• Home
 • »
 • News
 • »
 • technology
 • »
 • জিও গ্রাহকদের জন্য এই বিষয়টি জেনে রাখা অত্যন্ত জরুরি

জিও গ্রাহকদের জন্য এই বিষয়টি জেনে রাখা অত্যন্ত জরুরি

 আপনি কি জিও ব্যবহার করেন ? তাহলে এটা জানা আপনার জন্য অত্যন্ত জরুরি ৷

আপনি কি জিও ব্যবহার করেন ? তাহলে এটা জানা আপনার জন্য অত্যন্ত জরুরি ৷

আপনি কি জিও ব্যবহার করেন ? তাহলে এটা জানা আপনার জন্য অত্যন্ত জরুরি ৷

 • Share this:

  #মুম্বই: আপনি কি জিও ব্যবহার করেন ? তাহলে এটা জানা আপনার জন্য অত্যন্ত জরুরি ৷ জানেন কী এবার বদলে যেতে পারে আপনার জিও নম্বর ৷ পুরনো নম্বরের বদলে পেয়ে যাবেন নতুন নম্বর ৷ সূত্রের খবর, এবার জিও নম্বর শুরু হবে ৬ দিয়ে ৷ এই মুহূর্তে নির্দিষ্ট কয়েকটি সার্কেলেই এই নম্বর দেওয়া হবে ৷

  ডিপার্ডমেন্ট অফ টেলিকম-এর তরফে জানা গিয়েছে অসম, রাজস্থান ও তামিলনাড়ুতে এই ৬ সিরিজের MSC কোড জারি করা হবে ৷ রাজস্থানের জন্য নির্ধারিত MSC কোড নম্বার ৬০০১০-৬০০১৯, অসমের নম্বর হবে ৬০০২০-৬০০২৯ এবং তামিলনাড়ুর কোড ৬০০৩০-৬০০৩৯। মধ্যপ্রদেশ ও গুজরাটের জন্য নির্ধারিত করা হয়েছে ৭ সিরিজের MSC কোড ৷ অন্যদিকে, কলকাতা ও মহারাষ্ট্রের জন্য রয়েছে ৮ ডিজিটের MSC কোড ৷

  এর অথার্ৎ উপরের উল্লেখিত শহরগুলিতে খুব শীঘ্রই নতুন নম্বর চালু করতে পারবে জিও ৷ এক মিলিয়নের বেশি গ্রাহকদের চাহিদা পূরণের জন্য নতুন এই পদক্ষেপ নেওয়া হয়েছে রিল্যায়েন্স জিও সংস্থার তরফে ৷

  এখনও পর্যন্ত ভারতীয় টেলিকম বাজারে অপারেটরদের ৯,৮ ও ৭ সিরিজের নম্বর বরাদ্দ করা হয়েছে ৷ লঞ্চ হওয়ার পর থেকেই গ্রাহকদের বিনামূল্যে ডেটা পরিষেবা দিচ্ছে জিও ৷ ৩১ মার্চ পর্যন্ত তারা এই অফার পাবেন বলে জানানো হয়েছে সংস্থার তরফে ৷ রিল্যায়েন্সের হ্যাপি নিউ ইয়ার অফার এই মুহূর্তে গ্রাহকরা দিনে ১ জিবি ৪জি ডেটা পরিষেবার সুবিধা পাচ্ছেন ৷ জিও লঢ্চ হওয়ার পর থেকেই গ্রাহকদের মধ্যে উৎসাহ তুঙ্গে ৷ প্রতিদিন জিও-সংখ্যাক বেড়েই চলেছে ৷ ডিসেম্বর ৩১ তারিখে জিও-র গ্রাহক সংখ্যা পৌঁছে গিয়েছে ৭২.৪ মিলিয়নে ৷  ট্রাইয়ের রিপোর্ট অনুযায়ী, এই মুহূজ্র্তে দেশের লিডিং টেলিকম কোম্পানি-র শিরোপা পেয়েছে জিও ৷

  First published: