‘বিরোধীদের শেষ করার চক্রান্ত চলছে’, লাভপুরে দলীয় কর্মীর মৃত্যুতে মন্তব্য দিলীপের
Last Updated:
#লাভপুর: রবিবার লাভপুরে বিজেপি কর্মী তাপস বাগদির খুনের ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা তুঙ্গে ৷
এই প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, আমাদের সক্রিয় এক কর্মী খুন হলেন ৷ পুরুলিয়ার ধাঁচে বিরোধীদের শেষ করার চক্রান্ত ৷ এটি রাজনৈতিক খুন ৷ নিরপেক্ষ তদন্ত দাবি করছি ৷
advertisement
মৃতের পরিবারের দাবি, তাপসবাবু বিজেপি করতেন ৷ কিছুদিন আগে এলাকায় বিজেপির পতাকা লাগানো নিয়ে এলাকার তৃণমূল কর্মীদের সঙ্গে বিবাদ বাঁধে ৷ তাপস বিজেপি করতেন বলেই তাকে খুন করা হয়েছে বলে দাবি মৃতের পরিবারের ৷
advertisement
বিজেপি কর্মী খুনে লাভপুরের ৫ তৃণমূল নেতার নামে অভিযোগ দায়ের করে মৃতের পরিবার ৷ রবিবার তাপস বাগদির ঝুলন্ত দেহ উদ্ধার হয় ৷ লাভপুরে নদীর পাড়ে গাছ থেকে দেহ উদ্ধার হয় ৷ এলাকায় বিজেপিকর্মী হিসেবে পরিচিত ছিলেন তাপসবাবু ৷ তৃণমূল নেতৃত্বের মদতে শ্বাসরোধ করে খুন করা হয়েছে তাকে ৷ এমনটাই দাবি মৃতের পরিবারের ৷
Location :
First Published :
October 22, 2018 6:29 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
‘বিরোধীদের শেষ করার চক্রান্ত চলছে’, লাভপুরে দলীয় কর্মীর মৃত্যুতে মন্তব্য দিলীপের