জিও গ্রাহকদের জন্য এই বিষয়টি জেনে রাখা অত্যন্ত জরুরি

Last Updated:

আপনি কি জিও ব্যবহার করেন ? তাহলে এটা জানা আপনার জন্য অত্যন্ত জরুরি ৷

#মুম্বই: আপনি কি জিও ব্যবহার করেন ? তাহলে এটা জানা আপনার জন্য অত্যন্ত জরুরি ৷ জানেন কী এবার বদলে যেতে পারে আপনার জিও নম্বর ৷ পুরনো নম্বরের বদলে পেয়ে যাবেন নতুন নম্বর ৷ সূত্রের খবর, এবার জিও নম্বর শুরু হবে ৬ দিয়ে ৷ এই মুহূর্তে নির্দিষ্ট কয়েকটি সার্কেলেই এই নম্বর দেওয়া হবে ৷
ডিপার্ডমেন্ট অফ টেলিকম-এর তরফে জানা গিয়েছে অসম, রাজস্থান ও তামিলনাড়ুতে এই ৬ সিরিজের MSC কোড জারি করা হবে ৷ রাজস্থানের জন্য নির্ধারিত MSC কোড নম্বার ৬০০১০-৬০০১৯, অসমের নম্বর হবে ৬০০২০-৬০০২৯ এবং তামিলনাড়ুর কোড ৬০০৩০-৬০০৩৯। মধ্যপ্রদেশ ও গুজরাটের জন্য নির্ধারিত করা হয়েছে ৭ সিরিজের MSC কোড ৷ অন্যদিকে, কলকাতা ও মহারাষ্ট্রের জন্য রয়েছে ৮ ডিজিটের MSC কোড ৷
advertisement
এর অথার্ৎ উপরের উল্লেখিত শহরগুলিতে খুব শীঘ্রই নতুন নম্বর চালু করতে পারবে জিও ৷ এক মিলিয়নের বেশি গ্রাহকদের চাহিদা পূরণের জন্য নতুন এই পদক্ষেপ নেওয়া হয়েছে রিল্যায়েন্স জিও সংস্থার তরফে ৷
advertisement
এখনও পর্যন্ত ভারতীয় টেলিকম বাজারে অপারেটরদের ৯,৮ ও ৭ সিরিজের নম্বর বরাদ্দ করা হয়েছে ৷ লঞ্চ হওয়ার পর থেকেই গ্রাহকদের বিনামূল্যে ডেটা পরিষেবা দিচ্ছে জিও ৷ ৩১ মার্চ পর্যন্ত তারা এই অফার পাবেন বলে জানানো হয়েছে সংস্থার তরফে ৷ রিল্যায়েন্সের হ্যাপি নিউ ইয়ার অফার এই মুহূর্তে গ্রাহকরা দিনে ১ জিবি ৪জি ডেটা পরিষেবার সুবিধা পাচ্ছেন ৷ জিও লঢ্চ হওয়ার পর থেকেই গ্রাহকদের মধ্যে উৎসাহ তুঙ্গে ৷ প্রতিদিন জিও-সংখ্যাক বেড়েই চলেছে ৷ ডিসেম্বর ৩১ তারিখে জিও-র গ্রাহক সংখ্যা পৌঁছে গিয়েছে ৭২.৪ মিলিয়নে ৷  ট্রাইয়ের রিপোর্ট অনুযায়ী, এই মুহূজ্র্তে দেশের লিডিং টেলিকম কোম্পানি-র শিরোপা পেয়েছে জিও ৷
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
জিও গ্রাহকদের জন্য এই বিষয়টি জেনে রাখা অত্যন্ত জরুরি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement