Petrol Price Today: পেট্রোল-ডিজেলের নতুন দাম জারি, দেখে নিন আপনার শহরে কত টাকায় মিলছে পেট্রোল....
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
বিভিন্ন শহরে পেট্রোল ও ডিজেলের দাম (Petrol Diesel Price on 21 November 2021)
#নয়াদিল্লি: গত কয়েকদিন ধরেই দেশের বাজারে পেট্রোল ও ডিজেলের (Petrol and diesel Price) দাম স্থির রয়েছে ৷ আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম সস্তা হয়েছে ৷ রবিবারের জন্য সরকারি তেল সংস্থাগুলির তরফে পেট্রোল ও ডিজেলের দাম জারি করে দেওয়া হয়েছে ৷ এদিনও জ্বালানির দাম অপরিবর্তিত রাখা হয়েছে ৷
অক্টোবর মাসে তেলের দাম লাগাতার বাড়ানো হয়েছিল ৷ তবে চলতি মাসে স্থির রয়েছে দাম ৷ এদিন দিল্লিতে পেট্রোলের দাম লিটার প্রতি ১০৩.৯৭ টাকা, ডিজেল ৮৬.৬৭ টাকা ৷
advertisement
দীপাবলির একদিন আগে কেন্দ্র সরকারের তরফে পেট্রোলে ৫ টাকা এবং ডিজেলে ১০ টাকা এক্সাইজ ডিউটি কমানো হয়েছিল ৷ এর জেরে অনেকটাই দাম কমেছে পেট্রোল ও ডিজেলের (Petrol Diesel Price Today) ৷ আবগারি শুল্ক কমানোর পর থেকেই স্থির রয়েছে জ্বালানির দাম ৷
advertisement
কেন্দ্র সরকার আবগারি শুল্ক (Excise Duty) কমানোর পর একাধিক রাজ্য সরকার তাদের স্তরেও দাম কমিয়েছে ৷ উত্তরপ্রদেশে রাজ্য সরকার পেট্রোল ও ডিজেলে ১২-১২ টাকা দাম কমিয়েছে ৷ এরপর উত্তরপ্রদেশ-সহ একাধিক রাজ্যে তেলের দাম (Petrol Diesel Price Today) ১০০ টাকার কম হয়ে গিয়েছে প্রতি লিটারে ৷
advertisement
বিভিন্ন শহরে পেট্রোল ও ডিজেলের দাম (Petrol Diesel Price on 21 November 2021)
- দিল্লি- পেট্রোল ১০৩.৯৭ টাকা, ডিজেল ৮৬.৬৭ টাকা
- মুম্বই- পেট্রোল ১০৯.৯৮ টাকা, ডিজেল ৯৪.১৪ টাকা
- চেন্নাই- পেট্রোল ১০১.৪০ টাকা, ডিজেল ৯১.৪৩ টাকা
- কলকাতা- পেট্রোল ১০৪.৬৭ টাকা, ডিজেল ৮৯.৭৯ টাকা
- শ্রীগঙ্গানগর- পেট্রোল ১১৪.০১ টাকা, ডিজেল ৯৮.৩৯ টাকা
advertisement
যে শহরে ১০০ টাকার কমে মিলছে পেট্রোল ও ডিজেল (Petrol Diesel Price Today)
- পোর্ট ব্লেয়ার- পেট্রোল ৮২.৯৬ টাকা, ডিজেল ৭৭.১৩ টাকা
- নয়ডা- পেট্রোল ৯৫.৫১ টাকা, ডিজেল ৮৭.০১ টাকা
- ইটানগর- পেট্রোল ৯২.০২ টাকা, ডিজেল ৭৯.৬৩ টাকা
- চন্ডীগড়- পেট্রোল ৯৪.২৩ টাকা, ডিজেল ৮০.৯০ টাকা
- আইজল- পেট্রোল ৯৪.২৬ টাকা, ডিজেল ৭৯.৭৩ টাকা
- লখনউ- পেট্রোল ৯৫.২৮ টাকা, ডিজেল ৮৬.৮০ টাকা
- সিমলা- পেট্রোল ৯৫.৭৮ টাকা, ডিজেল ৮০.৩৫ টাকা
- পানাজি- পেট্রোল ৯৬.৩৮ টাকা, ডিজেল ৮৭.২৭ টাকা
- গ্যাংটক- পেট্রোল ৯৭.৭০ টাকা, ডিজেল ৮২.২৫ টাকা
- রাঁচি- পেট্রোল ৯৮.৫২ টাকা, ডিজেল ৯১.৫৬ টাকা
- শিলং- পেট্রোল ৯৯.২৮ টাকা, ডিজেল ৮৮.৭৫ টাকা
- দেরাদুন- পেট্রোল ৯৯.৪১ টাকা, ডিজেল ৮৭.৫৬ টাকা
- দমন- পেট্রোল ৯৩.০২ টাকা, ডিজেল ৮৬.৯০ টাকা
advertisement
প্রতিদিন সকাল ৬টায় পেট্রোল ও ডিজেলের দাম জারি করে থাকে সরকারি তেল সংস্থাগুলি ৷ পেট্রোল ও ডিজেলের দামের উপরে এক্সাইজ ডিউটি, ডিলার কমিশন ও অন্যান্য চার্জ যুক্ত করার পর প্রায় দ্বিগুণ দাম দিয়ে তেল কিনতে হয় উপভোক্তাদের ৷
এই ভাবে জানতে পারবেন পেট্রোল ও ডিজেলের দাম (How to check diesel petrol price daily)-
এসএমএস-এর মাধ্যমে পেট্রোল-ডিজেলের দাম বাড়িতে বসে সহজেই জানতে পারবেন ৷ ইন্ডিয়ান অয়েলের গ্রাহকরা RSP লিখে 9224992249 নম্বরে , বিপিসিএল-এর গ্রাহকরা RSP লিখে 9223112222 নম্বরে এবং এইচপিসিএল উপভোক্তারা HPPrice লিখে 9222201122 নম্বরে মেসেজ পাঠাতেই পেট্রোল ও ডিজেলের লেটেস্ট দাম জানতে পারবেন ৷
Location :
First Published :
November 21, 2021 8:49 AM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Petrol Price Today: পেট্রোল-ডিজেলের নতুন দাম জারি, দেখে নিন আপনার শহরে কত টাকায় মিলছে পেট্রোল....