Shreya Ghoshal Birthday: ৩৮-এ পা শ্রেয়া ঘোষালের! 'দেবদাস' থেকে 'গঙ্গুবাই' সবতেই শুধু শ্রেয়ার জাদু!

Last Updated:

Shreya Ghoshal Birthday: জন্মদিনে নতুন গান গাইলেন শ্রেয়া ঘোষাল। কেমন ছিল তাঁর বলিউডের গান জীবন? জানুন

photo source Instagram
photo source Instagram
#কলকাতা: শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal Birthday)। বলি থেকে টলি তাঁর গানের জাদুতে মেতে গোটা দুনিয়া। এই সময়ের সব থেকে দক্ষ গায়িকা শ্রেয়া। তাঁর গানের পারিশ্রমিক এখনও সব থেকে বেশি। আর হবেই না, বা কেন! শ্রেয়ার গানের গলাতেই সিনেমা অর্দ্ধেক হিট হয়ে যায়। সম্প্রতি মুক্তি পেয়েছে সঞ্জয় লীলা বনশালির ছবি 'গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি'। সেখানেও শ্রেয়ার গাওয়া গান সুপারহিট।
তবে আজকের শ্রেয়া হয়ে ওঠার জন্য তাঁর লড়াইটা কিন্তু কিছু কম ছিল না। মাত্র ৪ বছর বয়স থেকে গান শেখা শুরু করেন শ্রেয়া। যে সময়ে বাচ্চারা ঠিক করে কথা বলতে শেখে না, সেই বয়সেই শ্রেয়া গেয়ে ফেলতেন একের পর এক কঠিন গান। টেলিভিশন রিয়ালিটি শোতে প্রথমবার দেখা গিয়েছিল ছোট্ট শ্রেয়াকে। সে সময় লতা মঙ্গেশকর থেকে সোনু নিগম সহ বলিউডের নামকরা গায়করা অবাক হয়েছিলেন এই মেয়ের(Shreya Ghoshal) গলা শুনে। শ্রেয়ার বলিউডের প্রথম গান 'দেবদাস' ছবিতে।
advertisement
advertisement
advertisement
সঞ্জয় লীলা বনশালির মা শ্রেয়ার গান শুনেছিলেন রিয়ালিটি শোতে। তিনি সঞ্জয় লীলা বনশালিকে শ্রেয়ার কথা বলেন। আর ঠিক তার পরেই জীবনের প্রথম প্লে ব্যাকেই সকলকে চমকে দেন শ্রেয়া। দেবদাস-ছবির গান আজও মনে রেখেছে মানুষ। এর পর থেকে শ্রেয়াকে(Shreya Ghoshal) আর পিঁছন ফিরে দেখতে হয়নি। বলিউডে তাঁর গলাই শেষ কথা। অন্যদিকে টলিউডেও তিনি মানেই সেরা কিছু।
advertisement
advertisement
১৯৮৪ সালের ১২ মার্চ শ্রেয়ার জন্ম হয় পশ্চিমবঙ্গেই। মুর্শিদাবাদে জন্ম হয় শ্রেয়ার। কিন্তু তিনি বড় হন রাজস্থানের কোটার কাছে একটি জায়গায়। সেখান থেকেই গানের চর্চা শুরু। শ্রেয়ার বাবা মা প্রথম থেকেই তাঁর গানের কদর করেছেন। আজ ৩৮ বছরে পা দিলেন এই গায়িকা(Shreya Ghoshal)। বিয়ের পর ছেলেকে নিয়ে তাঁর এখন সুখের সংসার। সেই সঙ্গে চলছে একের পর এক গান।
advertisement
advertisement
তবে শুধু সিনেমা নয়, শ্রেয়া মাঝে মধ্যেই তাঁর ভক্তদের জন্য গান গেয়ে শেয়ার করেন ইনস্টাগ্রামে। সোশ্যাল মিডিয়ায় তাঁর অগুন্তি ভক্ত। সকলকে নিজের নতুন নতুন গান খালি গলায় গেয়ে উপহার দেন তিনি। আজ শ্রেয়ার জন্মদিনে ভালবাসা জানিয়েছেন নেটিজেন থেকে বলি-টলি সেলেবরা।
বাংলা খবর/ খবর/বিনোদন/
Shreya Ghoshal Birthday: ৩৮-এ পা শ্রেয়া ঘোষালের! 'দেবদাস' থেকে 'গঙ্গুবাই' সবতেই শুধু শ্রেয়ার জাদু!
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement