Android Users: লিঙ্কড ডিভাইসেও Whatsapp চ্যাট লক করতে পারবেন অ্যান্ড্রয়েড ইউজাররা! আছে আরও একগুচ্ছ সুবিধা
- Published by:Ankita Tripathi
- trending desk
Last Updated:
Android Users: চ্যাট লক করার এই ফিচার আনার কাজ ইতিমধ্যেই শুরু করে দিয়েছে মেটা। খুব শীঘ্রই এই ফিচার সবাই ব্যবহার করতে পারবেন।
ইউজারদের জন্য লকড চ্যাট ফিচার আনছে হোয়াটসঅ্যাপ। বিশেষ করে ওয়েব ভার্সনের জন্য। তবে স্মার্টফোনেও এটা ব্যবহার করা যাবে। আপাতত যে সব ইউজাররা আরেকটি ফোনে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট লিঙ্ক করে রেখেছেন অ্যান্ড্রয়েড বিটা অবতারে এই ফিচার ব্যবহার করতে পারছেন।
চ্যাট লক করার এই ফিচার আনার কাজ ইতিমধ্যেই শুরু করে দিয়েছে মেটা। খুব শীঘ্রই এই ফিচার সবাই ব্যবহার করতে পারবেন। এতে ডিভাইস বায়োমেট্রিক্সের উপর বাড়তি নিরাপত্তা পাওয়া যাবে। অন্য কেউ চ্যাটের অ্যাক্সেস পাবে না। নতুন অ্যান্ড্রয়েড বিটা ভার্সনে হোয়াটসঅ্যাপ চ্যাটগুলো লিঙ্ক করা ডিভাইসে স্বয়ংক্রিয়ভাবে লক হয়ে যায়। মূল ডিভাইসেও সেগুলো লক করা থাকে।
advertisement
আরও পড়ুন: ছোট্ট ছোট্ট দানাই ইউরিক অ্যাসিডের মহাশত্রু! খালি পেটে এই বীজের এক গ্লাস জল খেলেই কেল্লাফতে
advertisement
লিঙ্ক করা ডিভাইসে হোয়াটসঅ্যাপ চ্যাট লক কীভাবে কাজ করে: বিটার নতুন অ্যান্ড্রয়েড সংস্করণ 2.24.11.9-এ এখনও পর্যন্ত নির্বাচিত ব্যবহারকারী এই ফিচার পরীক্ষা করে দেখছেন। পরীক্ষিত ফিচারের স্ক্রিনশট চলতি সপ্তাহে শেয়ার করেছে Wabetainfo। স্ক্রিনশটে খুব স্পষ্টভাবে লিঙ্কড ডিভাইসের হোয়াটসঅ্যাপ স্ক্রিনের উপরের দিকে লকড চ্যাট ফোল্ডারটি দেখা যাচ্ছে।
advertisement
নতুন এই ফিচারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল, বর্তমান চ্যাট লক পিন লিঙ্কড ডিভাইসে কাজ করবে না। এর জন্য ইউজারকে মূল ডিভাইসের সেটিংসে গিয়ে সিক্রেট কোড তৈরি করতে হবে। টিপস্টাররা জানাচ্ছে, “সিক্রেট কোড কনফিগার করলে সুরক্ষিত কথোপকথনগুলি লিঙ্ক করা ডিভাইসের চ্যাট লিস্ট থেকে অদৃশ্য হয়ে যাবে।“
বিটা ভার্সনেও ইঙ্গিত দেওয়া হয়েছে যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ডিভাইসে সেট আপ করা সিক্রেট কোড সমস্ত লিঙ্ক করা ডিভাইসে সিঙ্ক করা যেতে পারে, যাতে ইউজারকে প্রতিটা ডিভাইসের জন্য আলাদা আলাদা ভাবে সেট আপ করতে না হয়।
advertisement
আরও পড়ুন: বলুন তো কোন ‘ফল’ নিয়ে প্লেনে ওঠা যায় না! ধারালো অস্ত্র নয়, তাও কেন বারণ? ৯৯% লোকজনই জানেন না
হোয়াটসঅ্যাপে লক করা চ্যাট শুধুমাত্র ইউজারের ফোনের সঙ্গেই সামঞ্জস্যপূর্ণ ছিল। তাই ইউজার যদি একটি ব্রাউজারে হোয়াটসঅ্যাপের ওয়েব সংস্করণ ব্যবহার করেন, তাহলে লক করা চ্যাটগুলি স্বয়ংক্রিয়ভাবে সবার কাছে দৃশ্যমান হত। এখন এই ফিচার এলে সেই সমস্যা আর থাকবে না। ইউজাররা তাঁদের ডিভাইস হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করবেন। ডেটা প্রকাশ হওয়ার ভয় থাকবে না।
Location :
Kolkata,West Bengal
First Published :
May 21, 2024 7:57 PM IST