Convert PDF to Word | PDF ফাইলকে Word ডকুমেন্টে বদলাতে চান, সহজ পদ্ধতিতে বদলে ফেলুন নিজের নথি

Last Updated:

How To Convert PDF to Word: এর মধ্যে সবথেকে বড় সমস্যা হল পিডিএফ ফাইল ওয়ার্ড ডকুমেন্টে কনভার্ট (PDF to WORD Converter) করার সমস্যা।

How To Convert PDF to Word: গত দু’বছরে ক্রমশ বদলে গিয়েছে মানুষের কাজের ধরন। বেশির ভাগ কাজই এখন অনলাইন। নিজেদের কম্পিউটারে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য ফাইল আকারে সেভ করে রাখা হয়। সে সব ফাইলের বিভিন্ন ধরনের ফরম্যাট রয়েছে। এর মধ্যে সবথেকে প্রচলিত হল পিডিএফ (PDF) ফাইল এবং ওয়ার্ড (Word) ডকুমেন্ট। কিন্তু অনেকেই অনেক সময়ে বিভিন্ন ধরনের সমস্যায় পড়েন এই ধরনের ফাইল নিয়ে। এর মধ্যে সবথেকে বড় সমস্যা হল পিডিএফ ফাইল ওয়ার্ড ডকুমেন্টে কনভার্ট (PDF to WORD Converter) করার সমস্যা। এটি অনেকেই খুব সহজে করতে পারেন না। কিন্তু এটি করা খুব সহজ। নির্দিষ্ট কয়েকটি উপায়ের মাধ্যমেই পিডিএফ ফাইল ওয়ার্ডে কনভার্ট করা যায় (PDF to WORD Converter) । কনভার্ট করার পর সেই ফাইল এডিটও করা যায়। এক নজরে দেখে নিন সেই উপায়।
পিডিএফ ফাইল ওয়ার্ডে কনভার্ট করার উপায় (PDF to Word converter online) -
বর্তমানে বাজারে বিভিন্ন ধরনের অনলাইন টুলস রয়েছে পিডিএফ ফাইল ওয়ার্ডে কনভার্ট করার জন্য। কিন্তু এই সাইটের মাধ্যমে করা যেতে পারে পিডিএফ ফাইল ওয়ার্ডে কনভার্ট - https://smallpdf.com/pdf-to-word
advertisement
স্টেপ ১ - এই সাইটে গিয়ে দেখা যাবে একটি ব্লু বক্স রয়েছে। সেখানে গিয়ে চুজ ফাইল করতে হবে। এরপর সেই বক্সে নিজেদের পিডিএফ ফাইল আপলোড করতে হবে।
advertisement
স্টেপ ২ - এরপর সেই ফাইল আপলোড হয়ে গেলে ক্লিক করতে হবে কনভার্ট টু ওয়ার্ড।
স্টেপ ৩ - এভাবেই নিজেদের পিডিএফ ফাইল কনভার্ট হয়ে যাবে ওয়ার্ড ফাইলে।
স্টেপ ৪ - এরপর সেটি ডাউনলোড করতে চাইলে খুব সহজেই সেটি ডাউনলোড করা যাবে।
advertisement
অফলাইনে পিডিএফ ফাইল ওয়ার্ডে কনভার্ট করার উপায় (PDF to Word converter offline) -
এর জন্য বিভিন্ন ধুরনের সফটওয়্যার রয়েছে। তার মধ্যে থেকে একটি সফটওয়্যার বেছে ইন্সটল করতে হবে নিজেদের ডিভাইসে। ওয়ান্ডারশেয়ার পিডিএফ এলিমেন্ট সফটওয়্যার নিজেদের ডিভাইসে ইন্সটল করা যেতে পারে অফলাইনে পিডিএফ ফাইল ওয়ার্ডে কনভার্ট করার জন্য (Convert PDF to Word)। এক নজরে দেখে নিন সেই উপায় -
advertisement
স্টেপ ১ - প্রথমেই ওপেন করতে হবে সেই সফটওয়্যার।
স্টেপ ২ - এরপর সিলেক্ট করতে হবে সেই পিডিএফ ফাইল, যা পিডিএফ থেকে ওয়ার্ড ডকুমেন্টে কনভার্ট করতে চান।
advertisement
স্টেপ ৩ - এরপর সেই পিডিএফ ফাইল সিলেক্ট করলেই খুব সহজেই সেই পিডিএফ ফাইল কনভার্ট হয়ে যাবে ওয়ার্ড ডকুমেন্টে।
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Convert PDF to Word | PDF ফাইলকে Word ডকুমেন্টে বদলাতে চান, সহজ পদ্ধতিতে বদলে ফেলুন নিজের নথি
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement