কেন তৃণমূলের 'বাজি' ইউসুফ পাঠান! বাংলার সঙ্গে তাঁর কী যোগ? থাকেন তো গুজরাতে!
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Yousuf Pathan TMC Candidate: অধীর চৌধুরীর বিরুদ্ধে বহরমপুরে তৃণমূলের প্রার্থী ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান। গুজরাতের বরোদায় জন্ম ইউসুফের। ভারতীয় দল, আইপিএলে খেলেছেন তিনি
কলকাতা: ২২ গজে ব্যাটে-বলে ঝড় তুলতেন তিনি। আক্রমণাত্মক ক্রিকেটার। তবে তিনি যে শেষে বাংলায় এসে লোকসভা ভোটে প্রার্থী হয়ে লড়বেন, তা হয়তো কেউ আন্দাজ করতে পারেননি!
অধীর চৌধুরীর বিরুদ্ধে বহরমপুরে তৃণমূলের প্রার্থী ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান। গুজরাতের বরোদায় জন্ম ইউসুফের। ভারতীয় দল, আইপিএলে খেলেছেন তিনি। তবে তাঁর ক্রিকেট কেরিয়ার শেষ। এবার তাঁর রাজনৈতিক কেরিয়ার শুরু।
রবিবার দুপুরে ব্রিগেডের জনগর্জন সভা থেকে লোকসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে তৃণমূল। তখনই বহরমপুরের প্রার্থী হিসেবে ভারতীয় দলের প্রাক্তন অলরাউন্ডার ইউসুফ পাঠানের নাম ঘোষণা করেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। যা কি না ছিল বড় চমক।
advertisement
advertisement
আরও পড়ুন- আরেক মহাতারকার আইপিএল অনিশ্চিত! কে বলুন তো? নাম শুনলে হা হয়ে যাবেন, গ্যারান্টি
এখন প্রশ্ন হল, বাংলার সঙ্গে ইউসুফ পাঠানের যোগ কী? আইপিএলে খেলেছেন কলকাতাভিত্তিক ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সের হয়ে। বাংলার সঙ্গে তাঁর যোগ সেখানেই। বরোদার হয়ে অনূর্ধ্ব ১৬, অনূর্ধ্ব ১৯ টিমে খেলেছেন। ১৯৯টি লিস্ট এ ম্যাচ খেলেছেন।
advertisement
২০০৭ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় ইউসুফের। দেওধর ট্রফিতে দুর্দান্ত পারফর্ম করেছিলেন। তার পর ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে ডাক পান ইউসুফ পাঠান।
২০০৭ বিশ্বকাপ ফাইনালে ভারত-পাকিস্তান ম্যাচে জোহানেসবার্গে ইউসুফের অভিষেক হয়েছিল। সেদিন, ২৪ সেপ্টেম্বর ৮ বলে ১৫ রান করছিলেন তিনি।
আরও পড়ুন- সৌরভ গঙ্গোপাধ্যায় কার সমর্থক? ইস্টবেঙ্গল নাকি মোহনবাগান? উত্তরে রয়েছে বড় চমক
২০১২ পর্যন্ত দেশের হয়ে ২২টি টি২০ ম্যাচ খেলেন। ২৩৬ রান রয়েছে তাঁর নামের পাশে। ১৩টি উইকেট তুলেছিলেন। ২০১১ ভারতের ওডিআই বিশ্বকাপ জয়ী দলের সদস্যও ছিলেন ইউসুফ। ভারতের হয়ে খেলেছেন ৫৭টি ওডিআই। করেছেন ৮১০ রান। ২০০৮ সালে তাঁর ওডিআই ক্রিকেটে অভিষেক হয়েছিল।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
March 10, 2024 5:11 PM IST