মানালি ঘুরতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, খাদে গাড়ি উল্টে মৃত বাঙালি পর্যটক

Last Updated:
#মানালি: মানালি ঘুরতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার কবলে একটি বাঙালি পর্যটকের দল ৷ দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ১ জনের ৷ গুরুতর আহত হয়েছেন ৮ জন ৷ তারা প্রত্যেকেই উত্তর চব্বিশ পরগণা জেলার মধ্য়মগ্রাম এবং চাঁদপাড়ার বাসিন্দা ৷
গত ১৬ তারিখ তারা মানালিতে বেড়াতে গিয়েছিলেন ৷ লক্ষ্মীপুজোর পরের দিন তাদের বাড়ি ফেরার কথা ছিল ৷ কিন্তু তার আগেই ছন্দপতন ৷ রবিবার সকালে গাড়ি নিয়ে মানালি থেকে রোটাংপাস যাওয়ার উদ্দেশে রওনা দেন তাঁরা ৷ রোটাংপাস যাওয়ার পথেই খাদের মধ্যে উল্টে যায় তাদের গাড়ি ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় চাঁদপাড়া ডেহপুলের বাসিন্দা বিশ্বজিত দাসের ৷
advertisement
advertisement
আহতরা মানালি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন ৷ আহতদের মধ্যে রয়েছেন বারাসত মধ্যমগ্রাম অঞ্চলের নন্দনকাননের বাসিন্দা প্রশান্ত দাস ৷ তিনিই গতকাল বাড়িতে ফোন করে দুর্ঘটনার খবর দেন ৷ আহতদের মধ্যে রয়েছেন হিমানিশ দাস, শম্পা দাস, বুবাই দাস, মিঠুন বিশ্বাস, বারাসতের সুমন দাস এবং টুকটুকি দাস। এরা প্রত্যেকেই মধ্যমগ্রামের বাসিন্দা ৷ আজ মানালির উদ্দেশে রওনা দিচ্ছেন পরিবারের লোকেরা।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
মানালি ঘুরতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, খাদে গাড়ি উল্টে মৃত বাঙালি পর্যটক
Next Article
advertisement
Park Street Hotel Incident: হোটেলের ঘরে পচা গন্ধ, বক্স খাটের ভিতরে মিলল যুবকের দেহ! পার্ক স্ট্রিটে হাড় হিম করা ঘটনা
হোটেলের ঘরে পচা গন্ধ, বক্স খাটের ভিতরে মিলল যুবকের দেহ! পার্ক স্ট্রিটে হাড় হিম করা ঘটনা
  • পার্ক স্ট্রিটের হোটেলে রহস্য৷

  • ঘরের বক্স খাটের ভিতরে যুবকের দেহ৷

  • খুন বলেই অনুমান পুলিশের৷

VIEW MORE
advertisement
advertisement