Immersion Drowning: শিশুর ভুলে দুর্গা প্রতিমাবাহী গাড়ি পড়ল চম্বল নদীতে! পুজোর বিসর্জনে এসে ২ দুর্ঘটনায় নিহত ১০ শিশু-সহ ১৩ জন!
- Written by:Bangla Digital Desk
- news18 bangla
- Published by:Arpita Roy Chowdhury
Last Updated:
Immersion Drowning:পুলিশ এবং রাজ্য দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী (SDRF) নিখোঁজ শিশুটিকে খুঁজে বের করার জন্য নদীর তীরে অনুসন্ধান অভিযান চালায়৷
উজ্জয়িনী: দুর্গা প্রতিমা নিরঞ্জনে এসে আর ঘরে ফেরা হল না অন্তত ১৩ জনের৷ বৃহস্পতিবার রাতে ২ টি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে মধ্যপ্রদেশে৷ নিহতদের মধ্যে আছে ১০ জন শিশুও৷
বৃহস্পতিবার সন্ধ্যায় উজ্জয়িনী থেকে ৩৫ কিলোমিটার দূরে নরসিংহ গ্রামের কাছাকাছি এলাকায়, বিসর্জনে আগত লোকজন ভর্তি একটি ট্র্যাক্টর-ট্রলি রেলিং ভেঙে চম্বল নদীতে পড়ে যায় বলে জানা গিয়েছে৷ প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে ১২ বছর বয়সি এক শিশু ভুল করে গাড়িতে ইগনিশন চালু করে দেয়৷ যার ফলে গাড়িটি সামনের দিকে ঝুঁকে পড়ে। ঘটনার অভিঘাতে, ১২ জন শিশু নদীর জলে পড়ে যায়৷ কিন্তু স্থানীয় বাসিন্দারা তাদের মধ্যে ১১ জনকে উদ্ধার করতে পারে৷ একজন শিশু এখনও নিখোঁজ। উদ্ধার করা শিশুদের মধ্যে চিকিৎসার সময় দু’জনের মৃত্যু হয়। পুলিশ এবং রাজ্য দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী (SDRF) নিখোঁজ শিশুটিকে খুঁজে বের করার জন্য নদীর তীরে অনুসন্ধান অভিযান চালায়৷ পাশাপাশি একটি ক্রেন গাড়িটিকে টেনে বের করে আনে।
advertisement
অন্যদিকে খান্ডোয়া জেলার পান্ধানা তহশিলে, আরদলা এবং জামলির বাসিন্দা ২০-২৫ জন গ্রামবাসীর একটি দল দুর্গা প্রতিমা বিসর্জনের জন্য নিয়ে যাচ্ছিলেন৷ তখন তাঁদের ট্র্যাক্টর-ট্রলি একটি হ্রদে উল্টে যায়। এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত ৮ বালিকা-সহ ১১ জনের মৃতদেহ উদ্ধার করতে পেরেছেন৷ পরে ক্রেনের সাহায্যে জল থেকে ট্রলিটিকে টেনে তোলা হয়৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নির্দিষ্ট ক্ষমতার থেকে অতিরিক্ত বোঝাই হওয়ায় ট্রলিটি পুকুরে উল্টে যায়। পুলিশ এবং জেলা প্রশাসনের দল ঘটনাস্থলে পৌঁছেয়৷ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে৷
advertisement
advertisement
আরও পড়ুন : জঙ্গলে পাথর চাপা দেওয়া শিশু, প্রবল কান্না, গায়ে উঠেছে পিঁপড়ে! চাকরি বাঁচাতে…কেন সদ্যজাতকে ফেলে এল পাষণ্ড শিক্ষক বাবা, মা?
এই দুর্ঘটনায় মুখ্যমন্ত্রী মোহন যাদব শোক প্রকাশ করেছেন এবং ঘটনাগুলিকে ‘অত্যন্ত দুঃখজনক’ বলে অভিহিত করেছেন। তিনি নিহতদের পরিবারবর্গের জন্য ৪ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছেন এবং আহতদের নিকটস্থ হাসপাতালে দ্রুত চিকিৎসা করার নির্দেশ দিয়েছেন। তিনি বলেন ‘আমি আহতদের দ্রুত আরোগ্য এবং পরিবারের জন্য শক্তি কামনা করি দেবী দুর্গার কাছে’।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Oct 02, 2025 11:53 PM IST










