হোম » ছবি » প্রযুক্তি » আগে এদেশে ছিল ৯ ডিজিট-এর মোবাইল নম্বর, এখন দশ, কেন জানেন?

Mobile Numbers Digits: আগে এদেশে ছিল ৯ ডিজিট-এর মোবাইল নম্বর, এখন দশ, কেন জানেন?

  • Bangla Digital Desk

  • 16

    Mobile Numbers Digits: আগে এদেশে ছিল ৯ ডিজিট-এর মোবাইল নম্বর, এখন দশ, কেন জানেন?

    হাতে হাতে স্মার্টফোন-এর ছড়াছড়ি। তবে একটা সময় এদেশে মোবাইল এতটা সহজলভ্য ছিল না। কয়েক বছর আগেও পকেটে মোবাইল রাখলে খরচ হত ভালই। আর একটা সময় এমনও ছিল, এদেশে মোবাইল নম্বর হত ৯ ডিজিটের।

    MORE
    GALLERIES

  • 26

    Mobile Numbers Digits: আগে এদেশে ছিল ৯ ডিজিট-এর মোবাইল নম্বর, এখন দশ, কেন জানেন?

    কখনও ভেবে দেখেছেন, এদেশে মোবাইল নম্বর কেন ১০ ডিজিট-এর হয়! একটা নম্বর কম হলে আপনি কাউকে ফোন কলে পাবেন না। প্রতিটি মানুষের ফোন নম্বর এখন দশ ডিজিটের। অথচ কয়েক বছর আগেও এদেশে ৯ ডিজিট-এর ফোন নম্বর ছিল।

    MORE
    GALLERIES

  • 36

    Mobile Numbers Digits: আগে এদেশে ছিল ৯ ডিজিট-এর মোবাইল নম্বর, এখন দশ, কেন জানেন?

    আপনি কি জানেন, ভারতে কেন মোবাইল নম্বর ৯ থেকে ১০ ডিজিটের করা হল। আসলে এর পিছনে আসল কারণ ছিল সরকারের National Numbering Plan.

    MORE
    GALLERIES

  • 46

    Mobile Numbers Digits: আগে এদেশে ছিল ৯ ডিজিট-এর মোবাইল নম্বর, এখন দশ, কেন জানেন?

    যদি মোবাইল নম্বর এক ডিজিটের হত তা হলে ০ থেকে ৯-এর মধ্যে মাত্র দশ জন পেতেন। দুই ডিজিটের হলে ১০০ জন মোবাইল নম্বর পেতেন। তাই ভারত সরকার ১০ ডিজিট-এর মোবাইল নম্বর করার সিদ্ধান্ত নেয়।

    MORE
    GALLERIES

  • 56

    Mobile Numbers Digits: আগে এদেশে ছিল ৯ ডিজিট-এর মোবাইল নম্বর, এখন দশ, কেন জানেন?

    এদেশে ১০ ডিজিট-এর মোবাইল নম্বর হওয়ার সব থেকে বড় কারণ জনসংখ্যা। এত বড় দেশে দশ ডিজিটের নম্বর হলে কয়েক কোটি মানুষের মধ্যে মোবাইল নম্বর বিলিয়ে দেওয়া যাবে।

    MORE
    GALLERIES

  • 66

    Mobile Numbers Digits: আগে এদেশে ছিল ৯ ডিজিট-এর মোবাইল নম্বর, এখন দশ, কেন জানেন?

    ২০১৯ সালে একবার শোনা গিয়েছিল, এবার ১১ ডিজিট-এর মোবাইল নম্বর হতে পারে। তবে TRAI সেই খবর সত্যি নয় বলে জানায়। তবে TRAI জানিয়ে দিয়েছিল, ভারতে মোবাইল ইউজার রোজ বাড়ছে। ফলে এমনটা ভবিষ্যতে হতেও পারে।

    MORE
    GALLERIES