Skin Care: নারকেল তেলেই হবে ম‍্যাজিক, শুধু মেশান এই জিনিস! রাতারাতি গায়েব মুখের কালো দাগ, নরম তুলতুলে হবে ত্বক

Last Updated:
Skin care with coconut oil: ত্বকের যত্নে ম‍্যাজিকের মতো উপকারী হয়ে উঠতে পারে নারকেল তেল। জেনে নিন ব‍্যবহারের সঠিক নিয়ম
1/9
সুন্দর, দাগবিহীন ত্বক কে না চায়! কিন্তু একেই দূষিত পরিবেশে ধুলো, ধোঁয়া, ভুলভাল খাওয়া-দাওয়ার মতো একাধিক কারণে বারোটা বাজছে বেশিরভাগ জনের ত্বকের। ব্রণ, কালো দাগ বা পিগমেন্টশন-সহ বিভিন্ন ধরণের সমস‍্যার কারণে জৌলুস হারাচ্ছে ত্বক।
সুন্দর, দাগবিহীন ত্বক কে না চায়! কিন্তু একেই দূষিত পরিবেশে ধুলো, ধোঁয়া, ভুলভাল খাওয়া-দাওয়ার মতো একাধিক কারণে বারোটা বাজছে বেশিরভাগ জনের ত্বকের। ব্রণ, কালো দাগ বা পিগমেন্টশন-সহ বিভিন্ন ধরণের সমস‍্যার কারণে জৌলুস হারাচ্ছে ত্বক।
advertisement
2/9
কিন্তু অনেকেরই ধারণা সুন্দর ত্বক পেতে মুখে লাগাতে হবে দামি দামি ক্রিম, সিরাম বা লোশন। এক গাদা টাকার খরচ। সোশ‍্যাল মিডিয়ায় ভেসে আসা স্কিন কেয়ার ভিডিও দেখে বহুজনেরই এমন ধারণা।
কিন্তু অনেকেরই ধারণা সুন্দর ত্বক পেতে মুখে লাগাতে হবে দামি দামি ক্রিম, সিরাম বা লোশন। এক গাদা টাকার খরচ। সোশ‍্যাল মিডিয়ায় ভেসে আসা স্কিন কেয়ার ভিডিও দেখে বহুজনেরই এমন ধারণা।
advertisement
3/9
কিন্তু জানেন কি বাড়িতে থাকা খুব সাধারণ একটি জিনিসই আপনার ত্বকের সমস্ত দাগ গায়েব করে দিতে। ত্বক হবে উজ্জ্বল, ফুটফুটে। কোনও দামি ক্রিম নয়, উপায় রয়েছে হাতের কাছেই।
কিন্তু জানেন কি বাড়িতে থাকা খুব সাধারণ একটি জিনিসই আপনার ত্বকের সমস্ত দাগ গায়েব করে দিতে। ত্বক হবে উজ্জ্বল, ফুটফুটে। কোনও দামি ক্রিম নয়, উপায় রয়েছে হাতের কাছেই।
advertisement
4/9
ত্বকের যত্নে ম‍্যাজিকের মতো উপকারী হয়ে উঠতে পারে নারকেল তেল। ফ্ললেস কসমেটিক ক্লিনিক এবং ইলাক্যাড সংস্থার পরিচালক এবং সেলিব্রিটি কসমেটোলজিস্ট ডা. মনিকা কাপুর জানালেন কীভাবে নারকেল তেল ব‍্যবহার করলে একাধিক ত্বকের সমস‍্যা থেকে পরিত্রাণ মিলবে।
ত্বকের যত্নে ম‍্যাজিকের মতো উপকারী হয়ে উঠতে পারে নারকেল তেল। ফ্ললেস কসমেটিক ক্লিনিক এবং ইলাক্যাড সংস্থার পরিচালক এবং সেলিব্রিটি কসমেটোলজিস্ট ডা. মনিকা কাপুর জানালেন কীভাবে নারকেল তেল ব‍্যবহার করলে একাধিক ত্বকের সমস‍্যা থেকে পরিত্রাণ মিলবে।
advertisement
5/9
নারকেল তেলে 'ভিটামিন ই' রয়েছে। নারকেল তেল শুষ্ক ত্বকে সরাসরি লাগানো যায়। হাতে ২ ফোঁটা নারকেল তেল নিয়ে তা মুখ এবং গলায় ভালভাবে ম‍্যাসাজ করুন। এছাড়া মুখে নারকেল তেল লাগিয়ে রাতে ঘুমাতে পারেন। এটি ত্বককে আর্দ্র করে। যদি রাতে লাগিয়ে ঘুমাতে অসুবিধা হয় তবে তেল লাগানোর আধ ঘণ্টার মধ্যে ধুয়ে ফেলুন।
নারকেল তেলে 'ভিটামিন ই' রয়েছে। নারকেল তেল শুষ্ক ত্বকে সরাসরি লাগানো যায়। হাতে ২ ফোঁটা নারকেল তেল নিয়ে তা মুখ এবং গলায় ভালভাবে ম‍্যাসাজ করুন। এছাড়া মুখে নারকেল তেল লাগিয়ে রাতে ঘুমাতে পারেন। এটি ত্বককে আর্দ্র করে। যদি রাতে লাগিয়ে ঘুমাতে অসুবিধা হয় তবে তেল লাগানোর আধ ঘণ্টার মধ্যে ধুয়ে ফেলুন।
advertisement
6/9
ডা. মনিকা কাপুরের মতে নারকেল অত‍্যন্ত গুণী একটি তেল। চাইলে এটি সরাসরি মুখে লাগানো যায়। তবে কয়েকটি জিনিসের সঙ্গে মিশিয়ে এই তেল মুখে লাগালে এই উপকারীতা বেড়ে যায় আরও কয়েকগুণ।
ডা. মনিকা কাপুরের মতে নারকেল অত‍্যন্ত গুণী একটি তেল। চাইলে এটি সরাসরি মুখে লাগানো যায়। তবে কয়েকটি জিনিসের সঙ্গে মিশিয়ে এই তেল মুখে লাগালে এই উপকারীতা বেড়ে যায় আরও কয়েকগুণ।
advertisement
7/9
নারকেল তেল এবং হলুদ: উজ্জ্বল ত্বকের জন্য নারকেল তেলের সঙ্গে হলুদ মিশিয়ে লাগাতে পারেন। হলুদে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এবং প্রদাহ নিরাময়কারী গুণ ত্বকের জন্য উপকারী। আপনার হাতে কিছুটা নারকেল তেল নিয়ে তাতে এক চিমটি হলুদ মিশিয়ে নিন। এই মিশ্রণটি মুখে লাগিয়ে ২০-২৫ মিনিট রেখে তারপর ধুয়ে ফেলুন। এতে ত্বক আরও উজ্জ্বল হবে।
নারকেল তেল এবং হলুদ: উজ্জ্বল ত্বকের জন্য নারকেল তেলের সঙ্গে হলুদ মিশিয়ে লাগাতে পারেন। হলুদে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এবং প্রদাহ নিরাময়কারী গুণ ত্বকের জন্য উপকারী। আপনার হাতে কিছুটা নারকেল তেল নিয়ে তাতে এক চিমটি হলুদ মিশিয়ে নিন। এই মিশ্রণটি মুখে লাগিয়ে ২০-২৫ মিনিট রেখে তারপর ধুয়ে ফেলুন। এতে ত্বক আরও উজ্জ্বল হবে।
advertisement
8/9
নারকেল তেল এবং মধু: নারকেল তেল এবং মধু শুষ্ক ত্বকেও লাগানো যায়। এর জন্য, নারকেল তেল এবং মধু সমান পরিমাণে নিয়ে মিক্স করুন। এই মিশ্রণটি মুখে ১০ থেকে ২০ মিনিট লাগিয়ে রেখে তারপর মুখ ধুয়ে ফেলুন। এতে ত্বকের শুষ্কতা দূর হবে এবং মুখ উজ্জ্বল হবে।
নারকেল তেল এবং মধু: নারকেল তেল এবং মধু শুষ্ক ত্বকেও লাগানো যায়। এর জন্য, নারকেল তেল এবং মধু সমান পরিমাণে নিয়ে মিক্স করুন। এই মিশ্রণটি মুখে ১০ থেকে ২০ মিনিট লাগিয়ে রেখে তারপর মুখ ধুয়ে ফেলুন। এতে ত্বকের শুষ্কতা দূর হবে এবং মুখ উজ্জ্বল হবে।
advertisement
9/9
নারকেল তেল মেকআপ রিমুভার হিসেবেও ব্যবহার করা যায়। এর ফলে, ত্বকে জমে থাকা ময়লা বের হতে শুরু করে। এই তেল বয়সের ছাপ কমানোর গুণে সমৃদ্ধ। মুখে নারকেল তেল লাগালে ভাঁজও কমে। এছাড়া নারকেল তেল ঠোঁটে লাগালে ঠোঁটের ফাটার সমস্যা দূর হয়। নারকেল তেল ঠোঁটকে নরম করতেও সাহায্য করে।
নারকেল তেল মেকআপ রিমুভার হিসেবেও ব্যবহার করা যায়। এর ফলে, ত্বকে জমে থাকা ময়লা বের হতে শুরু করে। এই তেল বয়সের ছাপ কমানোর গুণে সমৃদ্ধ। মুখে নারকেল তেল লাগালে ভাঁজও কমে। এছাড়া নারকেল তেল ঠোঁটে লাগালে ঠোঁটের ফাটার সমস্যা দূর হয়। নারকেল তেল ঠোঁটকে নরম করতেও সাহায্য করে। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
advertisement
advertisement
advertisement