ভেঙেই এবার বিধানসভা ভোটে প্রার্থী হচ্ছেন সিপিএম-এর রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র ৷ স্মরণকালের মধ্যে সিপিএম-এর কোনও রাজ্য সম্পাদকই ভোটে প্রার্থী হননি ৷ প্রমোদ দাশগুপ্ত , সরোজ মুখোপাধ্যায়, অনিল বিশ্বাস বা বিমান বসু সকলেই সাংগঠনিক কাজে নিজেদের এতকাল সীমাবদ্ধ রেখেছেন ৷ কিন্তু এবার তার অন্যথা হচ্ছে ৷ সিপিএম-এর বক্তব্য এটা ‘বিশেষ সময় দলের বিশেষ সিদ্ধান্ত ৷’
advertisement
৩. সাড়া নেই মস্তিষ্কে, তবু প্রচারদলে প্রিয়
প্রায় আট বছর হাসপাতালে শয্যাশায়ী তিনি! শারীরবৃত্তীয় সূচকগুলি ঠিক থাকলেও, মস্তিষ্ক সাড়া দেয় না। তাই স্নান খাওয়া সবই করিয়ে দিতে হয়! অনেক দিন পরে আজ হঠাৎই অদ্ভুত ভাবে দলের এই বর্ষীয়ান নেতার নাম উঠে এসেছে সর্বভারতীয় কংগ্রেসের ঘোষণায়! পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের জন্য আজ প্রচার কমিটি, নির্বাচন কমিটি ও ইস্তাহার কমিটি ঘোষণা করেছে এআইসিসি। দেখা গেল, প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্যকে চেয়ারম্যান করে ৯০ জনের যে প্রচার কমিটি তৈরি হয়েছে, সেই তালিকায় নাম রয়েছে প্রিয়রঞ্জন দাশমুন্সির ! সংবাদমাধ্যমের ভাবনার ‘ভুল’ শুধরে দিতে যুক্তি দিলেন পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত এআইসিসি-র সাধারণ সম্পাদক সি পি জোশী। তাঁর বক্তব্য, ‘‘প্রিয়দা কেন্দ্রে শীর্ষস্থানীয় মন্ত্রী ছিলেন। পশ্চিমবঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি ছিলেন তিনি। বাংলার মানুষের খুব প্রিয় মানুষটি হাসপাতালে রয়েছেন তো কী! ওঁর ভাবমূর্তি আমরা প্রচারে ব্যবহার করতেই পারি!’’ এখানেই থামেননি জোশী! বলেন, ‘‘বিজেপি যদি রাম, লক্ষ্মণ, হনুমানের মতো পৌরাণিক চরিত্রকে প্রচারে ব্যবহার করতে পারে, তবে কংগ্রেসের এক নেতার কথা কেন আমরা মানুষের সামনে তুলে ধরতে পারব না!’’
advertisement
৪. প্রচারেই ধপাস !প্রার্থী বললেন না দেখে বসেছি !
ভোটের প্রচারে তিনি এলেন। বসতে গেলেন চেয়ারে, এবং পড়ে গেলেন! অপ্রতিভ হাসিতে বললেন বটে ‘‘না দেখে বসে পড়েছিলাম,’’ কিন্তু ততক্ষণে দেগঙ্গার প্রার্থী রহিমা বিবিকে ঘিরে জল্পনা ঘুরছে, প্লাস্টিকের চেয়ার কেউ টেনে সরিয়ে নেয়নি তো!
কেন এমন জল্পনা? রহিমাকে দেগঙ্গায় প্রার্থী করার প্রতিবাদে দফায় দফায় পথে নেমে বিক্ষোভ দেখিয়েছেন তৃণমূল কর্মী-সমর্থকদের একাংশ। ‘বহিরাগত’ তকমা দিয়ে যাঁরা বিক্ষোভে সামিল হয়েছেন, তাঁরা স্থানীয় তৃণমূল নেতা মিন্টু সাহাজির অনুগামী— দলেরই একটি সূত্র জানাচ্ছে সে কথা। মিন্টুকেই প্রার্থী হিসাবে চেয়েছিলেন তাঁরা। সোমবার প্রথম প্রচারে এসে সেই দেগঙ্গাতেই রহিমার এমন ‘মাটি নেওয়া’ তাই মিন্টু-ঘনিষ্ঠদের কারসাজি কিনা, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা।
advertisement
৫. নিরাপত্তার আশ্বাস পেলেন না পাক প্রতিনিধিরা
পাকিস্তানের বিশ্বকাপ সফর নিয়ে অনিশ্চয়তার মেঘ কাটল না তাদের ভারতে পৌঁছনোর দু’দিন আগেও। শাহিদ আফ্রিদিদের ভারতে আসার কথা বুধবার রাতে। কলকাতাতেই প্রথম পা রাখার কথা তাঁদের। তার আগে সোমবার বিকেলে ওয়াঘা সীমান্ত পেরিয়ে আটারি হয়ে ধর্মশালায় ঢুকে পড়লেন দুই পাকিস্তানি প্রতিনিধি। তাদের দলের জন্য নিরাপত্তা ব্যবস্থা কতটা কড়া, তা খতিয়ে দেখতে এ দিন চলে এলেন পাক সরকারের গোয়েন্দা বিভাগের কর্তা উসমান আনোয়ার ও পাক বোর্ডের কর্তা আজম খান। দিল্লি থেকে পাকিস্তানি হাই কমিশনের এক কর্তাও এঁদের সঙ্গে যোগ দেন বলে খবর। তাঁদের রিপোর্টের উপরই নির্ভর করছে পাকিস্তান ক্রিকেট দলের ভারতে আসা বা না আসা। এ দিন ধর্মশালায় ফোন করে জানা গেল, হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী বীরভদ্র সিংহ এই প্রতিনিধি দলকেও জানিয়ে দিয়েছেন, তাঁরা পাক দলকে যথেষ্ট নিরাপত্তা দিতে পারবেন না।
advertisement
১. কংগ্রেসের প্রচার কমিটিতে প্রিয়রঞ্জনের নাম, ক্ষুব্ধ অধীর
সনিয়া গান্ধীর অনুমোদন করা নির্বাচনী প্রচার কমিটির ৯০ জনের তালিকায় প্রিয়রঞ্জন দাশমুন্সিরও নাম রয়েছে ৷ আর এই ঘোষণায় ক্ষুব্ধ হয়েছেন স্বয়ং প্রদেশ সভাপতি অধীর চৌধুরি ৷ তাঁর এই ক্ষোভের কথা কংগ্রেস হাইকমান্ডকেও জানানো হয়েছে ৷
advertisement
২. ভোটের মুখে সরকারি উদ্যোগে ধন সংগ্রহে গতি, দাম বেশি মেলায় উৎসাহী চাষিরা
৩. সরকার নির্ধারিত মূল্যের থেকে খোলাবাজারের দাম অনেকটা কম হওয়ায় বিধানসভা ভোটের মুখে সরকারি উদ্যোগ
৪. কলকাতা পুরসভা: জঞ্জাল সাফাইয়ের কোটি টাকার মেশিন ধুলো খাচ্ছে গ্যারাজে
৫. আয় কমেছে তৃণমূলের, বিরোধীদের খোঁচা খেতেই হচ্ছে নেত্রীকে
দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাঝেমধ্যেই অভিমানী সুরে বলেন, তৃণমূল গরিবের পার্টি। লালপার্টির কায়দায় তাদের কৌটো নেড়ে অট্টালিকা হয় না। আর তাই মা-মাটি-মানুষের দল থাকে বড়ই অনটনে। এসব কথা শুনে কেউ কেউ মুখ টিপে হাসলে কী হবে, খাতায়-কলমে নিজেদের কাঙালপনাকে প্রমাণ করে ছেড়েছে শাসকদল। আয়কর দপ্তরের কাছে তারা যে হিসাব পেশ করেছে, তাতে দেখা যাচ্ছে, রাজ্যে ক্ষমতায় এসে আয় কমেছে শাসকদলের। দফতরের একটি সূত্র এমনই জানাচ্ছে। ক্ষমতায় এলে সাংগঠনিক দক্ষতা বাড়ে, রাজনীতিতে এটাই স্বাভাবিক। তাতে আয়ও বাড়ে। কিন্তু সেই পরম্পরার উলটো পথে কী করে আয় কমে গেল, তা নিয়ে চর্চা শুরু হয়েছে রাজনীতির অন্দরমহলে। দলীয় নেতারা বলছেন, তৃণমূল সুপ্রিমো যে বাজে কথা বলেন না, এটা তারই প্রমাণ। বিরোধীরা অবশ্য এর পিছনে চিটফান্ডের কলকাঠিই খুঁজে পাচ্ছেন।
১. ১৮ বছর পর তরুণীকে বাড়ি ফেরালেন ডাক্তার
কলকাতার রাজপথে হারিয়ে যাওয়া অন্ধ্রপ্রদেশের দুয়ারপুর গ্রামের মাঙ্গা ঘর ফিরে পেলেন কলকাতার ডাক্তারদিদির সাহায্যে ৷
২. জোট নিয়ে খোলাখুলি বিরোধিতা বর্ধমানের
রাজ্য কমিটির আগের বৈঠকে সংখ্যাগরিষ্ঠ মতের বিরুদ্ধে গিয়ে জোটের বিরোধিতা করেছিল বর্ধমান ৷ আবার সেই রাজ্য কমিটির বৈঠকেই নেতৃত্বের বিরুদ্ধে খোলাখুলি জেহাদ ঘোষণা করল বর্ধমান ৷
৩. জনসংখ্যা বৃদ্ধির হার কমে যাচ্ছে কলকাতা শহরে
কলকাতায় জনসংখ্যা বৃদ্ধির হার ক্রমেই কমছে ৷ ২০০১ থেকে ২০১১ সালের মধ্যে এই হার অস্বাভাবিকভাবে কমে গিয়ে হয়েছে ৬.৮৭ শতাংশ ৷ ১৯৫১ সালের পরবর্তী দশকগুলির মধ্যে এই প্রথম কলকাতায় জনসংখ্যা বৃদ্ধির হার ১০ শতাংশের কম হয়েছে ৷
৪. বিধি ভাঙছে শাসকদল, দাবি বিরোধীদের
নির্বাচন কমিশনের বিধি মেনে সারা রাজ্যেই লাগু হয়েছে ভোটের আদর্শ আচরণ বিধি ৷ কিন্তু কলকাতা পুরসভার ফেসবুক পেজে এখনও জ্বলজ্বল করছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ ৷ তার পাশেই রয়েছে মেয়র শোভন চট্টোপাধ্যায়ের মুখ ৷ পুরসভার ওয়েবসাইট খুললেও মেয়রের মুখ ভেসে উঠছে ৷ তার সঙ্গেই জোরকদমে চলছে উন্নয়নের প্রচার ৷ এ নিয়ে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ উঠেছে শাসক দলের বিরুদ্ধে ৷
৫. সৌরভের সঙ্গে দেখা করতে চান বিরাট
টি২০ বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচ খেলতে কলকাতায় বিরাট কোহলি ৷ দেখা করতে চান ‘দাদা’-র সঙ্গেও ৷
১. বিজয় মালিয়ার বিরুদ্ধে টাকা তছরূপের অভিযোগ দায়ের ইডির
ফের বেকায়দায় পড়লেন প্রাক্তন লিকার ব্যারন বিজয় মাল্য ৷ সম্প্রতি একটি বিদেশী লিকার কোম্পানি দিয়াগোর সঙ্গে চুক্তি স্বাক্ষর হওয়ার কথা ছিল বিজয় মাল্যর ৷ আইডিবিআই ব্যাঙ্ক থেকে ৯০০ কোটি টাকার ঋণ নিয়েছিল বিজয় মাল্য ৷ কিন্তু সেই ঋণ শোধ করতে পারেনি মাল্য ৷ বিজয় মাল্যর বিরুদ্ধে অর্থ তছরুপের অভিযোগ দায়ের করে ইডি ৷
২. তামাকের ব্যবহার প্রথমবারের জন্য কমতে দেখা যাচ্ছে
৩. আরও নতুন ৮-১০টা পিএসইউ ব্যাঙ্ক তৈরি করার পরিকল্পনা কেন্দ্রীয় সরকারের
৪. ক্রিকেট টিভিতে দেখতেই বেশি সহজ লাগে: ধোনি
সমালোচকদের ঘুরিয়ে জবাব দিলেন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ৷
Location :
First Published :
March 08, 2016 11:14 AM IST