নতুন গেমিং স্মার্টফোন আনলো শাওমি, জেনে নিন ফিচার

Last Updated:

শাওমি একটি গেমিং স্মার্টফোন তৈরি করতে চলেছে, এই খবরে উত্তেজিত ছিল টেক স্যাভি মানুষজন ৷ অবশেষে জল্পনার অবসান ঘটিয়ে গতকাল শুক্রবার চিনে শাওমির স্মার্টফোন লঞ্চ হল ৷ নাম ‘ব্ল্যাক শার্ক’ ৷

#নয়াদিল্লি: শাওমি একটি গেমিং স্মার্টফোন তৈরি করতে চলেছে, এই খবরে উত্তেজিত ছিল টেক স্যাভি মানুষজন ৷ অবশেষে জল্পনার অবসান ঘটিয়ে গতকাল শুক্রবার চিনে শাওমির স্মার্টফোন লঞ্চ হল ৷ নাম ‘ব্ল্যাক শার্ক’ ৷ শাওমির দাবি, যে সমস্ত মানুষের গেমিং পছন্দের ৷ এই স্মার্টফোনটি তাঁদেরই জন্য ৷ সবুজ এবং কালো রং ব্যবহার করে এই ফোনটির ডিজাইনের সাথেও রেজর ফোনের ডিজাইনের মিল রেখেছে শাওমি।
কী কী থাকছে এই ফোনে?
এই স্মার্টফোনটিতে থাকছে কোয়ালকমের লেটেস্ট এবং সব থেকে পাওয়ারফুল প্রোসেসর, স্ন্যাপড্রাগন ৮৪৫।
advertisement
সঙ্গে থাকবে ৬ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ।
তবে এই ফোনটির আরেকটি ভার্সনও বাজারে আনবে শাওমি ৷ যেটিতে থাকবে ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ। এই ফোনটি মূলত একটি গেমিং ফোকাসড স্মার্টফোন হবে। অর্থাৎ, ফোনটিতে যাতে সব ধরনের গেম ভালোভাবে যাতে খেলা সম্ভব হয়, এটাই হবে এই স্মার্টফোনটির মূল লক্ষ্য। এ ছাড়া এই স্মার্টফোনটিতে থাকবে লিকুইড কুলিং সিস্টেমও যেটি গেম খেলার সময় ফোনটিকে ঠাণ্ডা রাখতে সাহায্য করবে।
advertisement
এই ফোনটি বর্তমানে শুধুমাত্র চিনেই পাওয়া যাবে। এই ফোনটির দাম ধরা হয়েছে প্রায় ৪৮০ ইউএস ডলারের মতো (৬+৬৪ ভার্সন) যা ভারতীয় টাকায় প্রায় ৩১ হাজার টাকার কাছাকাছি। আশা করা হচ্ছে আগামী কিছুদিনের মধ্যে এই ফোনটি ভারতের বাজারে মুক্তি পেতে চলেছে ৷
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
নতুন গেমিং স্মার্টফোন আনলো শাওমি, জেনে নিন ফিচার
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement