Tech Tips: নিরীহ Mail-এ লুকিয়ে থাকতে পারে বিপদ! নিরাপদ থাকুন এই উপায়ে

Last Updated:

কিন্তু কী ভাবে বোঝা যাবে কোন মেল সন্দেহজনক, কোন মেলে ঘনিয়ে আসছে বিপদ

প্রযুক্তির যুগে আজকাল ঘরে বসেই সব কাজ করা যায় সহজে। তা সে কাউকে টাকা পাঠানো হোক বা কোনও কেনাকাটা সংক্রান্ত লেনদেন—এক ক্লিকেই কাজ হয়ে যায় নিমেষে। কিন্তু ঘটনা হল প্রযুক্তির উন্নতির সঙ্গে তাল মিলিয়ে বেড়েছে জালিয়াতিও। সাইবার অপরাধীরা সাধারণ মানুষকে ‘টার্গেট’ করার জন্য একের পর এক কৌশল বের করে ফেলছে। প্রতারকরা প্রথমেই টার্গেটের তথ্য হাতিয়ে নেয়। তারপর তাঁদের কাছ থেকে অর্থ চুরি করে, একে ‘ফিশিং’ বলা হয়। ফিশিং হল এক ধরনের সাইবার আক্রমণ যেখানে হ্যাকাররা গ্রাহকের ব্যক্তিগত তথ্য যেমন ব্যক্তিগত ব্যাঙ্কের বিশদ বিবরণ, ডেবিট কার্ডের নম্বর, পিন বা পাসওয়ার্ড হাতিয়ে নেয়।
এই বিবরণ ব্যবহার করে তারা সাধারণ মানুষের টাকা চুরি করে। হ্যাকাররা ফিশিং আক্রমণের জন্য অনেক পদ্ধতি ব্যবহার করে যার মধ্যে একটি হল ই-মেল।
advertisement
কিন্তু কী ভাবে বোঝা যাবে কোন মেল সন্দেহজনক, কোন মেলে ঘনিয়ে আসছে বিপদ! দেখে নেওয়া যাক এক নজরে—
১. কথা বলার ভঙ্গিতে কোনও রকম অস্বাভাবিকতা থাকলে
advertisement
২. ব্যাকরণগত ভুল বা বানান ভুল
৩. ই-মেল ঠিকানা, লিঙ্ক এবং ডোমেইন নামে থাকা ভুল
৪. কোনও রকম হুমকি বা জরুরি বলে দাবি করা
যে ভুল কখনই করা যাবে না—
১. পাসওয়ার্ড (Password), পিন নম্বর (Pin Number), ইউজার আইডি (User ID) বা কোনও স্পর্শকাতর, গোপন তথ্য ই-মেল মারফত কাউকে পাঠানো উচিত নয়।
advertisement
২. কোনও ই-মেলে 'Verify Your Account' বা 'Login' লিঙ্কে ক্লিক করবেন না। পরিবর্তে, সর্বদা একটি নতুন উইন্ডো খুলতে হবে এবং যে কোনও অ্যাকাউন্টে লগ ইন করতে ইনস্টিটিউটের অফিসিয়াল হোম পেজ ব্যবহার করতে হবে।
৩. কোনও অজানা, সন্দেহজনক লিঙ্কে ক্লিক করা উচিত নয়। Spam বা সন্দেহজনক কোনও মেলে পাঠানো ‘অ্যাটাচমেন্ট’ খোলা উচিত নয়।
advertisement
আরও পড়ুন - বিল পেমেন্ট করতে আর লাইনে দাঁড়াতে হবে না, ঘরে বসেই মোবাইলের মাধ্যমে বিল দিন ২ মিনিটে
৪. কোনও লিঙ্কে ক্লিক করলে বা স্প্যাম মেলের উত্তর দিলে যে কোনও ব্যক্তির ই-মেল আইডি সনাক্ত করে ফেলতে পারে জালিয়াতরা। তাতে ভবিষ্যতে আরও বড় ফাঁদে পড়ার সম্ভাবনা থেকে যায়।
advertisement
এই ধরনের মেইল সনাক্ত করার পর যা কর্তব্য—
সন্দেহজনক ই-মেলটি যে সংস্থার নামে আসছে সেই সংস্থাকে রিপোর্ট করতে হবে।
অ্যাটাচমেন্ট খোলার সময় সতর্ক থাকতে হবে।
অ্যান্টি-ভাইরাস এবং ফায়ারওয়াল প্রোগ্রাম ইনস্টল করা জরুরি।
ব্যাঙ্কের ক্রেডিট/ডেবিট স্টেটমেন্ট নিয়মিত পরীক্ষা করতে করতে হবে।
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Tech Tips: নিরীহ Mail-এ লুকিয়ে থাকতে পারে বিপদ! নিরাপদ থাকুন এই উপায়ে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement