iPhone কেনার ইচ্ছে বহু মানুষের, অনেকের স্বপ্ন! আই ফোনের 'i' মানে কী বলুন তো!
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
iPhone: iPhone-এ i অক্ষরের অর্থ অনেকেই জানেন না। আপনি জানেন কি?
কলকাতা: আইফোন কেনার স্বপ্ন অনেকের। অনেকেই আছেন যাঁরা Apple iPhone খুব পছন্দ করেন। শুধু আইফোন নয়, অ্যাপলের অন্যান্য পণ্য যেমন iMac, iPod, iTunes, iPad-ও পছন্দ করেন অনেকে। কিন্তু আপনি কি কখনও ভেবে দেখেছেন, কেন i অক্ষরটি আইফোন-সহ সমস্ত অ্যাপল পণ্যের সঙ্গে যুক্ত? এর অর্থ কী?
১৯৯৮ সালে অ্যাপল-এর একটি ইভেন্টে স্টিভ জোবস i এবং Mac এর মধ্যে লিঙ্ক কী তা ব্যাখ্যা করেছিলেন। সেই ইভেন্ট থেকে iMac চালু করেছিলেন তিনি। স্টিভ জোবস বলেছিলেন, iMac-এ ‘ইন্টারনেট’-এর জন্য ব্যবহার করা হয়েছে। ইন্টারনেট ছাড়াও, অ্যাপল পণ্যগুলিতে i মানে ব্যক্তি (individual), নির্দেশ (instruct), তথ্য (inform) এবং অনুপ্রাণিত করা (inspire)।
আরও পড়ুন- বাইক না স্কুটার? শহরের রাস্তায় চালাতে কোনটা ভাল? এই ব্যাপারগুলো মাথায় রাখুন
আইফোনে আই-এর অর্থ কী? সঠিক উত্তর দিয়েছেন এমন লোকের সংখ্যা খুবই কম। অনেকে আবার সঠিক উত্তরও দিয়েছেন।
advertisement
advertisement
বৈশালী, যিনি প্রায় ২০১০ সাল থেকে আইফোন ব্যবহার করছেন, বলেছেন, আজ পর্যন্ত তিনি আইফোনে ‘আই’ এর অর্থ কী তা নিয়ে কখনও মনোযোগ দেননি। কিন্তু আমাদের কিছু ইঙ্গিত দেওয়ার পর, তিনি এমন একটি উত্তর দিয়েছেন যা হাস্যকর। তিনি বলেছিলেন, আমি বুদ্ধিমান, তাই আই অক্ষরটি ব্যবহার করা হয়েছে।
আরও পড়ুন- ৩টির বেশি ট্রাফিক চালান? ভয়ঙ্কর বিপদে পড়তে পারেন, এমন কাজ করলেই মুশকিল
প্রায় ২ বছর ধরে আইফোন ব্যবহার করা সমর অনেক চেষ্টার পরও সঠিক উত্তর দিতে পারেননি। প্রথমে পাশে বসা তাঁর বন্ধুর দেওয়া উত্তর শুনে আমরা অবাক হয়ে যাই। তিনি বলেন, আই মানে চোখ।
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
December 14, 2023 2:17 PM IST