Xiaomi 15 এবং 15 Ultra কবে লঞ্চ হবে ভারতে? দাম ও টপ ফিচার-সহ ৫টি গুরুত্বপূর্ণ তথ্য দেখে নিন
- Published by:Ankita Tripathi
Last Updated:
দেশের Xiaomi ভক্তদের জন্যও সুখবর রয়েছে। মার্চেই Xiaomi 15 এবং 15 Ultra ভারতের বাজারে চলে আসতে পারে।
ফেব্রুয়ারির শেষ দিকে Xiaomi উন্মোচন করতে চলেছে তাদের নতুন প্রিমিয়াম স্মার্টফোন Xiaomi 15 Ultra। মার্চে বসছে ওয়ার্ল্ড মোবাইল কংগ্রেসের আসর। সেখানে Xiaomi 15 সিরিজ আত্মপ্রকাশ করবে, তা একপ্রকার নিশ্চিত। শোনা যাচ্ছে, ওই ইভেন্টেই Xiaomi 15 এবং 15 Ultra একসঙ্গে লঞ্চ হবে।
দেশের Xiaomi ভক্তদের জন্যও সুখবর রয়েছে। মার্চেই Xiaomi 15 এবং 15 Ultra ভারতের বাজারে চলে আসতে পারে। টিপস্টার অভিষেক যাদব (@yabhishekhd) সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে জানিয়েছেন, ১৮ মার্চ ভারতে Xiaomi 15 সিরিজের দাম ঘোষণা করা হবে। ২১ মার্চ থেকে শুরু হবে বিক্রি।
আরও পড়ুন: নারকেল তেলেই হবে ম্যাজিক, শুধু মেশান এই জিনিস! রাতারাতি গায়েব মুখের কালো দাগ, নরম তুলতুলে হবে ত্বক
advertisement
advertisement
২৬ ফেব্রুয়ারি চিনে একটি বিশেষ লঞ্চ ইভেন্টে Xiaomi 15 Ultra এবং Xiaomi SU7 Ultra EV উন্মোচন করা হবে। এই ইভেন্টেই Leica ক্যামেরার শক্তিশালী প্রযুক্তিতে তৈরি Xiaomi 15 Ultra ফ্ল্যাগশিপ ফোনও দেখতে পাবেন ইউজাররা।
Xiaomi গত বছর চিনে Xiaomi 15 এবং 15 Pro লঞ্চ করেছিল। রিপোর্ট অনুযায়ী, 15 Pro মডেলটি শুধু চিনের বাজারেই বিক্রি হবে, আর কোথাও নয়। তবে এমনটাই প্রত্যাশিত ছিল। যাইহোক, Xiaomi 15-এ রয়েছে 6.36 ইঞ্চির 1.5K OLED ডিসপ্লে এবং শক্তিশালী Snapdragon 8 Elite চিপসেট।
advertisement
ক্যামেরার দিক থেকেও দারুণ আপগ্রেড এসেছে। Leica টিউনড লেন্স যুক্ত ৫০ মেগাপিক্সেলের প্রধান সেন্সর সহ ট্রিপল রিয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। সঙ্গে IP68 রেটিংও রয়েছে। ধুলোবালি ও জলের হাত থেকে সুরক্ষা দেবে ফোনকে।
advertisement
Xiaomi 15-এর বেস মডেলের দাম হতে পারে 4,499 CNY। ভারতীয় মুদ্রায় প্রায় ৫৩,৫০০ টাকা। অন্য দিকে, হাই স্টোরেজ মডেলের 4,799 CNY রাখা হতে পারে। ভারতীয় মুদ্রায় যার দাম দাঁড়াবে ৫৭,১০০ টাকা।
Xiaomi 15 Ultra-তে Snapdragon 8 Elite চিপসেটের সঙ্গে 16GB RAM দেওয়া হয়েছে। পারফরম্যান্স আগের চেয়ে অনেক ভাল হবে। ক্যামেরার দিক থেকেও দুর্দান্ত আপগ্রেড থাকছে। দেওয়া হয়েছে কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ।
advertisement
এই সেটআপে থাকছে 200MP Samsung ISOCELL HP9 প্রাইমারি সেন্সর, 50MP Sony IMX858 টেলিফটো সেন্সর, 50MP Samsung ISOCELL JN5 এক্সট্রিম ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স এবং 50MP Sony LYT-900 (1-ইঞ্চি টাইপ সেন্সর)। এই মডেলে IP68 এবং IP69 রেটিং রয়েছে। ধুলোবালি এবং জল থেকে সুরক্ষিত।
গত বছর Xiaomi 14 Ultra লঞ্চ হয়েছিল। দাম ছিল ৯৯,৯৯৯ টাকা। Xiaomi 15 Ultra-এর দাম আরও বাড়তে পারে বলেই অনুমান করা হচ্ছে। তবে আনুষ্ঠানিকভাবে এখনও কোনও ঘোষণা হয়নি। লঞ্চের পরই বিস্তারিত জানা যাবে।
Location :
Kolkata,West Bengal
First Published :
February 25, 2025 5:01 PM IST