WhatsApp-এর Beta ভার্সন; ডাউনলোড করা যাবে মাইক্রোসফট উইন্ডোজ অ্যাপ স্টোর থেকেই!

Last Updated:

এতে বিভিন্ন ধরনের নতুন ফিচার যোগ করা হতে পারে, আবার কয়েকটি ফিচার রিমুভ করা হতে পারে।

#কলকাতা: জনপ্রিয় মেসেজিং অ্যাপ WhatsApp-এর ইউজারদের জন্য সুখবর। এখন থেকে মাইক্রোসফট উইন্ডোজ অ্যাপ স্টোর (Microsoft Windows App Store) থেকেই ডাউনলোড করা যাবে WhatsApp। WhatsApp-এর বেটা ভার্সন ডাউনলোড করা যাবে উইন্ডোজ থেকেই। রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে যে এটা একটি ইউনিভার্সাল উইন্ডোজ প্ল্যাটফর্ম অ্যাপ। সুতরাং এই উইন্ডোজ অ্যাপটি নিজেদের ফোনে ব্যবহার করা যাবে না।
জিএসএমএরিনার (GSMArena) রিপোর্ট অনুযায়ী WhatsApp-এর বেটা ভার্সন ডাউনলোড করা যাবে মাইক্রোসফট উইন্ডোজ অ্যাপ স্টোর থেকেই। WhatsApp-এর নতুন এই উইন্ডোজ অ্যাপে রয়েছে বিভিন্ন ধরনের নতুন ফিচার। এর মধ্যে উল্লেখযোগ্য হল নতুন রাইটিং প্যাড। এছাড়াও এটি একসঙ্গে ব্যবহার করা যাবে বিভিন্ন ডিভাইজে, কারণ এটি মাল্টি-ডিভাইজ সাপোর্ট যুক্ত।
advertisement
advertisement
WhatsApp-এর নতুন এই অ্যাপটি ইউনিভার্সাল উইন্ডোজ প্ল্যাটফর্ম অ্যাপ বেসড। এই অ্যাপটি বর্তমানে বেটা ভার্সন রূপে পাওয়া যাবে। এর ফলে এতে বিভিন্ন ধরনের নতুন ফিচার যোগ করা হতে পারে, আবার কয়েকটি ফিচার রিমুভ করা হতে পারে।
advertisement
WhatsApp ফিচার ট্র্যাকার জানিয়েছে যে এটি ব্যবহার করার জন্য ইউজারদের প্রথমেই এই অ্যাপটি ডাউনলোড করতে হবে। এর পর ইউজারদের WhatsApp অ্যাকাউন্টের সঙ্গে এটিকে লিঙ্ক করাতে হবে। লিঙ্কড ডিভাইজ অথবা কিউআর কোডের সাহায্যে অ্যাপের সঙ্গে নিজেদের WhatsApp অ্যাকাউন্ট লিঙ্ক করানো যাবে। লিঙ্ক হয়ে গেলে ইউজাররা এটি ব্যবহার করতে পারবে এবং নতুন বেটা অ্যাপের সুবিধা গ্রহণ করতে পারবে। WhatsApp-এর বেটা ভার্সনে কয়েকটি ফিচার রিমুভ করা হয়েছে, যা পরবর্তীকালে যুক্ত করা হতে পারে। এগুলি হল লাইক আর্কাইভ চ্যাটস, স্টেটাস আপডেট, স্টিকারস ইত্যাদি।
advertisement
WhatsApp-এর নতুন এই অ্যাপে বিভিন্ন ধরনের নতুন ফিচারের সুবিধা পাওয়া যাবে। এর মধ্যে একটি উল্লেখযোগ্য ফিচার হল নতুন ফিডব্যাক বাটন। ইউজারদের কাছ থেকে ফিডব্যাক নেওয়ার জন্য নতুন এই ফিচারটি যুক্ত করা হয়েছে। ম্যাকের আলাদা অ্যাপ নিয়ে আসার জন্য WhatsApp-এর পক্ষ থেকে এখনও কাজ চলছে। রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে যে নতুন সেই অ্যাপটি তৈরি করা হচ্ছে ম্যাকওএস ক্যাটালিস্ট এবং ইউডাবলুপি দু'টিতেই ব্যবহার করার জন্য। WhatsApp-এর নতুন বেটা ভার্সন নিয়ে আসা হয়েছে উইন্ডোজ থেকেই সেটি ব্যবহার করার জন্য। ইউজারদের সুবিধার জন্য মাইক্রোসফট উইন্ডোজ অ্যাপ স্টোর থেকেই ডাউনলোড করা যাবে WhatsApp-এর বেটা ভার্সন। এটি একটি ইউনিভার্সাল উইন্ডোজ প্ল্যাটফর্ম অ্যাপ।
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
WhatsApp-এর Beta ভার্সন; ডাউনলোড করা যাবে মাইক্রোসফট উইন্ডোজ অ্যাপ স্টোর থেকেই!
Next Article
advertisement
Purba Bardhaman News: 'ছায়াশত্রু' কারা? বিতর্কিত মন্তব্যের পর তৃণমূলে ঝড়, ব্যাখ্যা দিলেন জেলা সভাপতি রবীন্দ্রনাথ
'ছায়াশত্রু' কারা? বিতর্কিত মন্তব্যে তৃণমূলে ঝড়, ব্যাখ্যা দিলেন জেলা সভাপতি রবীন্দ্রনাথ
  • এবার 'ছায়া' শত্রুর নাম সামনে আনলেন পূর্ব বর্ধমান জেলার তৃণমূলে কংগ্রেসের  সভাপতি  রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। বর্ধমানে দলের বিজয়া সম্মেলনে তিনি বলেছিলেন, 'এখন লড়াই বাম আমলের থেকেও কঠিন। এখন ছায়ার সঙ্গে যুদ্ধ করতে হচ্ছে।'

VIEW MORE
advertisement
advertisement