এনফিল্ড আর ‘রয়্যাল’ রইল না! প্রথম পাঁচে নেই! রমরমা আরেক ভারতীয় কোম্পানির

Last Updated:

Royal Enfield Sales drops: বাইকপ্রেমীদের মধ্যে সবচেয়ে চর্চিত নাম রয়্যাল এনফিল্ড। কিন্তু বিক্রির দিক থেকে এখনও প্রথম পাঁচে ঢুকতে পারেনি তারা। ভারতের বাজারে একচেটিয়া রাজত্ব করছে হিরো মোটোকর্পস।

কলকাতা: ভারতীয় টু-হুইলারের বাজারে একচেটিয়া আধিপত্য বজায় রেখেছে হিরো মোটোকর্প। ২০২৪-এর ফেব্রুয়ারিতে সবচেয়ে বেশি বাইক বিক্রি করেছে তারাই।
বাইকপ্রেমীদের মধ্যে সবচেয়ে চর্চিত নাম রয়্যাল এনফিল্ড। কিন্তু বিক্রির দিক থেকে এখনও প্রথম পাঁচে ঢুকতে পারেনি। ফেব্রুয়ারির হিসেব অনুযায়ী, তারা রয়েছে ষষ্ঠ স্থানে।
হিরো মোটোকর্প: হিরো মোটোকর্প ২০২৪-এর ফেব্রুয়ারিতে ৪,৪৫,২৫৭ ইউনিট বিক্রি করেছে। ২০২৩-এর ফেব্রুয়ারিতে বিক্রি হয়েছিল ৩,৮২,৩১৭ ইউনিট। স্পষ্ট দেখা যাচ্ছে, কোম্পানির বিক্রি এক বছরে ১৪.৪৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
advertisement
advertisement
আরও পড়ুন- শাবাশ ক্যাপ্টেন! রোহিত শর্মা প্রাণ বাঁচালেন একজনের! জীবনটাই চলে যেত! ভয়াবহ ঘটনা
২০২৪-এর জানুয়ারিতে হিরো মোটোকর্পের ৪,২০,৯৩৪ ইউনিট বিক্রি হয়েছিল। অর্থাৎ মাসিক ভিত্তিতে বিক্রি বেড়েছে ৫.৭৮ শতাংশ।
হোন্ডা: ২০২৪ সালের ফেব্রুয়ারিতে হোন্ডার বিক্রি হয়েছে ৪,১৩,৯৬৭ ইউনিট। ২০২৩-এর ফেব্রুয়ারিতে এই সংখ্যাটা ছিল ২,২৭,০৬৪ ইউনিট। একবছরে বিক্রি লাফিয়ে বেড়েছে ৮২.৩১ শতাংশ। ২০২৪-এর জানুয়ারিতে ৩,৮২,৫১২ ইউনিট বিক্রি করেছিল হোন্ডা। মাসিক ভিত্তিতে ৮.২২ শতাংশ বিক্রি বেড়েছে।
advertisement
টিভিএস: টিভিএস ২০২৪-এর ফেব্রুয়ারিতে ২,৬৭,৫০২ ইউনিট বিক্রি করেছে। ২০২৩-এর ফেব্রুয়ারিতে তাদের বিক্রি ছিল ২,২১,৪০২ ইউনিট। কোম্পানির বার্ষিক বিক্রি ২০.৮২ শতাংশ বেড়েছে। ২০২৪-এর জানুয়ারিতে ২,৬৮,২৩৩ ইউনিট বিক্রি করেছিল টিভিএস। অর্থাৎ মাসিক ভিত্তিতে বিক্রি কমেছে ০.২৭ শতাংশ।
বাজাজ: ২০২৪-এর ফেব্রুয়ারিতে ১,৭০,৫২৭ ইউনিট বিক্রি করেছে বাজাজ। ২০২৩-এর ফেব্রুয়ারিতে বিক্রি ছিল ১,২০,৩৩৫ ইউনিট। পরিসংখ্যান অনুযায়ী, কোম্পানির বিক্রি বেড়েছে ৪১.৭১ শতাংশ। ২০২৪-এর জানুয়ারিতে বিক্রি হওয়া ১,৯৩,৩৫০ ইউনিটের তুলনায় ফেব্রুয়ারিতে বিক্রি কমেছে।
advertisement
আরও পড়ুন- কেন তৃণমূলের ‘বাজি’ ইউসুফ পাঠান! বাংলার সঙ্গে তাঁর কী যোগ? থাকেন তো গুজরাতে!
সুজুকি: ২০২৪ সালের ফেব্রুয়ারিতে ৮৩,৩০৪ ইউনিট বিক্রি করেছে সুজুকি। ২০২৩-এর ফেব্রুয়ারিতে এই সংখ্যাটা ছিল ৫২,৪৫১ ইউনিট। একবছরে কোম্পানির বিক্রি ৫৮.৮২ শতাংশ, অর্থাৎ প্রায় দ্বিগুণের বেশি বেড়েছে। একইভাবে ২০২৪-এর জানুয়ারিতে ৮০,৫১১ ইউনিট বিক্রি করেছিল সুজুকি। অর্থাৎ মাসিক ভিত্তিতে বিক্রি বেড়েছে ৩.৪৭ শতাংশ।
advertisement
রয়্যাল এনফিল্ড: রয়্যাল এনফিল্ড ২০২৪ সালের ফেব্রুয়ারিতে ৬৭,৯২২ ইউনিট বিক্রি করেছে। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে বিক্রি হয়েছিল ৬৪,৪৪৬ ইউনিট। অর্থাৎ বার্ষিক ভিত্তিতে বিক্রি বেড়েছে। কিন্তু ২০২৪-এর জানুয়ারিতে ৭০,৫৫৬ ইউনিট বিক্রি হয়েছিল রয়্যাল এনফিল্ডের। মাসিক ভিত্তিতে বিক্রি কমেছে ৩.৭৩ শতাংশ।
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
এনফিল্ড আর ‘রয়্যাল’ রইল না! প্রথম পাঁচে নেই! রমরমা আরেক ভারতীয় কোম্পানির
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement