Redmi 10A-Redmi 10C: লঞ্চের আগেই লিক হল Redmi 10A এবং Redmi 10C ফোনের দাম। ফিচার কেমন হতে পারে?
- Published by:Piya Banerjee
Last Updated:
Redmi 10A-Redmi 10C: লঞ্চ হচ্ছে যে Redmi-র নতুন ফোন Redmi 10C এবং Redmi 10A এর দাম হতে পারে ১২,০০০ টাকার কম।
#নয়াদিল্লি: ভারতে নিজেদের নতুন দুটি স্মার্টফোন লঞ্চ করতে প্রস্তুত Redmi। ভারতে যে দুটি নতুন ফোন Redmi লঞ্চ করতে চলেছে সেই দুটি ফোন হল Redmi 10C এবং Redmi 10A। Redmi সম্প্রতি পেশ করেছে তাদের Redmi Note 11T 5G ফোন। খুব তাড়াতাড়ি Redmi লঞ্চ করতে চলেছে তাদের Redmi Note 11S ফোন। এর মধ্যেই লিক হয়ে গিয়েছে Redmi-র নতুন ফোনের দাম। বলা হচ্ছে যে Redmi-র নতুন ফোন Redmi 10C এবং Redmi 10A এর দাম হতে পারে ১২,০০০ টাকার কম।
সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী জানা গিয়েছে যে Redmi তাদের নতুন দুটি ফোন Redmi 10C এবং Redmi 10A লঞ্চ করতে পারে চিন এবং অন্যান্য দেশের বাজারে। লিক হওয়া খবর অনুযায়ী Redmi নতুন দুটি ফোন Redmi 10C এবং Redmi 10A-এর ফিচার সম্পর্কেও জানা গিয়েছে। Redmi-র নতুন দুটি ফোন Redmi 10C এবং Redmi 10A-তে রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা। Redmi 10C এবং Redmi 10A ফোনে রয়েছে ৫০ মেগাপিক্সেলের Samsung ISOCELL S5KJN1 Sensor অথবা OmniVision OV50C Sensor। এছাড়াও Redmi-র নতুন দুটি ফোন Redmi 10C এবং Redmi 10A-তে রয়েছে ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেন্সর এবং ২ মেগাপিক্সেলের OVO2B1B অথবা SC201CS ম্যাক্রো ক্যামেরা। এখনও কোম্পানির তরফে Redmi কোম্পানির নতুন দুটি ফোন Redmi 10C এবং Redmi 10A সম্পর্কে অফিসিয়ালি কিছু জানানো হয়নি।
advertisement
advertisement
Redmi 9A ও Redmi 9C ফোনের দাম -
view commentsRedmi 9A ফোনটির দাম ৭,৪৯৯ টাকা। ২জিবি (GB) এবং ৩২ জিবি স্টোরেজের বেসিক মডেলের দাম হল এটি। Redmi 9A ফোনটির অন্য মডেলের দাম ৮,২৯৯ টাকা, যা ৩জিবি এবং ৩২ জিবি স্টোরেজের। Redmi 9C ফোনের দাম হল ৭,৫০০ টাকা, যা ২জিবি এবং ৩২ জিবি স্টোরেজের মডেল। এবার আসতে চলেছে নতুন দুটি ফোন Redmi 10C এবং Redmi 10A।
Location :
First Published :
January 27, 2022 4:35 PM IST