Skin Care: নারকেল তেলেই হবে ম্যাজিক, শুধু মেশান এই জিনিস! রাতারাতি গায়েব মুখের কালো দাগ, নরম তুলতুলে হবে ত্বক
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
Skin care with coconut oil: ত্বকের যত্নে ম্যাজিকের মতো উপকারী হয়ে উঠতে পারে নারকেল তেল। জেনে নিন ব্যবহারের সঠিক নিয়ম
advertisement
advertisement
advertisement
advertisement
নারকেল তেলে 'ভিটামিন ই' রয়েছে। নারকেল তেল শুষ্ক ত্বকে সরাসরি লাগানো যায়। হাতে ২ ফোঁটা নারকেল তেল নিয়ে তা মুখ এবং গলায় ভালভাবে ম‍্যাসাজ করুন। এছাড়া মুখে নারকেল তেল লাগিয়ে রাতে ঘুমাতে পারেন। এটি ত্বককে আর্দ্র করে। যদি রাতে লাগিয়ে ঘুমাতে অসুবিধা হয় তবে তেল লাগানোর আধ ঘণ্টার মধ্যে ধুয়ে ফেলুন।
advertisement
advertisement
নারকেল তেল এবং হলুদ: উজ্জ্বল ত্বকের জন্য নারকেল তেলের সঙ্গে হলুদ মিশিয়ে লাগাতে পারেন। হলুদে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এবং প্রদাহ নিরাময়কারী গুণ ত্বকের জন্য উপকারী। আপনার হাতে কিছুটা নারকেল তেল নিয়ে তাতে এক চিমটি হলুদ মিশিয়ে নিন। এই মিশ্রণটি মুখে লাগিয়ে ২০-২৫ মিনিট রেখে তারপর ধুয়ে ফেলুন। এতে ত্বক আরও উজ্জ্বল হবে।
advertisement
advertisement
নারকেল তেল মেকআপ রিমুভার হিসেবেও ব্যবহার করা যায়। এর ফলে, ত্বকে জমে থাকা ময়লা বের হতে শুরু করে। এই তেল বয়সের ছাপ কমানোর গুণে সমৃদ্ধ। মুখে নারকেল তেল লাগালে ভাঁজও কমে। এছাড়া নারকেল তেল ঠোঁটে লাগালে ঠোঁটের ফাটার সমস্যা দূর হয়। নারকেল তেল ঠোঁটকে নরম করতেও সাহায্য করে। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)