WhatsApp: অন্যের 'WhatsApp'স্টেটাস পছন্দ হয়েছে! ডাউনলোড করবেন কীভাবে? জানুন এক মিনিটে

Last Updated:

WhatsApp: । WhatsApp স্টেটাস ফিচার চালু হওয়ার পর থেকে এটি ইউজারদের কাছে খুবই প্রিয় হয়ে উঠেছে। অনেক WhatsApp ইউজারই জানেন না যে, কীভাবে WhatsApp স্টেটাস ডাউনলোড করতে হয়।

এখনও পর্যন্ত WhatsApp-এ ভিডিও পাঠাতে চাইলে ফোনের গ্যালারিতে ঢুকতে হয়। অনেক সময় ভিডিও খুঁজে পাওয়া যায় না। অন্যান্য সমস্যাও হয়। এই সমস্যা মেটাতেই Meta WhatsApp-এ শর্ট ভিডিও মেসেজ ফিচার চালু করেছে।
এখনও পর্যন্ত WhatsApp-এ ভিডিও পাঠাতে চাইলে ফোনের গ্যালারিতে ঢুকতে হয়। অনেক সময় ভিডিও খুঁজে পাওয়া যায় না। অন্যান্য সমস্যাও হয়। এই সমস্যা মেটাতেই Meta WhatsApp-এ শর্ট ভিডিও মেসেজ ফিচার চালু করেছে।
বর্তমানে সারা বিশ্বে সবথেকে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হল WhatsApp। সারা বিশ্ব জুড়ে এর অসংখ্য ইউজার রয়েছে। WhatsApp তাদের ইউজারদের কথা মাথায় রেখে লঞ্চ করে চলেছে একটার পর একটা নতুন ফিচার। কিন্তু, এমন প্রায় অনেকেই রয়েছে যাঁরা এর সকল ফিচার সম্পর্কে ভাল করে জানেন না। বর্তমানে প্রায় সকলেই WhatsApp ব্যবহার করেন। যাঁদের স্মার্টফোন আছে তাঁরা প্রথমেই নিজেদের ফোনে WhatsApp ডাউনলোড করে থাকেন। এতে দৈনন্দিন কাজগুলো এতটাই সহজ হয়ে গিয়েছে, যে মানুষ এটি ব্যবহার না করে থাকতে পারে না।
WhatsApp ইউজারদের অভিজ্ঞতা উন্নত করতে নতুন নতুন ফিচার চালু করতে থাকে। আগে শুধু WhatsApp-এ চ্যাটিং করা হত, তারপর ধীরে ধীরে ভয়েস কলিং, ভিডিও কলিং ফিচারও এতে যুক্ত হয়েছে। কয়েকদিন পর ইনস্টাগ্রামের স্টোরির মতো এই অ্যাপে যুক্ত হয় স্টেটাস ফিচার। কিন্তু, অনেক WhatsApp ইউজারই জানেন না যে, কীভাবে WhatsApp স্টেটাস ডাউনলোড করতে হয়। WhatsApp স্টেটাস ফিচার চালু হওয়ার পর থেকে এটি ইউজারদের কাছে খুবই প্রিয় হয়ে উঠেছে। ইউজাররা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে, যখনই নিজেদের ফোনে WhatsApp ওপেন করা হয়, পরিচিত অনেকেই একটি নতুন স্টেটাস পোস্ট করে থাকেন।
advertisement
advertisement
অনেক সময় এমনও হয় যে আমরা সেই স্টেটাসগুলির মধ্যে কিছু বেশ পছন্দ করি। যদিও আমরা তা ফোনে সেভ করতে পারি না। কিন্তু, আমরা যদি বলি, যে কারও WhatsApp স্টেটাস ডাউনলোড করা যেতে পারে, তাহলে?
advertisement
কারও WhatsApp স্টেটাসের ছবি পছন্দ হলে, দ্রুত তার স্ক্রিনশট নিয়ে নিজেদের ফোনে সেভ করে রাখা সম্ভব। কিন্তু কারও ভিডিও স্টেটাস সেভ করতে হলে কী করতে হবে? আমরা এমন একটি গোপন পদ্ধতির কথা বলছি, যা সম্পর্কে খুব কম ইউজারই জানেন। এক নজরে দেখে নেওয়া যাক সেই উপায় –
প্রথমেই গুগল প্লে স্টোর থেকে নিজেদের অ্যান্ড্রয়েড স্মার্টফোনে গুগল ফাইল ডাউনলোড করতে হবে।
advertisement
এরপর অ্যাপের উপরের বাম দিকের কোণে থাকা Menu আইকনে ক্লিক করতে হবে।
এরপর Settings অপশনে ক্লিক করতে হবে।
এরপর ‘Show hidden files’ টগলটি অন করতে হবে।
এরপর ফোনের File Manager ওপেন করতে হবে।
এরপর Internal Storage অপশনে যেতে হবে। তারপর WhatsApp অপশনে ক্লিক করতে হবে। তারপর Media অপশনে যেতে হবে। তারপরে এখান থেকে Status অপশনে ক্লিক করতে হবে।
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
WhatsApp: অন্যের 'WhatsApp'স্টেটাস পছন্দ হয়েছে! ডাউনলোড করবেন কীভাবে? জানুন এক মিনিটে
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement