Mountain Bike Tips: মোটরবাইক নিয়ে পাহাড়ে যাওয়ার প্ল্যান করছেন? জেনে রাখুন এই ব্যাপারগুলো
- Published by:Suman Majumder
Last Updated:
Mountain Bike Tips: পাহাড়ে মোটরসাইকেল নিয়ে যাবেন ভাবছেন! চ্যালেঞ্জ কিন্তু সামলাতে হবে। কিছু টিপস রাইল।
#কলকাতা: মোটরসাইকেল চালানো অনেকের শখ। বিশেষ করে পাহাড়ে বাইক চালানোর স্বপ্ন দেখেন অনেকে। বহু রাইডার নিজস্ব মোটরসাইকেল নিয়ে মানালি থেকে লেহ, লাদাখ এবং কাজা থেকে নৈনিতাল এবং মুসৌরি যাওয়ার দীর্ঘমেয়াদী পরিকল্পনা করেন। এই দীর্ঘ রাইডে যতটা রোমাঞ্চকর, সেগুলি সম্পূর্ণ করা একটি বড় চ্যালেঞ্জের চেয়ে কম কিছু নয়।
আপনিও কি মোটরবাইক নিয়ে পাহাড়ে রাইড করার পরিকল্পনা করছেন! তা হলে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের জেনে রাখা ভাল। রাইড চলাকালীন বা রাইড শুরুর আগে যা আপনাদের অনেক সহায়তা করতে পারে।
মোটরবাইক চেক-
পাহাড়ে যাওয়ার পরিকল্পনা করার সময় আপনাকে প্রথমে যা করতে হবে তা হল আপনার বাইকের অবস্থা পরীক্ষা করে নেওয়া। টায়ারগুলি কেমন অবস্থায় রয়েছে তা সবার আগে দেখে নেওয়া প্রয়োজন। এর পরে ব্রেকিং সঠিকভাবে কাজ করছে কিনা তা পরীক্ষা করুন। হেডলাইট থেকে শুরু করে ইন্ডিকেটর এবং ইঞ্জিন অয়েল থেকে শুরু করে ক্লাচ এবং গিয়ার দেখে নিন। এছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ জিনিসের যত্ন নিন। যদি সব কিছু নিখুঁত অবস্থায় থাকে তবে এই যাত্রার মাঝখানে আপনার বাইকটি কোথাও আটকে যাওয়ার সম্ভাবনা খুবই কম।
advertisement
advertisement
আরও পড়ুন- মাত্র ২৮ পয়সায় এক কিমি! দেড় লিটার পেট্রোলের টাকায় সারা মাস ঘোরাবে এই স্কুটার
প্রয়োজনীয় জিনিসপত্র বহন করতে হবে। বাইকের টুলকিটে সমস্ত সরঞ্জাম রাখতে পারেন। ফার্স্ট এইড কিট ছাড়াও গাড়ির সমস্ত কাগজ সঙ্গে রাখবেন। এ ছাড়া সম্ভব হলে বাইকের পেছনে লাগেজ বহনকারী ক্যারিয়ার বা স্যাডেল স্টে নিতে পারেন। পেট্রোলের জন্য একটি জেরি ক্যান ব্যবহার করতে পারেন। সফরে যাওয়ার আগে মোটরবাইকের ব্যাটারি ভাল করে চার্জ দিয়ে নিন।
advertisement
সাবধানে সাইকেল চালান-
পাহাড়ে বাইক চালানো খুব কঠিন নয়। তবে অসাবধানতা দুর্ঘটনার সম্ভাবনা বেশি। সর্বদা লেনে থাকুন এবং বাইকের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রাখুন। চড়াইয়ে ওঠার সময় বাইক খুব বেশি গিয়ারে ফেলে না চালানোই ভাল। নামার সময় ভুলেও বাইক নিউট্রাল করবেন না।
আরও পড়ুন- আগে এদেশে ছিল ৯ ডিজিট-এর মোবাইল নম্বর, এখন দশ, কেন জানেন?
view commentsপাহাড় থেকে নামার সময় ইঞ্জিন ব্রেকিং ব্যবহার করা যাবে না। আপনাকে রাস্তার বাঁকে বিশেষ মনোযোগ দিতে হবে এবং সাবধানে এগিয়ে যেতে হবে। খুব বেশি সময় একটানা বাইক না চালানোই ভাল। বিশ্রাম নিন। জল খেতে হবে বেশি করে। সঙ্গে ওআরএস রাখুন। ড্রাই ফুড রাখুন। পাহাড়ে কিন্তু সব জায়গায় খাবারের দোকান নাও পেতে পারেন।
Location :
First Published :
December 19, 2021 5:10 PM IST