ঢাকের তালে নাচে মাতলেন সৌরভ গঙ্গোপাধ্যায়! স্ত্রী ডোনা নন, সঙ্গী কে ছিলেন জানেন...?

Last Updated:
Sourav Ganguly: কলকাতায় পুজোর মুডে ফের প্রকাশ্যে সৌরভ গঙ্গোপাধ্যায়। এবারে গোটা পুজো জুড়েই দেদার আনন্দ করেছেন প্রাক্তন ভারত অধিনায়ক। দশমীতে নিজের পাড়ার ক্লাব বড়িশা প্লেয়ার্স কর্নারে ঢাকের তালে পা মেলাতে দেখা গেল তাঁকে।
1/5
কলকাতায় পুজোর মুডে ফের প্রকাশ্যে সৌরভ গঙ্গোপাধ্যায়। এবারে গোটা পুজো জুড়েই দেদার আনন্দ করেছেন প্রাক্তন ভারত অধিনায়ক। দশমীতে নিজের পাড়ার ক্লাব বড়িশা প্লেয়ার্স কর্নারে ঢাকের তালে পা মেলাতে দেখা গেল তাঁকে।
কলকাতায় পুজোর মুডে ফের প্রকাশ্যে সৌরভ গঙ্গোপাধ্যায়। এবারে গোটা পুজো জুড়েই দেদার আনন্দ করেছেন প্রাক্তন ভারত অধিনায়ক। দশমীতে নিজের পাড়ার ক্লাব বড়িশা প্লেয়ার্স কর্নারে ঢাকের তালে পা মেলাতে দেখা গেল তাঁকে।
advertisement
2/5
কিন্তু সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে এদিনের নাচে পার্টনার ছিলেন কে? আশেপাশে দেখা গেল না স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়কে। তবে কে নাচের সঙ্গী হলেন মহারাজের? সেখানেই ছিল বিরাট চমক!
কিন্তু সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে এদিনের নাচে পার্টনার ছিলেন কে? আশেপাশে দেখা গেল না স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়কে। তবে কে নাচের সঙ্গী হলেন মহারাজের? সেখানেই ছিল বিরাট চমক!
advertisement
3/5
প্রাক্তন ক্রিকেট ক্যাপ্টেনের সঙ্গে ছিলেন কন্যা সানা! ঢ্যাং কুর কুর ঢাকের তালে তালে জমিয়ে নাচছেন বাবা মেয়ে। কখনও আবার ক্যামেরায় ছবি তুলতে ব্যস্ত সানা।
প্রাক্তন ক্রিকেট ক্যাপ্টেনের সঙ্গে ছিলেন কন্যা সানা! ঢ্যাং কুর কুর ঢাকের তালে তালে জমিয়ে নাচছেন বাবা মেয়ে। কখনও আবার ক্যামেরায় ছবি তুলতে ব্যস্ত সানা।
advertisement
4/5
পুজোর শেষদিনে দশমীর ঠাকুর মণ্ডপে মেয়ে সানার সঙ্গে বেশ কিছুক্ষণ নাচতে দেখা গেল মহারাজকে। আর তাঁদের ঘিরেই জমে উঠলে বেহালার পাড়ার ক্লাবের উৎসবের উচ্ছ্বাস।
পুজোর শেষদিনে দশমীর ঠাকুর মণ্ডপে মেয়ে সানার সঙ্গে বেশ কিছুক্ষণ নাচতে দেখা গেল মহারাজকে। আর তাঁদের ঘিরেই জমে উঠলে বেহালার পাড়ার ক্লাবের উৎসবের উচ্ছ্বাস।
advertisement
5/5
পুজো জুড়ে বেশ আনন্দে কাটিয়েছেন সৌরভ। অষ্টমী, নবমী কলকাতা শহরে বেশ কয়েকটি পুজোয় হাজির হয়েছিলেন তিনি। নবমীর রাতে সুরুচি সঙ্গে গিয়ে ঢাকও বাজাতে দেখা যায় তাঁকে।
পুজো জুড়ে বেশ আনন্দে কাটিয়েছেন সৌরভ। অষ্টমী, নবমী কলকাতা শহরে বেশ কয়েকটি পুজোয় হাজির হয়েছিলেন তিনি। নবমীর রাতে সুরুচি সঙ্গে গিয়ে ঢাকও বাজাতে দেখা যায় তাঁকে।
advertisement
advertisement
advertisement