Mobile Numbers Digits: আগে এদেশে ছিল ৯ ডিজিট-এর মোবাইল নম্বর, এখন দশ, কেন জানেন?

Last Updated:
Mobile Numbers In India: এবার কি ১১ ডিজিট-এর মোবাইল নম্বর চালু হবে দেশে! জেনে নিন...
1/6
হাতে হাতে স্মার্টফোন-এর ছড়াছড়ি। তবে একটা সময় এদেশে মোবাইল এতটা সহজলভ্য ছিল না। কয়েক বছর আগেও পকেটে মোবাইল রাখলে খরচ হত ভালই। আর একটা সময় এমনও ছিল, এদেশে মোবাইল নম্বর হত ৯ ডিজিটের।
হাতে হাতে স্মার্টফোন-এর ছড়াছড়ি। তবে একটা সময় এদেশে মোবাইল এতটা সহজলভ্য ছিল না। কয়েক বছর আগেও পকেটে মোবাইল রাখলে খরচ হত ভালই। আর একটা সময় এমনও ছিল, এদেশে মোবাইল নম্বর হত ৯ ডিজিটের।
advertisement
2/6
কখনও ভেবে দেখেছেন, এদেশে মোবাইল নম্বর কেন ১০ ডিজিট-এর হয়! একটা নম্বর কম হলে আপনি কাউকে ফোন কলে পাবেন না। প্রতিটি মানুষের ফোন নম্বর এখন দশ ডিজিটের। অথচ কয়েক বছর আগেও এদেশে ৯ ডিজিট-এর ফোন নম্বর ছিল।
কখনও ভেবে দেখেছেন, এদেশে মোবাইল নম্বর কেন ১০ ডিজিট-এর হয়! একটা নম্বর কম হলে আপনি কাউকে ফোন কলে পাবেন না। প্রতিটি মানুষের ফোন নম্বর এখন দশ ডিজিটের। অথচ কয়েক বছর আগেও এদেশে ৯ ডিজিট-এর ফোন নম্বর ছিল।
advertisement
3/6
আপনি কি জানেন, ভারতে কেন মোবাইল নম্বর ৯ থেকে ১০ ডিজিটের করা হল। আসলে এর পিছনে আসল কারণ ছিল সরকারের National Numbering Plan.
আপনি কি জানেন, ভারতে কেন মোবাইল নম্বর ৯ থেকে ১০ ডিজিটের করা হল। আসলে এর পিছনে আসল কারণ ছিল সরকারের National Numbering Plan.
advertisement
4/6
যদি মোবাইল নম্বর এক ডিজিটের হত তা হলে ০ থেকে ৯-এর মধ্যে মাত্র দশ জন পেতেন। দুই ডিজিটের হলে ১০০ জন মোবাইল নম্বর পেতেন। তাই ভারত সরকার ১০ ডিজিট-এর মোবাইল নম্বর করার সিদ্ধান্ত নেয়।
যদি মোবাইল নম্বর এক ডিজিটের হত তা হলে ০ থেকে ৯-এর মধ্যে মাত্র দশ জন পেতেন। দুই ডিজিটের হলে ১০০ জন মোবাইল নম্বর পেতেন। তাই ভারত সরকার ১০ ডিজিট-এর মোবাইল নম্বর করার সিদ্ধান্ত নেয়।
advertisement
5/6
এদেশে ১০ ডিজিট-এর মোবাইল নম্বর হওয়ার সব থেকে বড় কারণ জনসংখ্যা। এত বড় দেশে দশ ডিজিটের নম্বর হলে কয়েক কোটি মানুষের মধ্যে মোবাইল নম্বর বিলিয়ে দেওয়া যাবে।
এদেশে ১০ ডিজিট-এর মোবাইল নম্বর হওয়ার সব থেকে বড় কারণ জনসংখ্যা। এত বড় দেশে দশ ডিজিটের নম্বর হলে কয়েক কোটি মানুষের মধ্যে মোবাইল নম্বর বিলিয়ে দেওয়া যাবে।
advertisement
6/6
২০১৯ সালে একবার শোনা গিয়েছিল, এবার ১১ ডিজিট-এর মোবাইল নম্বর হতে পারে। তবে TRAI  সেই খবর সত্যি নয় বলে জানায়। তবে TRAI  জানিয়ে দিয়েছিল, ভারতে মোবাইল ইউজার রোজ বাড়ছে। ফলে এমনটা ভবিষ্যতে হতেও পারে।
২০১৯ সালে একবার শোনা গিয়েছিল, এবার ১১ ডিজিট-এর মোবাইল নম্বর হতে পারে। তবে TRAI সেই খবর সত্যি নয় বলে জানায়। তবে TRAI জানিয়ে দিয়েছিল, ভারতে মোবাইল ইউজার রোজ বাড়ছে। ফলে এমনটা ভবিষ্যতে হতেও পারে।
advertisement
advertisement
advertisement