#নয়াদিল্লি: শাওমি একটি গেমিং স্মার্টফোন তৈরি করতে চলেছে, এই খবরে উত্তেজিত ছিল টেক স্যাভি মানুষজন ৷ অবশেষে জল্পনার অবসান ঘটিয়ে গতকাল শুক্রবার চিনে শাওমির স্মার্টফোন লঞ্চ হল ৷ নাম ‘ব্ল্যাক শার্ক’ ৷ শাওমির দাবি, যে সমস্ত মানুষের গেমিং পছন্দের ৷ এই স্মার্টফোনটি তাঁদেরই জন্য ৷ সবুজ এবং কালো রং ব্যবহার করে এই ফোনটির ডিজাইনের সাথেও রেজর ফোনের ডিজাইনের মিল রেখেছে শাওমি।
কী কী থাকছে এই ফোনে?
এই ফোনটি বর্তমানে শুধুমাত্র চিনেই পাওয়া যাবে। এই ফোনটির দাম ধরা হয়েছে প্রায় ৪৮০ ইউএস ডলারের মতো (৬+৬৪ ভার্সন) যা ভারতীয় টাকায় প্রায় ৩১ হাজার টাকার কাছাকাছি। আশা করা হচ্ছে আগামী কিছুদিনের মধ্যে এই ফোনটি ভারতের বাজারে মুক্তি পেতে চলেছে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Black Shark, Gaming Smartphone, Xiaomi, Xiaomi Gaming Smartphone