যখন-তখন বৃষ্টি! ফোনটাকে জল থেকে বাঁচাবেন কী করে? এই টোটকা মেনে চলুন
- Published by:Suman Majumder
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
Monsoon: আচমকা বৃষ্টি! স্মার্টফোন সুরক্ষিত রাখার জন্য বিশেষ কয়েকটি উপায় রয়েছে।
কলকাতা: ভারতের বিভিন্ন জায়গায় এখনও তুমুল হারে বৃষ্টি হয়ে চলেছে। যদিও এখন ভারত থেকে বর্ষা বিদায় নেওয়ার সময় চলে এসেছে, কিন্তু, বেশ কিছু নিম্নচাপের কারণে বাংলা সহ ভারতের বিভিন্ন জায়গায় এক নাগাড়ে বৃষ্টি হয়ে চলেছে।
এর ফলে সাধারণ মানুষদের বিভিন্ন সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। অফিস বা কাজের জন্য বাড়ির বাইরে বেরিয়ে ভিজতে হচ্ছে এই অকালবৃষ্টিতে। এর মধ্যে সবথেকে বড় সমস্যার বিষয় হল স্মার্টফোন। কারণ বর্তমান সময়ে স্মার্টফোন ছাড়া এক মুহূর্ত কেউ চলতে পারে না।
অফিসের কাজ থেকে শুরু করে দৈনন্দিন বিভিন্ন কাজ স্মার্টফোনের মাধ্যমেই করা হয়। তাই বৃষ্টির জলে স্মার্টফোন ভিজে গেলে এবং সেই ফোন আচমকা খারাপ হয়ে গেলে বড় বিপদ।
advertisement
advertisement
আরও পড়ুন- Facebook Memories-এ মন খারাপের স্মৃতিগুলি আর বিঁধবে না কাঁটার মতো!
আচমকা বৃষ্টি থেকে নিজেদের স্মার্টফোনকে সুরক্ষিত রাখার জন্য বিশেষ কয়েকটি উপায় রয়েছে। এই উপায়গুলি মেনে চললে বৃষ্টির জল স্মার্টফোনের কোনও ক্ষতি করতে পারবে না।
জিপ লকের ব্যবহার –
বৃষ্টির জল থেকে নিজেদের ফোনকে বাঁচানোর সেরা উপায় হল জিপ লকের ব্যবহার। আসলে এটি ফোনের কভারের মতো একটি প্লাস্টিকের কভার, যা জিপ দিয়ে লক করা যায় এবং কভার লাগানো অবস্থাতেই ব্যবহার করা যায়। এটি জল থেকে ফোনকে সুরক্ষিত রাখতে সাহায্য করে।
advertisement
বৃষ্টির জল থেকে বাঁচা –
আচমকা বৃষ্টি নেমে গেলে, কোনও জায়গায় আশ্রয় নেওয়া উচিত। যাতে নিজেদের প্রয়োজনীয় গ্যাজেট এবং ফোন বৃষ্টির জলে না ভিজে যায়। সেই সময় খেয়াল রাখা উচিত নিজেদের ফোন যেন বৃষ্টির জলে না ভেজে।
সিলিকা জেল প্যাকেট –
বৃষ্টির জল থেকে নিজেদের ফোনকে সুরক্ষিত রাখার জন্য সিলিকা জেল প্যাকেট ব্যবহার করা যেতে পারে। এটি অনলাইন এবং বিভিন্ন স্টোরে পাওয়া যায়।
advertisement
ভিজে জায়গায় ফোনের চার্জ –
এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। ভিজে জায়গায় ফোন চার্জ করা উচিত নয়। এতে ফোনের বিরাট ক্ষতি হতে পারে।
ভিজে হাতে ফোনের ব্যবহার –
ভিজে হাত দিয়ে সরাসরি ফোনে টাচ করা উচিত নয়। অর্থাৎ বৃষ্টির সময় ফোন ব্যবহার করা উচিত নয়। ভিজে হাতে ফোন ব্যবহার করলে সেই ফোনের ক্ষতি হতে পারে।
advertisement
ফোন বন্ধ করতে হবে –
যদি ফোন জলে ভিজে যায় তাহলে ফোনের কভার খুলে সঙ্গে সঙ্গে তা সুইচ অফ করে দিতে হবে এবং খোলা জায়গায় রেখে দিতে হবে। ফোন শুকনো হলে তারপর সুইচ অন করতে হবে।
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
September 27, 2023 11:52 PM IST