Social Media: ফেসবুক তো সাবেকি, দেশি এই সোশ্যাল অ্যাপগুলোর কথা জানেন কি?
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
Social Media: এক নজরে দেখে নেওয়া যাক ৫টি দেশি অ্যাপ। যা তৈরি করা হয়েছে যুবক-যুবতীদের কথা মাথায় রেখে।
#নয়াদিল্লি: এক নজরে দেখে নেওয়া যাক ৫টি দেশি অ্যাপ (Social Media)। যা তৈরি করা হয়েছে যুবক-যুবতীদের কথা মাথায় রেখে।
Uable App -
এটি হল একটি সোশ্যাল অ্যাপ। বিশেষ করে টিন-এজারদের জন্য বানানো হয়েছে এই সোশ্যাল অ্যাপ। নতুন নতুন কনটেন্ট পাওয়ার জন্য, নতুন বন্ধু বানানোর জন্য তৈরি করা হয়েছে এই সোশ্যাল অ্যাপ। এছাড়াও টপ ব্র্যান্ডের প্রোডাক্ট কেনাকাটা করা যাবে এই অ্যাপের মাধ্যমে। এই সোশ্যাল অ্যাপ বিশেষত কনটেন্ট এবং কমিউনিটির উপরে বেশি গুরুত্ব দিয়ে থাকে। এই অ্যাপের মাধ্যমে যুবক-যুবতীরা আয়ও করতে পারবে।
advertisement
Qlan App -
এটি হল একটি মোবাইল নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম। গেম এবং ই-স্পোর্ট কমিউনিটির জন্য তৈরি করা হয়েছে এই অ্যাপ। এই অ্যাপের মাধ্যমে ইউজাররা ক্রিয়েট করতে পারবে নিজেদের প্রোফাইল। গেমের উপরে ফোকাস করা হয়েছে এই অ্যাপের মাধ্যমে। এই অ্যাপের মাধ্যমে টার্গেট করা হয়েছে ১৩ বছর থেকে ২৫ বছর বয়সীদের। নিজের প্রোফাইল তৈরি করে বিভিন্ন ধরনের গেম খেলা যাবে এই অ্যাপের মাধ্যমে। গেমারদের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে এই অ্যাপ।
advertisement
advertisement
Swell -
এটি হল একটি নতুন ভয়েস বেসড সোশ্যাল প্ল্যাটফর্ম। এর মাধ্যমে ব্যবহার করা যাবে যে কোনও ধরনের অডিও। ৫ মিনিটের অডিও ব্যবহার করে তা লিঙ্ক করা যাবে ফটোর সঙ্গে। এরপর নিজেদের মতো করে কনটেন্ট ক্রিয়েট করে শেয়ার করা যাবে সোশ্যাল মিডিয়ায়। এই অ্যাপের মাধ্যমে তৈরি করা যাবে নিজেদের অডিও প্রোফাইল। এর মাধ্যমে স্টুডেন্ট লাইফ, সেলফ কেয়ার, পপ কালচার, সোশ্যাল মিডিয়া, ফটোগ্রাফি, মেন্টাল হেলথ, রিলেশনশিপ এবং বিভিন্ন ধরনের সুবিধা পাওয়া যাবে।
advertisement
Leher -
এটি হল একটি লাইভ ডিসকাশন অ্যাপ। এর মাধ্যমে ইউজারার যে কোনও ধরনের লাইভ এবং রিয়েল টাইম ডিসকাশনে জয়েন করতে পারবে। নিজেদের পছন্দের টপিক অনুযায়ী যে কোনও লাইভ ডিসকাশনে জয়েন করা যাবে। এই অ্যাপ কনটেন্ট ক্রিয়েটরদের জন্য নিয়ে এসেছে মানিটাইজেশন মডেল। বিভিন্ন ধরনের কথোপকথনে যুক্ত হওয়ার জন্য এটি হল একটি সেরা অ্যাপ।
advertisement
Zorro -
view commentsএটি হল একটি নিউ এজ সোশ্যাল নেটওয়ার্ক। এর মাধ্যমে ইউজাররা তাদের মনের ভাব প্রকাশ করতে পারবে। এর জন্য এই অ্যাপে ডিসলাইক বাটনও রয়েছে। এটি তৈরি করা হয়েছে লোকাল ইভেন্ট এবং লোকালাইজ কনটেন্টের জন্য।
Location :
First Published :
March 12, 2022 7:02 PM IST